নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালপুরাণ

জন্ম থেকেই জ্বলছি

ড্যানিয়েল আর্যভট্ট

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি পদার্থে। সৃজনশীল সাহিত্যে আমার আগ্রহ। নিয়মিত কবিতা চর্চা করি প্রায় ১০ বছর হল। ব্লগে নিয়মিত হয়ে মূলধারার সাহিত্যিক, লেখক, সমালোচক দের সাথে যুক্ত হতে চাই।

ড্যানিয়েল আর্যভট্ট › বিস্তারিত পোস্টঃ

আবুল সমাচার

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

আমাদের দেশে মাঝে মধ্যে কোন নির্দিষ্ট নামের লোকেরা সব মহলে প্রাধান্য বিস্তার করে থাকে। নিঃসন্দেহে গত কয়েক বছর দেশের সবচেয়ে আলোচিত নামটি হচ্ছে আবুল। আবুল নামের এমন কি মাহাত্ম্য?



সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হচ্ছে অর্থ মন্ত্রণালয়। অর্থমন্ত্রীর নাম কি? আবুল। আবুল মাল আবদুল মুহিত। আবুল মাল হিসেবেই বেশি পরিচিত তিনি। আমার মতে দেশের সবচেয়ে আলোচিত অর্থমন্ত্রী তিনি। কেন তা সুধী পাঠক আমার থেকে ভালো জানেন।



এরপর আসি পদ্মা সেতুতে। এখানেও আবুল। যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন দেশের ইতিহাসেই সবচেয়ে আলোচিত মন্ত্রী। বিশ্ব ব্যাংক, দুর্নীতি, মালয়েশিয়া, পদত্যাগ কতো কিছু হল। আবার আগের সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন আবুল হাসান। পদ্মা সেতুর পরিকল্পনায় তিনি যুক্ত ছিলেন। তার নামও দুর্নীতির খাতায় উঠে এসেছে। এখন লোকে বলছে ''হাসান-হোসেন''।



দেশের মিডিয়ায় গত কয়েক বছরে সংবাদ মাধ্যম কর্মীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম আবুল। এ আবার কোন আবুল? আবুল মকসুদ। তিনি অনশন করে বিখ্যাত হয়েছেন। সবসময় সাদা চাদর গায়ে দেয়া আবূল মকসুদকে অনেকে বাংলার গান্ধী বলে থাকেন।



আমার বাবার নাম মোঃ আবুল হোসেন। শিক্ষক মানুষ, নির্বিবাদ লোক। বাসায় তিনি সরকারের সমালোচনা করেন। যখন ৩ মন্ত্রী আবুলের কথা উঠে তখন আব্বু কেমন যেন থতমত খেয়ে যান। এমন একদিন আসবে দেশে আমার নামও বিখ্যাত হবে। আরে আমার নাম তো ইতিমধ্যেই বিখ্যাত। আমার আসল নামে দেশের ১ নাম্বার ক্রিকেটার আর ১ নাম্বার হিরোর নাম। আজব তাইনা?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.