নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালপুরাণ

জন্ম থেকেই জ্বলছি

ড্যানিয়েল আর্যভট্ট

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি পদার্থে। সৃজনশীল সাহিত্যে আমার আগ্রহ। নিয়মিত কবিতা চর্চা করি প্রায় ১০ বছর হল। ব্লগে নিয়মিত হয়ে মূলধারার সাহিত্যিক, লেখক, সমালোচক দের সাথে যুক্ত হতে চাই।

ড্যানিয়েল আর্যভট্ট › বিস্তারিত পোস্টঃ

কাল থেকে ভালো হয়ে যাবো

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

কাল থেকে ভালো হয়ে যাবো

সত্যি বলছি মাইরি

কাল থেকে হবো

শুধু কাল ফজরের নামাজটা পড়বো না

আমার আবার লম্বা ঘুমের ব্যারাম

জোহরের নামাজ পড়ার ট্রাই করবো

আম্মুর সাথে বেয়াদবি করবো না

আম্মু কাল থেকে ভালো হয়ে যাবো

আব্বু কাল থেকে ভালো হয়ে যাবো

অনেক ভালো অনেক ভালো

কুসুমকুমারী দাশের আদর্শ ছেলে কবিতার মতো

অসাধারণ ভালো হবো হঠাৎ করে

তাস খেলবো না, ক্যারম খেলবো না, জুয়া খেলবো না

যদিও জুয়াখেলায় আমার তেমন প্রতিদ্বন্দ্বী নাই

সিগারেট খাবোনা, তামাক পুরা গাজা খাবোনা, ভদকা খাবোনা

রাম খাবোনা এমনকি চাও খাবোনা

রাত জাগবো না, দিনেও ২ ঘণ্টা ঘুমাবো

নিয়ম করে সন্ধ্যাবেলা পড়তে বসবো

ঠিক রাত সাড়ে ১১ টায় উঠবো

রাত করে আর বাইরে থাকবো না

বন্ধুদের সাথে আড্ডা দেবোনা

ঘরের ছেলে ঘরে থাকবো

সবচেয়ে বড় কথা আর ইভটিজিং করবো না

গার্লসস্কুলের সামনে যাবোনা

তালুকদারের মেয়ে রিমিকে জোর করে প্রেমপত্র দেবোনা

তারপরও যদি সে আমার নামে বিচার দেয়

তাকে তবুও ফোনে ডিস্টার্ব করবো না

এমন অমায়িক ভালো হতে চাই

আমি সত্যি সত্যি ভালো হবোরে কামরুল

তোর সাথে আর চলবোনারে শয়তানের বাক্স

লোকে আমায় বখাটে বলে

বাপ মা দিনরাত গাল দেয় সমানে

রিমি আর ওর বান্ধবীরা লুচ্চা বলে ডাকে

তোর সাথে থেকে থেকে নষ্ট হয়ে গেলাম রে

যা অনেক দূরে যা

দূরে গিয়ে মর

আমাকে ভালো হতে দে

আমি মাইরি বলছি কাল থেকে ভালো হয়ে যাবো

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

সিডির দোকান বলেছেন: ভালা অইছে রে......

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫

ড্যানিয়েল আর্যভট্ট বলেছেন: থ্যাঙ্কু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.