![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত রাতে লিখেছিলাম: [দয়া করে কেউ কি এমন কোনো লিংক শেয়ার করতে পারেন যেখান থেকে আমাদের সংবিধানের বর্তমান সংস্করণটি পাওয়া যাবে? গুগল থেকে সুপ্রীম কোর্ট এর সরকারি সাইট থেকে যেটি পেলাম সেটি সর্বশেষ সংস্করণ বলে মনে হচ্ছে না। অবশ্য আমি নিশ্চিত হতে পারছি না। কেউ কি সাহায্য করতে পারেন? আগাম ধন্যবাদ থাকলো।]
সহব্লগার ভোরের সূর্য ভাইয়ের দেয়া লিংক অনুযায়ী ইংরেজি সংস্করণটি তখনই পেয়েছিলাম। বাংলা সংস্করণটি খুঁজে পেতে আমার সর্বমোট কয়েক ঘন্টা পার হয়েছে। (
) ইন্টারনেট ব্যবহারে আমার দৌড়ে আসলে হয় হামাগুড়ির মতন, নাহলে ওয়েবসাইটটি প্যাঁচে পূর্ণ
ইংরেজি ভাষায় আমাদের বর্তমান সংবিধান দেখুন।
বাংলা ভাষায় আমাদের বর্তমান সংবিধান দেখুন।
বাংলা সংস্করণটি পরে দিলাম কারণ প্রথমে ইংরেজিই আসছে ওয়েবসাইটে।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২১
হাসিনুল ইসলাম বলেছেন: মানলাম, তারপরও সর্বশেষ সংশোধনী তো বলবৎ হয়েছে বেশ অনেক দিন হয়ে গেলো, তারপরও ইন্টারনেটের কোথাও খুঁজে পাচ্ছি না। খোদ সুপ্রীম কোর্টের ডট.গভ.ডট.বিডি সাইটে সেই পুরনো সংবিধান দেয়া।
ভোমরার প্রাণটাই পাওয়া যাচ্ছে না, আর ভোমরার সৌন্দর্য নিয়ে এত কথা, তাও এই ডিজিটাল যুগে। আমরা তো কত তর্ক বিতর্ক করছি, কিন্তু এটি কেনো সহজেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে না। তাহলে কি আমরা কি কেবল পত্রিকায় পড়া/গাইড বইয়ে লেখা/ কিংবা উইকিপিডিয়ায় উল্লেখ করা সংশোধনী পড়ে এত সব বিতর্ক করছি?
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০০
ভোরের সূর্য বলেছেন: বাংলাদেশের সংবিধানের জন্য আসল জায়গা বাংলাদেশ সংসদের ওয়েবসাইট। সেখানে খোজেন পেয়ে যাবেন আশাকরি।
বাংলাদেশের সংবিধান
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০
হাসিনুল ইসলাম বলেছেন: ভোরের সূর্য ভাই, আপনি সত্যিই আলো দেখালেন। আপনার লিংকে ইংরেজি সংস্করণটি সরাসরি পাওয়া গেল, তাও এক পৃষ্ঠাতেই। এটি নি:সন্দেহে সর্বশেষ সংস্করণ। বাংলাটা খুঁজছি, পাওয়া যাবে নি:সন্দেহে।
হ্যা, আমারও উচিৎ ছিল জাতীয় সংসদের কথা ভাবা। সেখানে খোঁজ করা। যাক, পাওয়া গেল শেষমেষ, সেসঙ্গে সকল হালনাগাদকৃত আইনের খোঁজ পাওয়ার জায়গাও পাওয়া গেল।
অনেক অনেক ধন্যবাদ!!!
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৫
পাগলা বস বলেছেন: ভাইজান ,আমার কমেন্টটা কই গেল! !!! দিলিট মারি দিলেন নাকি কথা গুলো কি তিতা ছিল মনে হয়! !!!
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৪
হাসিনুল ইসলাম বলেছেন: আপনি কোন কমেন্টের কথা বলছেন? আপনিই এই পোস্টে প্রথম কমেন্টদাতা। গতকাল রাতেই। সেই কমেন্ট আর আমার উত্তর এখনো তো উপরে ঝুলছেই, দেখতে পাচ্ছি। আপনার সিস্টেমে কোনো সমস্যার কারণে হয়ত আপনি দেখতে পাচ্ছেন না। কথা - তিতা বা মিষ্টিতে কিছু আসে যায় না, কারণ এখানে সংবিধানের সর্বশেষ সংস্করণটি অনলাইনে পাওয়া নিয়ে কথা, এই তো। ধন্যবাদ।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১
িফল্ড মার্শাল বলেছেন: ভাই আমি ও খুজতেছি । সব পুরানো সংবিধান । নতুন সংবিধানের কোন লিংক নাই । যেটা নিয়ে এত কথা, সেই পঞ্চম সংশোধনী ও নাই ।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০
হাসিনুল ইসলাম বলেছেন: উপরে ভোরের সূর্য ভাইয়ের মন্তব্যে লিংক আছে, ওখানে ইংরেজি সংস্করণটি পেলাম, সর্বশেষ সংশোধনীসহই, কারণ ওখানে ৭ (ক) ও ৭ (খ) ধারা সংযুক্ত আছে।
লিংকটি হলো:
Click This Link
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
হাসিনুল ইসলাম বলেছেন:
ইংরেজি ভাষায় আমাদের বর্তমান সংবিধান দেখুন।
বাংলা ভাষায় আমাদের বর্তমান সংবিধান দেখুন।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১২
পাগলা বস বলেছেন: ভাইজান , সংবিধান ইজ লাইক এজ এরশাদ , এটা সকালে একরকম বিকালে আরেক রকম ,সর্বশেষ সংস্করণ বলতে কিছু নেই , সরকারের প্রয়োজনে এটা এরশাদ হতে বাধ্য |
