নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালপুরাণ

জন্ম থেকেই জ্বলছি

ড্যানিয়েল আর্যভট্ট

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি পদার্থে। সৃজনশীল সাহিত্যে আমার আগ্রহ। নিয়মিত কবিতা চর্চা করি প্রায় ১০ বছর হল। ব্লগে নিয়মিত হয়ে মূলধারার সাহিত্যিক, লেখক, সমালোচক দের সাথে যুক্ত হতে চাই।

ড্যানিয়েল আর্যভট্ট › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু ২

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

জোনাকির মৃদু আলো সারারাত মিটিমিটি জ্বলে

আকাশের চাঁদ যায় বারবার মেঘে মেঘে ঢেকে

ওখানে অনেক তারা জানিনা কে কার সমতলে

জোনাকির মতো তারা বহুদূর পৃথিবীর থেকে

এখানে অনেক রাতে নির্ঘুম জোনাকির আলো

ওখানে অনেক দূরে ঘুমহীন অযুত তারারা

পৃথিবীর জোনাকির চেয়ে ভালো তারাদের আলো

সারারাত তোমাকে ভাসাবে বুঝি আলোর ফোয়ারা

এইসব কথা ভেবে চলে গেছো তারাদের দেশে

আমিতো রয়েছি পড়ে জোনাকির আলো ভালোবেসে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

সিডির দোকান বলেছেন: ভালা অইছে রে.....

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

ড্যানিয়েল আর্যভট্ট বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

দেশটা অস্থির বলেছেন: সামুতে কবিতার পাঠক নাই বস ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

ড্যানিয়েল আর্যভট্ট বলেছেন: হুম তাই তো দেখছি। আসলে আমার কবিতাগুলি হারিয়ে যায়। তাই এখানে লেখা। সংগ্রহ করতে হয়না তাহলে, ও অভ্যাস আমার নেই। সচলে লিখি। ওখানে অনেক পাঠক। আমার ব্লগেও ভালো পাঠক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.