নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ধর্ষক মনমানসিকতা ধ্বংস ও ধর্ষণ বন্ধ হোক

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

সাম্প্রতিক ধর্ষণের ঘটনা।একজন বাচ্চা মেয়ে ধর্ষিত হলো।পুরুষ দেখলেই ভয়ে চিৎকার করে উঠছে।হয়ত পুরুষ মানুষ তার কাছে এখন হায়েনার মতন।ভয়ানক কোন হিংস্র জন্তুর মতন।জঘন্যতম কাজ গুলো আমরা মানুষরাই করে থাকি।মানুষের ভিতর পশুত্ব থাকে আর থাকে মনুষত্ব।পশুত্ব দমন করে যারা মনুষত্ব লালন করেন প্রাধান্য দেন তারাই প্রকৃত মানুষ।



আর যারা ধর্ষক।শিশু যুবতী বৃদ্ধা কেউ যাদের ধর্ষণ মনমানসিকতা ও কর্মকান্ড থেকে রেহাই পায়না।তারা মানুষের মত অবয়বের হলেও পশু।ধর্ষকদের ধিক্কার জানাই।এদেরকে সমাজচ্যুত করা উচিৎ।দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিৎ।দ্রুত বিচরের আওতায় এনে ৯০ দিনের মধ্যে দোষী সাব্যস্ত হওয়ার সাথে সাথে কঠিন মৃত্যু দন্ড দেয়া উচিৎ।ধর্ষণে সহায়তাকারি নারী বা পুরুষ এদেরকেও সেন্ট হেলেনার মত কোন দ্বীপে নির্বাসন দিয়ে না খাইয়ে মৃত্যুমুখে পতিত করা উচিৎ।



এখন অনেকেই মেয়েদের উগ্র পোষাক পরিধান ধর্ষণের কারণ বলে উল্লেখ করেছেন।একটা মেয়ে টাইট সংক্ষিপ্ত পোষাক পড়লেই একজন পুরুষের ধর্ষণভাবনা আসবে কেন?তাদের কাম দমনের জন্য তো বিয়ের রীতি আছে।তাদের স্ত্রীরা আছেন।পুরুষ-স্ত্রী পারস্পরিক শারীরিক আকর্ষণ না থাকলে নতুন মানুষ সৃষ্টি হত না।সেই আকর্ষণ শক্তি প্রভুই দিযেছেন।কিন্তু ধর্ষণতো কবিরা গুণা।কঠিন শাস্তির বিধান।



অত্যন্ত দুঃখের সঙ্গেই জানাচ্ছি সমাজে এক শ্রেণী পুরুষ নামের কুকুর আছে।যারা ধর্ষণ মসমাসনিকতা লালন করেন।আর আমাদের সুন্দরী রমনীরা যারা তাদের শরীর অর্ধাবৃত রাখেন।ওই কুকুর গুলোকে খেপিয়ে তুলেন আলালের ঘরের দুলালীদের কিছুই হয়না। স্বীকার হন যারা বিত্তহীন নিরাপত্তাহীন অসহায় অবলা মেয়েরা আছেন।কুকুর গুলো তাদেরকে ধর্ষণ করে যৌনকামনা নিবীরণ করেন।একজন মেযেকে ধর্ষণ করা তাকে মেরে ফেলার মতই।



এই ধর্ষণ থামাতে হলে শুধু আইন প্রণয়ন করলে হবে না এর বাস্তবায়ন ও

করতে হবে।মানুষদের নৈতিক শিক্ষা দিয়ে তাদের মানবিকতা বিবেক জাগ্রত করতে হবে।যারা আল্লাহতে বিশ্বাস করে অর্থাৎ মুসলমান তারা তো কথনো ধর্ষণ করার প্রশ্ণই ওঠে না।যুদ্ধের ময়দানে সাহাবীরদের সামনে উলঙ্গ সুন্দরী রমনী ছেড়ে দেয়া হয়েছে।তারা তাদের দিকে ফিরেও তাকান নাই।আস্তিক নাস্তিক কেউই ধর্ষণকে সমর্থন দেয় না।



দর্শন থেকেই সকল পূণ্যি বা পাপের উৎপত্তি।বলতে গেলে দর্শন থেকে ধর্ষণ।তাই সবার প্রতি আকূল আহবান থাকবে চোখের হেফাজত করুণ।অন্যে কি পরিধান করলো তার চেয়ে গুরুত্বপূর্ণ নিজের অসভ্য দৃষ্টি ভঙ্গির পরিবর্তন।শুধু মাত্র ঘটনার কারণ রুখে দিতে পারলেই ফলাফল থেকে পরিপূর্ণ মুক্তি পাওয়া সম্ভব। সবার মন পবিত্র হোক।সবাই মানুষ হোক।আমাদের সমাজে নারীরা চরম বঞ্চনার শিকার।সকল প্রকার নারী নির্যাতন বন্ধ এবং তাদের অধিকার নিষ্চিৎ করার লক্ষ্যে আমাদের সকলের এগিয়ে আসতে হবে।তবেই আমাদের সোনার বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।ধর্ষক মনমানসিকতা ধ্বংস ও ধর্ষণ বন্ধ হোক । বিশ্বমানবিকতা জাগ্রত হোক।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লিখেছেন

দৃষ্টিপাত


বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।


: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়



কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ

আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।




আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।

বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।



ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।

গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।

***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন

ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: thanks......

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:
ধর্ষণ বন্ধ হোক

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: agreed...goodwishes for you

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

ঘুড্ডির পাইলট বলেছেন: সবাইকে সচেতন হতে হবে। সাবধানে চলতে হবে , সমাজে মেশিন ম্যানের সংখ্যা বেরে গেছে ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: thanks a lot.

i do agree with you

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

অন্য আলোক বলেছেন: ঐ ডগ এর বাচ্চার ৯০ দিনের মধ্যে দিবালোকে ফাসি হোক। পরে ভালো লাগলো ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। ওদের শুধু ফাসি নয় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: সবাইকে সচেতন হতে হবে। সাবধানে চলতে হবে , সমাজে মেশিন ম্যানের সংখ্যা বেরে গেছে ।
সহমত ।
ধর্ষক দের ফাঁসি চাই ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: গিয়াসলিটন সহমত ।
পাঠে ধন্যবাদ শুভকামনা ভালো থাকবেন ।
সবসময়।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: ধর্ষক দের ফাঁসি চাই ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সহমত ।
পাঠে ধন্যবাদ শুভকামনা ভালো থাকবেন ।
সবসময়।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

দি সুফি বলেছেন: আইনের বাস্তবায়ন চাই, ধর্ষনসহ সকল অপরাধের শাস্তি চাই। ধর্ষক যেন, রাজনৈতিক নেতার মুখোশ পরে বেড়িয়ে যেতে না পারে, সেই নিশ্চয়তা চাই।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: দি সুফি
সহমত ।
পাঠে ধন্যবাদ শুভকামনা ভালো থাকবেন ।
সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.