নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সর্বকালের সেরা ওয়েস্টার্ন?? The Good, the Bad and the Ugly (1966)

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬



ব্লন্ডি,এন্জেল আইস আর টুসো যথাক্রমে গুড, ব্যাড আর আগলি তিনজনের গুপ্তধন স্বর্ণমোহর সন্ধানের লোমহর্ষক আর অত্যন্ত উপভোগ্য ঘটনার ছবি The Good, the Bad and the Ugly ।



ব্লন্ডি(Clint Eastwood) একজন গানস্লিঙ্গার যিনি আছেন কিছু অর্থ উপার্জনের দৌড়ে।এন্জেল আইচ( Lee Van Cleef) একজন হিটম্যান যিনি অর্থের বিনিময়ে মন্দ কাজ করেন।আর টুসো(Eli Wallach) একজন আসামী, আইন ভঙ্গকারী ওয়ান্টেড ব্যক্তি।ভাল ,মন্দ আর কুৎসিত তিন চরিত্রের সমন্বয়ে ভাল মন্দ আর কুৎসিত এই তিন পরিস্থিতির মধ্য দিয়েই পুরো ছবিটি অত্যন্ত উপভোগ্য।যারা ওয়েস্টার্ন ছবির ভক্ত তারা হয়তো ইতিমধ্যেই ছবিটি দেখেছেন।যারা ওয়েস্টার্ন ঘরানার ছবি পছন্দ করেন না তারাও এটা দেখে ওয়েস্টার্ন ছবি মুখী হওয়ার চান্স আছে।The Good, the Bad and the Ugly (1966)ছবির ঘটনারকেন্দ্র বিন্দু টুসো্ ।টুসো আর ব্লন্ডি জোট হয়ে কাজ করে অর্থ উপার্জন করে।ওয়ান্টেড টুসোকে ধরে দিলেই পয়সা আর তাকে ফাঁসিকাষ্ঠে ঝুলানোর মুহূর্তে ফাঁসির রশিতে অনেক দূর থেকে লক্ষভেদি শুটে তাকে রক্ষা করে উপার্জিত টাকা ২ জন ভাগ করে নেয়।ব্লন্ডি তাদের করা চুক্তি বাতিল করলে টুসো ব্লন্ডিকে মরুভূমির উপর দিয়ে কঠিন মৃত্যুর দিকে ঠেলে দেয়।ঠিক সেইসময়েই ঘটনাস্থলে ঘোড়ার গাড়ীর নাটকীয় উপস্থিতি ।ঘোড়ার গাড়ীর সবাই মৃত আর একজন মূমুর্ষূ বিল কার্সন।মারা যাওয়ার আগমুহুর্তে সে গুপ্তধনের সন্ধান দিয়ে যায়।টুসো জানে কবরস্থানের নাম ব্লন্ডি জানে কবরের ঠিকানা।দুইজন দুই তথ্য জানে কিন্তু কেউ কাউকে জানায় না।যে ব্রন্ডিকে মেরে ফেলার পর্যায়ে নিয়ে এসেছে তাকে বাঁচানোর কি আকুতি টুসোর;) সত্যিই উপভোগ্য।আর ব্লন্ডিও জানাচ্ছে না কবরের নাম কারণ ওটা জানালেই ব্লন্ডির খেল খতম ।টুসোই তাকে হত্যা করবে।/:)



গুপ্তধন সন্ধানের কাজটি চলছে বিরাট দুই দলের ভয়ানক যুদ্ধের মধ্য দিয়ে।যা সিনেমায় নতুন মাত্রা যোগ করেছে।তাদের একদলের কাছে তার ধরাও পড়ে যায় তাদেরই ভুলে।::Dযে ব্রীজদখলে প্রাণঘাতি যুদ্ধ সেটি উড়িয়ে দেয়ার স্বপ্ন একপক্ষের সেনা প্রধানের ।কিন্তু আইনের বাধা।তুসো আর ব্লন্ডি মিলে তা উড়িযে দেয় ।এই দৃশ্যটা দারুণ।এই সময়কার সংলাপগুলো অসাম।আর শেষ দিকে যখন ব্লন্ডি ,টুসো আর এন্জেল আইস তিনজন যখন পরস্পরকে হত্যা করে গুপ্তধন লাভের আশায ট্রিগার আর টার্গেট দুটোই ঠিক করায় ব্যাস্ত।ওয়াও ।সাসপেনশন টানটান উত্তেজনা আর অসাধারণ থিম ও ব্যাগ্রাউন্ড মিউজিক(বেস্ট!)।তিন চরিত্রেই দূর্দান্ত অভিনয়। বেশ কয়েকটি টার্নিং পয়েন্ট।ছবি থেকে শিক্ষা নেয়া যায়।এটাতে তেমনই দর্শন আছে ।মেসেজ আছে।এই ছবিটার রেটিং ৯-১০।সর্বকালের অন্যতাম সেরা ছবি।যারা ওয়েস্টার্ন দেখেন না তারাও ওয়েস্টার্ন মুভি মুখী হতে পারেন এই ছবিটি দেখে। ছবিটির ডিরেক্টর সার্জিও লিওন (Sergio Leone)।কাহিনকিার লুসিয়ানু ভিনসেনজনি (Luciano Vincenzoni) ও সার্জিও লিওন (Sergio Leone)।আমার দেখা সর্বকালের সেরা ওয়স্টোর্ন মুভি এটাই।

মন্তব্য ১১৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (১১৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

লিন্‌কিন পার্ক বলেছেন:

দুর্দান্ত মুভি !! তবে the ugly টারে আমার সবচেয়ে ভাল লাগে :D :D :D

এই মুভির দুইটা ডায়ালগ আমার খুব প্রিয়

1- After a meal there's nothing like a good cigar


2 - When you have to shoot, shoot , don't talk

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

সেলিম আনোয়ার বলেছেন: আমারও। আমার দৃষ্টিতে সেই ছবির নায়ক। পোস্টে লিখেও ছিলাম।পরে বাদ দিয়ে দিয়েছি। ছবির প্রাণ কিন্তু আগলি।

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

চাঁপাডাঙার চান্দু বলেছেন: একদম সত্যি একটা কথা বলি ভাই, এই মুভি আমার কমপক্ষে ৬০ বার দেখা। অসাধারণ বললেও কম বলা হবে এটাকে। আগলির পরে ক্যাপ্টেনের অল্প সময়ের চরিত্রটা আমার খুব প্রিয়।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

সেলিম আনোয়ার বলেছেন: মিউজিক নিম্চিত ভাবেই সেরা।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

লিন্‌কিন পার্ক বলেছেন:

এই মুভির সাথে Two Mules for Sister Sara & Unforgiven টাও সবাই দেইখেন । এই দুইটাও হেভি মুভি ।

ওয়েস্টার্ন মুভি আমার ভাল লাগত না কিন্তু the good the bad the ugly দেখার পরই ওয়েস্টার্ন মুভির প্রেমে পরছি ;)

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

সেলিম আনোয়ার বলেছেন: অতীব গুরুত্বপূর্ন পরামর্শ :)

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

মাথা ঠান্ডা বলেছেন: লোভ দেখাইলেন, কিন্তু লিঙ্ক দিলেন না এটা কেমন হল? X( X(

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

সেলিম আনোয়ার বলেছেন: রিঙক বিার পরলাম না ।আগ্রহ দিলাম ।না দেখলে পস্তা্ইবেন।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

বড় ভাইয়া বলেছেন: মুভির রিভিউটা ভাললাগল, ইউটিউবে দেখতে বসলাম দেখি দেখা যায়নাকি, আমার নেট স্পিড মুটামুটি ভাল
ইউটিউব লিংক
আমার লিংক

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ মুভি যে কারো ভালো লাগার মতন।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

সায়েম মুন বলেছেন: গুড ব্যাড আগলি দেখার খায়েস হচ্ছে। সংগ্রহে থাকলে দিয়েন।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কবি চেষ্টা করবো। দেব কিভাবে সেটাই ভাবছি।
আপনে কই থাকেন্।আমার প্রিয় কবিদের একজন আপনি।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

শামীম আরা সনি বলেছেন: দেখিনি :(

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

সেলিম আনোয়ার বলেছেন: আফসোস ।দেখে ফেলেন ।বোম্বাই চানাচুর।এই গালে চিবুলে ঐ গালে মজা।

সত্যি অসাধারণ ছবি।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

দি সুফি বলেছেন: সেইরকম একটা মুভি !:#P !:#P

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

সেলিম আনোয়ার বলেছেন: সহমত

৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

পুলক ঢালী বলেছেন: অনেক পুরনো মুভি এবং সুন্দর মুভি বহুবার দেখা । হয়্যার ঈগলস ডেয়ারে আমেরিকানের চরিত্রে অভিনয়কারী অভিনেতার কিছু ওয়েষ্টার্ন মুভি আছে নাম মনে পড়ছেনা একটা বোধহয় for few more coins এগুলোও ভালো মুভি মিউজিকও দারুন ।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

সেলিম আনোয়ার বলেছেন: এই টা আমার পছন্দের সেরা ৫ টা ছবির একটা।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

অর্ণব আর্ক বলেছেন: মুভিটার ডাউনলোড লিংক এড করে দিন প্লিজ। জে. টি এডসনের অনেকগুলো ওয়েস্টার্ন পড়েছি। এখনো সময় হলে পড়ি। কিন্তু তেমন কোনো মুভি দেখা হয়নি বললেই চলে।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: এইটা দেখেন লিংক কমেন্টে আছে।ইইটা অল টাইম বেস্ট রিস্ট এ উপরের দিকে থাকব্।

১১| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ, সময় করে দেখবো।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: দেকবেন কিন্তু মিস করা যাবে না আমি এখন দেখছি।এইমুহুর্তে ব্রন্ডি টুসো এন্জেল আইস এর কাছে ধরা খেয়ে বন্দি।

১২| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

নিয়েল ( হিমু ) বলেছেন: ভাল লাগে এই ধরনের ছবি গুলো খুব ।

পাইরেস অব ক্যারেবিয়ান মুভি দেখে থাকলে পার্ট বাই পার্ট রিভু লিখে ফেলেন । আমার ফেব্রিট ;)

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক বরেছেন জনি ডেপ একটা পিছ বটে।


The Good, the Bad and the Ugly (1966) এটা সেই রকম মুভি।

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

নেক্সাস বলেছেন: দেখিনি...

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: দেখে ফেলেন। আমি সুযোগ পেরেই দেখি। টুসো ইস দা বেস্ট।এই ছবির প্রাণ।

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

প্রিয়তমেষূ বলেছেন: আমার এখনও দেখা হয়নি

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সম্ভব হলে আজই দেখেন।পরিপূর্ণ বিনোদন ।রুমান্টিকতা ছাড়াই এত উপভোগ্য ছবি এই ভূবনে দ্বিতীয়টি পাবেন না ।বাজি।

১৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

দ্যা ডার্ক নাইট বলেছেন: দেখসি । চরম । আমি ১০ ভোট ই দিসি :D

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা। ভালো থাকবেন সবসময়।

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

এমদাদুল কদির বলেছেন: চাঁপাডাঙার চান্দু বলেছেন: একদম সত্যি একটা কথা বলি ভাই, এই মুভি আমার কমপক্ষে ৬০ বার দেখা। অসাধারণ বললেও কম বলা হবে এটাকে। আগলির পরে ক্যাপ্টেনের অল্প সময়ের চরিত্রটা আমার খুব প্রিয়।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।ছবি কাহিনিও হিটজেড।

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

হাসান মাহবুব বলেছেন: আমি ওয়েস্টার্ন মুভি পছন্দ করি না। এইটা নিতান্তই অনাগ্রহ নিয়ে দেখতে বসছিলাম। দেখা শেষে আমার অন্যতম প্রিয় মুভির একটা হয়ে গেছে।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ছবিটা সত্যিই অনরকম ভালো।

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

চাঁপাডাঙার চান্দু বলেছেন: জানেন কিনা জানি না, এটা কিন্তু একটা ট্রিলজি। এর আগেও দুটো পর্ব আছে। A Fistful of Dollars এবং For a few dollers more. শেষেরটার মত এতো দারুণ না, তবুও বেশ ভালো।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ওই দুটো আমি দেখিনি ।সময় পেলে দেখবো।

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

tanbir বলেছেন: ৃববববববববববববববববববববববববববববব

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ;)

২০| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

ইলুসন বলেছেন: আমার দেখা অন্যতম সেরা মুভি এটা। আর আমার দেখা সর্বকালের সেরা ভাবের নায়ক ক্লিন্ট ইস্টউড। তার মত হওয়ার অনেক চেষ্টা করছি কিন্তু হাইটে মাইর খাইয়া গেছি! :(( এই মুভির একটা ডায়ালগ তো সব সময় মাথায় ঘুরে। When you have to shoot, shoot. Don't talk!

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি? আমার মহা ভাব ।এইটা নিয়ে আছি সেইরকম বিপদে। টজগে কিন্তু এই এক ছবিতেই ইতিহাস।এই রকম একটি ক্যারাক্টার একজন অভিনেতাকে চিরস্মরনীয় করে তুলতে পারেন।

২১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

মিঠুন বলেছেন: ছবিটা হোস্টেল এর টিভিতে একদিন দেখছি । পুরাটা দেখতে পারি নাই । ব্যান্ড উইথ আর বেশি বাকি নাই । আপনার জন্য আরো কমলো ।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: tarpor o loss ni..amon chhobi miss kora uchit na

২২| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

আদিম পুরুষ বলেছেন: ক্লিন্ট ইস্টউড অভিনীত ছবিগুলোর মধ্যে এটিই সেরা মনে হয় আমার কাছে।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

সেলিম আনোয়ার বলেছেন: amar money shudhu tar keno ata sorbokaler sera 5 ta sera film er akta

২৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

ইনক্রেডিবল বলেছেন: TUCO: There are two kinds of people in the world, my friend. Those with a rope around their neck and the people who have the job of doing the cutting. Listen, the neck at the end of the rope is mine! I run the risks. So the next time, I want more than half.

BLONDIE: You may run the risks, my friend, but I do the cutting. If we cut down my percentage... cigar? Liable to interfere with my aim.

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: দারুণ সব ডায়লগ।লোকজন ৫০ বার মুভিটা দেখেছে ।কতটুকু ভালো লাগলে তা করতে পারে ভাবেন তো।আমিতো অবসর পেলে এই ছবিটা দেখার চিন্তা করি।এই ছবিটা সবৃশেষ দেখি আমার দুই জমজ ভাগ্নে সাথে নিয়ে ওদের মা তখন হসপিটালে।মা-বাগ্নে মিলে ওদের টেন্ডেন্সি দেখি ওরা এর পর কি হবে আগে থেকে জানতে চায়।আজকেও আবার তাদের নিয়ে দেকবো ওদের মা মানে আমার বড়বোন সফল সিজার শেষে বাসায়।দারুন মজা হবে।

শুভকামনা থাকলো।

২৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

কালোপরী বলেছেন: চা খেতে আসলাম

আমার চা কই?

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: kalo pori please take a cup of tea
Click This Link

২৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: FREE THINKER নিকটির ব্যান চাই। কারণ: নারীদের প্রতি প্রত্যক্ষ অপমান ও ধর্ষকদের সমর্থন দিয়ে ধর্ষিতাদের দায়ী করা।ওর পোস্টে যান ও সবাই রিপোর্ট করবেন প্লিজ....

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২

সেলিম আনোয়ার বলেছেন: onnay korley modu rai to ban kortey parey



dukkher bapar ke janen koi amra dhorshitar biruddhey protibad korbo ulto ai bloger blogan Dhorshokder somorthney post dai baparta dukkhojonok

২৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: একদম লাস্টের ছিনে যে পাথরের লেখে অই ছিনডা অনেক বার টাইনা টাইনা দেখছি । মুভিটার প্রতিটা মুহুর্তের ছিন গুলান ভালো লাগে । ক্লিনইস্টউড এর আরও কিচু মুভি দেখছি , ওয়েস্টার্ন সব গুলাই ভালো । ডার্টি হ্যারি দেখবেন ভালো লাগবে।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: অর্ক সাহেবের ট্রফিক জ্যাম বিড়ম্বনা পরের সিক্যুয়াল লেখে শেষ করলাম। তাই উত্তর লেটে ওটার নাম হবে আক্কেল আলী কোথায় গেলি?

ডার্টি হ্যারি দেখবো।

শুভকামনা থাকলো ঘুড্ডির পাইলট।

২৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন মনে হয়

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২

সেলিম আনোয়ার বলেছেন: sohomot

২৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

জাকারিয়া মুবিন বলেছেন: ছবিটা দেখা হয়নাই।

এইবার দেখব।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

সেলিম আনোয়ার বলেছেন: dekhey felen. osadharon akta movie

২৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

ব্যানার বলেছেন: চরম ।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

সেলিম আনোয়ার বলেছেন: yap

৩০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

তানিয়া হাসান খান বলেছেন: ভাল পাই .ধন্যবাদ ....:)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: আমি ও ভালো পাই।
শুভকামনা।

৩১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

শের শায়রী বলেছেন: When you have to shoot, shoot , don't talk

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: জানালার মধ্যে দিয়েও স্পারস এর আগমন হতে পারে।

৩২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

লিংকন১১৫ বলেছেন: আসলেই অসাধারণ একটা মুভি

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।কোন সন্দেহ নাই।

৩৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২

চিমা মস্তকে হুল হুল বলেছেন: বহুবার দেখা মুভি

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: বহুবার দেখার মত মুভি

৩৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

কালোপরী বলেছেন: :)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: কালো পরী চা ভাল হয়েছে?


শুভকামনা থাকলো।

৩৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

আসিকউজ্জামান বলেছেন: আমার দেখা অন্যতম সেরা মুভি এটা। আর আমার দেখা সর্বকালের সেরা ভাবের নায়ক ক্লিন্ট ইস্টউড

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।আসলেই অনেক মুডি হিরু কিন্তু এই ছবির প্রাণ টুসো(Eli Wallach)।

শুভকামনা থাকলো।

৩৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

ইখতামিন বলেছেন: দৃষ্টি আকর্ষণ: প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন। এরা ধর্ষিতাদের প্রত্যক্ষভাবে অপমান করে। বিশেষ করে উক্ত পোস্টে

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সহমত শুবকামনা।।ঐ পোস্ট ব্যান করে দিলেই তো হয়। আমি কমেন্ট করেছি। ভালো থাকবেন।

৩৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ছবিটা দেখেছি দুর্দান্ত একটা ছবি

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ধর্ষকদের বিরুদ্ধে সবাই সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে।একবার ভাবছিলাম লিখি বর্তমান অবস্থা নিয়া। একজন মেয়ে ধর্ষিতা হলো ।আমরা নিরব দর্শক।আমরা যদি তীব্র প্রতিবাদ না করি কার্যকর ভূমিকা না রাখতে পারি তাহলে আমাদের সবকিছুই বৃথা।


ছবিটা খুব সুন্দর নিট এন্ড ক্লিন।
ভালো থাকবেন কান্ডারী।

৩৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

ডাক্তার আমি বলেছেন: আসলেই অসাধারণ

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সহমত শুভকামনা।আমার ব্লগে সুস্বাগতম । ভালো থাকবেন সবসময়।

৩৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: প্রিয় মুভি ~!

হেই ব্লন্ডি :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।
কেমন আছেন কবি?

ছবিটা সত্যি দারুণ।

ধন্যবাদ।

৪০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২

মাক্স বলেছেন: চরম মুভি। আসলে ওয়েস্টার্ন মুভি দেখতে শুরু করে প্রথমেই এই মুভিটা দেখে ফেললে অন্যগুলো কিছুটা ফিকেই হয়ে যাবে বলে আমার ধারণা।
ওয়েস্টার্ন মুভির বিরাট ফ্যান না হলেও প্রায়ই দেখা হয়। পোস্টে ৯ম ভালোলাগা।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম ম্যাক্স।ধন্যবাদ ।শুভকামনা থাকলো।

৪১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০০

পণ্ডিত মশাই বলেছেন: When you have to shoot, shoot , don't talক

এই ডায়ালগটির সীনে না হেসে থাকা কঠিন। অসাধারণ মুভি।

৪২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০২

সেলিম আনোয়ার বলেছেন: সহমত্ দারুন মুভি।আজকেও দেখলাম ।অনেক মজার ।

৪৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: অসাধারণ মুভি। আগলি চরিত্রের অভিনয়টা আমার বেশী ভাল্লাগছে।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১২

সেলিম আনোয়ার বলেছেন: আমারও আগলি অসাধারণ।

৪৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪

কাউসার রুশো বলেছেন: দি ম্যান উইথ নো নেম :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

সেলিম আনোয়ার বলেছেন: পুরো ছবিটাই হিউমারে পরিপূর্ণ।

৪৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫

আশিকুর রহমান অমিত বলেছেন: অনেকদিন ধরে এইটার নাম শুনে আসছি, দেখার ইচ্ছা ছিল হয়ে উঠত নাহ দেখা। আপনার পোষ্ট পড়ে কোনদিক না তাকিয়ে আগে ডাউনলোড দিলাম :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আমার রিভিউ ডাল হতে পারে।ছবি কিন্তু ফার্সট ক্লাস।

৪৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬

রিফাত হাসান০২২৮ বলেছেন: আমার পছন্দের মধ্যে এইটা দ্বিতীয় ... Once Upon a Time in the West (1968) এইটারে বেশি ভাল পাই :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: যাক তাহলে মুভিটা দেখবো সময় করে।এরপর চুলচেরা গবেষণা করবো।
শুভকামনা থাকলো।

৪৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দেখতে চেয়েছিলাম।

দেখব।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: বন্ধু দেখলে মজা পাবা।কোন ফিমের ক্যারক্টোরই নাই তারপর ও খারাপ লাগে না্ই।না আছে এই সময়কার হিট কোন নায়ক?বা এঞ্জোলি জোলি,কেট উন্সলেট,কিরা নাইটলি,শ্যারণ স্টোন এর মতো লাস্যময়ি হিরুইন।তারপরও ছবি কালারফুল এককথায় মাস্টারপিস এবং উপভোগ্য।

শুভকামনা থাকলো।

৪৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

চুক্কা বাঙ্গী বলেছেন: অসাধারন মুভি। টুসোরেই বেশি ভালো লাগসে।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: প্রায় সবারই আমার মনে হুমাযূন ফরীদি চেহারা ভেসে আসছিলো ।বাংলাদেমে এই মুভি হলে টুসো চরিত্রে ফরীদি অভিনয় করতো আর আফজাল হোসেন ব্লন্ডি আর এন্জেল আইস খুজে পাইনা।

শুভকামনা থাকলো।

৪৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১

শব্দহীন জোছনা বলেছেন: আপনার সাথে একমত... আমারও দেখা সেরা ওয়েস্টার্ন The Good, the Bad and the Ugly (1966)...

আগলি কে এই মুভি তে চরম লেগেছে... অসাধারন অভিনয় আর তার ডায়লগুলা ছিল ক্লাসিক হাস্যরসাত্মক... সবশেষে আগলি আর ইন্ট্র মিউজিক সব সময়ের জন্য নস্টালজিক...

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ডায়লগ গুলো কি আর বলবো লিজেন্ডারী যারা রুমান্টিক মুভি ছাড়া অন্য কিছু দেখে না ।তারাও এই ছবি দেখলে ঠাস্কি খাইবো।চরম পছন্দ করবে ।

৫০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: গত রাতে আমার ছোট ভাগ্নে বয়স ৫ ।গলায় তোয়ালে বেধে হাটছে।কারণ বুঝিনি।ওই তোয়ালে নিয়ে দুই ভাগ্নের টানাটানি।এটা খুবই স্বাভাবিক।এই সকালে আবিষ্কার করলাম আসল কারণ।তারা ব্লন্ডি সেজে ঘুরছে।ব্রন্ডির মতো করে তোয়ালে বাধা বচ্চারা অনেক মজার হয়। :) ওয়েস্টার্ন গেট আপে তারা দেখতে দারুন।

৫১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন:

৫২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

নক্ষত্রচারী বলেছেন: সেবার একটা ওয়েস্টার্ন বই পড়সিলাম 'স্বর্ণঈগল' । তখনো মুভিটা দেখি নাই । পরে দেখতে গিয়ে দেখি খাপে খাপে মিলে গেলো । আমার প্রিয় ওয়েস্টার্ন মুভির তালিকায় প্রথমে আছে এটা । তারপর 'ফিউ ডলারস মোর', আইনফরগিভেন, থ্রী টেন টু ইয়মা ইত্যাদি ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আমারও তাই। ছবিটি দারুণ উপভোগ্য।

৫৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

মোটা মানুষ বলেছেন: সেইরকম একটা মুভি ..........

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

সেলিম আনোয়ার বলেছেন: কোন সন্দেহ নাই।

৫৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

পাখির ডানা বলেছেন: আমার অনেক পছন্দের ! B:-/

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আমারও

৫৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭

অপূর্ণ রায়হান বলেছেন: আমার প্রিয় একটা মুভি ++++++++++++++

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কবি কেমন আছেন।এটা অনেকেরই প্রিয় ছবি।

৫৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

পাষাণহৃদয় বলেছেন: Clint Eastwood এর সবগুলা ওয়েস্টার্ন মুভিই ভাল ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

সেলিম আনোয়ার বলেছেন: হু দারুণ মুডি অভিনেতা ব্লন্ডি নামের পররিবর্তে মুডি নাম পারফেক্ট হতো

৫৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

সায়েম মুন বলেছেন: মুভিটা কালকে দেখেছি। অনেক ভাল লাগছে। ছবির শুরু আর শেষের দিকে কতক্ষণ তো ডায়ালগই নেই। সেইরাম ভাব মারা ষ্ট্যাইল একেক জনের। হাহাহা।

ব্লন্ডির ঠোটের কোণে সব সময় থাকে সিগার। কথা কম কাজ বেশী। এরকম মুডে চলে সে।

তবে এই মুভির মজার ক্যারেক্টার টুসো। তার ডায়ালগগুলা অনেক হাস্যরসাত্মক। অনেকেই টুসোর একটা ডায়ালগের কথা বলেছে। "যখন গুলি করার দরকার প্যাচাল না পেরে গুলি করো।" ডায়ালগটা আমারও মনে ধরেছে।

সব মিলায় ক্লাসিক একটা ছবি।
অনেক দিন থেকে মুভিটার নাম শুনলেও আপনার পোস্ট দেখে মুভিটা দেখে ফেললাম। এজন্য কবিকে আন্তরিক ধন্যবাদ জানাই।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কবি এই ছবি প্রাণ তুসো।অভিনয় ও করেছেন অসাধারণ।বাকী ক্যারাক্টার গুলো তার প্রয়োজনে তাকে কেন্দ্র করে ছুটোছুটি করেছে।


ভালো থাকবেন ।সবসময়।

৫৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

রাতুল রেজা বলেছেন: কিছুদিন আগে ভাবলাম সর্বকালের সেরা আ্যডভেঞ্চার মুভি গুলো দেখবো। সার্চ দিলাম আইএমডিবিতে, প্রথমেই এই মুভিটা আসলো। ওয়েস্টার্ন মুভি সচারচর দেখিনা, তবে কি মনে করে এইটা ডাউনলোড করে রাখলাম। আজকে এই রিভিই পেয়ে রাতেই দেখবো।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

সেলিম আনোয়ার বলেছেন: enjoyable movie

৫৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

মর্গের লাশ বলেছেন: মুভিটার ডাউনলোড লিঙ্ক টা যদি দিতেন। উপকৃত হতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.