নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালপুরাণ

জন্ম থেকেই জ্বলছি

ড্যানিয়েল আর্যভট্ট

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি পদার্থে। সৃজনশীল সাহিত্যে আমার আগ্রহ। নিয়মিত কবিতা চর্চা করি প্রায় ১০ বছর হল। ব্লগে নিয়মিত হয়ে মূলধারার সাহিত্যিক, লেখক, সমালোচক দের সাথে যুক্ত হতে চাই।

ড্যানিয়েল আর্যভট্ট › বিস্তারিত পোস্টঃ

এই জাতিবিরোধী অপশক্তিকে বর্জন করুন

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২

একদিন এই বাংলার বুক থেকে স্বাধীনতার চেতনা মুছে ফেলার জন্য একটি অপশক্তি সর্বোচ্চ চেষ্টা করেছে। ওরা লক্ষ্য বানিয়েছিল আমাদের কোমলমতি শিশুদের। বঙ্গবন্ধু কে হত্যার পর বই, পুস্তক সবখানে আমাদের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করেছে এই দুষ্ট চক্র। ওদের লক্ষ্য ছিল আমাদের অর্থনীতি দখল ও সার্বভৌমত্ব নস্যাৎ করা। সামরিক জান্তার অন্তরালে এই অপশক্তি সমাজতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশকে একদিন সাম্প্রদায়িক ব্লক ও পুঁজিবাদী মার্কেটে পরিণত করেছে। বিনিময়ে আমরা হারিয়েছি আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য। আমাদের হাজার বছরের অধিক বাঙালি ঐতিহ্যের বদলে আমাদের শেখানো হয়েছে পরাজয়ের ইতিহাস। আমাদের শেখানো হয়েছে বখতিয়ার খিলজির লুটপাটের ইতিহাস, আমাদের বিক্রমাদিত্যের দেশপ্রেমের ইতিহাস শেখানো হয়নি। আমাদের পুরোদস্তুর মুসলমান বানানোর চেষ্টা হয়েছে, সবটুকু বাঙ্গালিয়ানা কে আমাদের অন্তর থেকে মুছে ফেলার শেষ চেষ্টা করেছে এরা। এরা আমাদের স্বাধীনতা যুদ্ধ শেখাতে চায়নি, রাজাকারের কাহিনী শেখাতে চায়নি, এরা আমাদের শেখাতে চেয়েছে বাকশাল, এরা আমাদের নিজেদের ভেতরে স্যাবোটেজ সৃষ্টি করে আমাদের জাতীয়তাবাদকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আমাদের এরা বঙ্গবন্ধু শেখায় নি, শিখিয়েছে মেজর জিয়া। এরা ইচ্ছাকৃত ভাবে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় সহিষ্ণুতা, জাতীয় নেতা, জাতীয় শত্রু এদের ব্যাপারে ধুম্রজাল সৃষ্টি করে কিছু পতিত দেশদ্রোহী কে এদেশের রাষ্ট্র ও সমাজে সুপ্রতিষ্ঠিত করেছে। এদের দয়ায় যুদ্ধাপরাধীরা জাতীয় পতাকা পর্যন্ত গাড়িতে লাগিয়ে মুক্তিযুদ্ধকে একযোগে গণ ধর্ষণ করেছে। এদের জন্য এখনও শুনতে হয় জিন্নাহ নাকি জাতির পিতা। এদের সাথে স্বাধীনতাবিরোধী দেশি কিংবা বিদেশীদের এতো দহরম মহরম আঁতাত কিসের? এরা দেশের সার্বভৌমত্ব কেন বিক্রি করতে চায়? ৭১ এ হারার বদলা নিতে? এখন যখন দেশব্যাপী রাজাকারের ফাঁসির দাবি উঠেছে এই অপশক্তি ৭১ এর পরাজিত শক্তির প্রাণশক্তি যোগাচ্ছে। এরা মুক্তিযোদ্ধাদের হত্যা করে দেশে ৭১ এর পরাজিত শক্তিকে রক্ষার ষড়যন্ত্রে নেমেছে। কিন্তু না, এই অপশক্তিকে জনগণ আজ আর বিশ্বাস করেনা। ঠিকই ধরেছেন, এই অপশক্তির নাম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি। এদের বর্জন করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.