নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
যারা হত্যা করেছে এ দেশের মানুষ
যারা তান্ডব চালিয়েছে এদেশের সবুজ জমিনের বুকে।
যারা লুটতরাজ খুন আর ধ্বংসযজ্ঞ চালিয়েছে এদেশের রাজপথে।
যারা বুলেটে বুক ঝাঝরা করেছে যুবক বৃদ্ধ সবের
যারা সবুজ জমিনে ছোপ ছোপ রক্তে রঙিন করেছে।
যারা প্রতারণা করেছে এদেশের মাটি ও মানুষের সাথে
যারা ঘর্মাক্ত শীর্ণদেহের কৃষকটিকেও বুলটবিদ্ধ মৃত্যু দিয়েছে।
বল কি অধিকার তাদের?
কি অধিকার বলে তারা মাথা উঁচু করে ঘুরে বেড়ায় আজও!
যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধা তিলে তিলে ধুকছে কঠিন জীবনে
যে নারী বিধবা হয়েছিল
যে যুবতী সম্ভ্রম হারিয়েছিল
যে মা হারিয়েছিল শিশু
তাদের রক্ষাকারী কে ? কোথাকার সে যীশু।
সন্তান হারা ময়ের চিৎকার
স্বামীহারা সদ্য যুবতীর চিৎকার
মা হারা বাবাহারা নিষ্পাপ শিশুর চিৎকার
ধর্ষিতার চিৎকার
সবুজ চিরসবুজ ঘাসে ঢেলে দেয়া রক্ত খুনের চিৎকার
যুদ্ধাহত মুক্তিযোদ্ধার চিৎকার
এই প্রজন্মের মানবের চিৎকার
সব চিৎকার মিলেমিশে একাকার ;
সে এক গগণ বিদারী ধ্বণি
বিচার চাই বিচার চাই তোদের ;ওরে ৭১ এর খুনি !
২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সহমত। ১ম কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ
২| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:২৪
হাসান ফেরদৌস বলেছেন: লেখাটিতে জোর কিছুটা কম রয়েছে।
২৫ শে জুন, ২০১৩ রাত ১০:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।
নিরব তুষের আগুন জ্বলছে মনে
দাও দাও করে জ্বলবে তা কাষ্ঠবনে ।
৩| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা নয় , এ যে দ্রোহের আগুন !
২৫ শে জুন, ২০১৩ রাত ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুপ্রিয় লিটন ভাই।
দ্রোহের আগুনে জলুক পোড়ে ছারখার হোক সব রাজাকারের দল।
৪| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৩৫
রাইসুল নয়ন বলেছেন: জ্বলে উঠূন কবি,
স্বাধীন বাংলা চাই।
২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সারা বাংলা জ্বলে ওঠতে হবে।
তবে ওদের বাংলার মাটিতে বিচার হবে ।
৫| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৩৬
নীল-দর্পণ বলেছেন: ৭১ এর খুনীদের নাহয় বিচার চাইলাম...এখনকার খুনীদের কি হবে.....
বিদ্রোহ ধাঁচের লেখায় +
২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: এখনকার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পতন হবে।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।
৬| ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৩১
এক্সপেরিয়া বলেছেন: বিচার চাই.....
২৫ শে জুন, ২০১৩ রাত ১১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সহমত। রাজাকারের বিচার চাই
আমাদের এই বাংলায়।
৭| ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৩৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: বিচার চাই...... বিচার .....।
২৫ শে জুন, ২০১৩ রাত ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সহমত । রাজাকারের বিচার চাই।কমেন্টে ধন্যবাদ ।
৮| ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৫৩
খাটাস বলেছেন: কবিতা বিরক্ত লাগে, কারণ বুঝি না। আপনার কবিতা বেশ বেশি ভাল লাগল। প্লাস। আরও অগ্নি ঝরা কবিতা লিখুন। ভাল থাকবেন।
২৫ শে জুন, ২০১৩ রাত ১১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।
৯| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
বিচার চাই বিচার চাই তোদের ;ওরে ৭১ এর খুনি !
২৬ শে জুন, ২০১৩ ভোর ৬:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সহমত কান্ডারী। ৭১ এর খুনিদের বিচার চাই।
১০| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:৪৮
বাংলাদেশী দালাল বলেছেন: সে এক গগণ বিদারী ধ্বণি
বিচার চাই বিচার চাই তোদের ;ওরে ৭১ এর খুনি !
দারুণ হয়েছে।++++++
২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১১| ২৬ শে জুন, ২০১৩ রাত ১২:১২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বিচার চাই..............
২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।৭১ এর খুনিরা রক্ষ্ নাই।বিচার চাই। এ ই বাংলায়।
কমেন্টে ধন্যবাদ।পাঠেও। ওদের বিচার রুখতে যে কালো হাত।কালো থাবা উপরে ফেলতে হবে।
১২| ২৬ শে জুন, ২০১৩ রাত ১২:২৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: বিচার চাই।
২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। এটি শুধু কবিতা নয়।এটি বহ্নি, এটি দাহ এটি আগুনের পরশমনি।যা পাপীষ্ঠ প্রেতাত্নাদের পুড়ে ছাই করে দেয়।দেশপ্রেমিকদের মনে দেশাত্নবোধ জাগ্রত করে।
নিরন্তর শুভকামনা।
১৩| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: ৫ম ভালোলাগা ভ্রাতা ++
ভালো থাকবেন
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে কৃতজ্ঞতা ভ্রাতা। নিরন্তর শুভকামনা থাকলো ।
১৪| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:১৫
আহসান জামান বলেছেন:
সমকালীনকাব্য, ভাল থাকবেন।
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো সুপ্রিয় কবি।
১৫| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:২২
জুন বলেছেন: ৭১ এর খুনীদের মাফ নেই সেলিম আনোয়ার আমৃত্যু তাদের বিচার চাই ।
+ ৭
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সহমত ।আপু। হায়েনাদের বিচার চাই।যারা দেশমাতৃকার সঙ্গে প্রতারণা করেছে তাদের বিচার চা্ ই।
ভালথাকবেন সবসময় এ ই কামনা থাকলো ।
১৬| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৩
মামুন রশিদ বলেছেন: ৭১ এর সকল খুনীর বিচার চাই ।
+++
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।বিচার চাই।৭১ এর খুনিদের বিচার চাই।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৭| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৫
রুদ্রনীল আর নীলকষ্ট বলেছেন: বিচার চাই বিচার চাই তোদের ;ওরে ৭১ এর খুনি !
+++++++++++++++++++++++++++++++
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: বিচার চাই।জালিম অত্যাচারী আল্লাহর দুশমন ৭১ এর খুনিদের বিচার চাই।
কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
১৮| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:০৮
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: হাত হয়ে উঠুক হাতিয়ার
কলম হয়ে উঠুক বাঝুকা
কন্ঠ হয়ে উঠুক আগ্নেগিরির
আর দাবি একটাই "বিচার চাই "
২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।বিচার চাই।
১৯| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৭১ এর খুনি - সেলিম আনোয়ার
সাম্প্রতিক মন্তব্য দেখতে গিয়ে দেখি উপরের লিখাটি । প্রায় মূর্ছা যেতে বসেছিলাম ।
২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: যাক মূর্ছা যাননি তো।
আপনার কমেন্টে আমারও মূর্ছা যাওয়ার অবস্থা
২০| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
নস্টালজিক বলেছেন: বিচার চাই!
দ্রোহ কাব্যে অজস্র ভালো লাগা!
শুভেচ্ছা, সেলিম ভাই!
ভালো থাকুন নিরন্তর!
২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সবাই বিচার চাই। সবাই চাই। বাংলার মাটিতে ওদের বিচার চাই।
২১| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৫
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: বিচার চাই
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:১৫
বোকামন বলেছেন:
বিচার চাই বিচার চাই
বিচার চাই বিচার চাই
বিচার চাই বিচার চাই