নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মডুকাব্য (কবিতা)ও মডু কথন

২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৩৯

ছাতামাথা লিখি আমি ছাতারাম পাগলে

খাও গিলো আমি সেরা আর সব ছাগলে

জোর করে খাওয়াবো তো ছাতামাথা পদ্য

গদ্যও খাবি তোরা লিখেছি যা সদ্য।



ভয়কি ঝুলিয়ে দেবো আঠা দিয়ে সে' ছাতা

নড়বে না চড়বেনা এটে রবে সবই তা

আমি মডু আমি হনু মহা কবি বুঝলি?

বর্ষার পরে হাসি নীলমেঘে সুজলি।



কোনো কথা বললেই লাফ দিয়ে দুকথা

শুনিয়ে দেবো যে তোরে ওরে তোরা যা-তা

খাতির করিয়া চলো ওহে সব সব পাগলে

আমি হনু আমি সেরা মনে রেখো সকলে।



মডু আমি , যদু আমি ,রাম শ্যাম হাদারাম

তবু ভাবি আমি সেরা আর সবে গাধারাম

নির্বাচিতর পাতা মোর দাদা সম্পদ

যা খুশী তা করবোই অজঘট বজঘট।





লেখো লেখো যাহা খুশি বলো যায়া মোর ভাই

সবার উপরে মডু তাহার উপরে আর কিছু নাই।





(এটা আমার প্রিয় কবিতা,,,,সরাসরি প্রিয় তে)



----------------------------------------------

কবিতা-উৎসর্গ করা হলো সামুর মডুদের :D



----------------------------------------------------------

আসলে মডেরেশনের কাজটা অনেক জটিল ।ক্রিকেট খেলার আম্পায়ার এর মতন।শেষমেস সাপোর্টারের গাল মন্দ জোটে। জোটে ভিলেইন টাইটেল।



দিনে কয়েকশ পোস্ট আসে ।সেথান থেকে মাত্র কয়েকটা নির্বাচিত পাতায় যায়। যারটা নির্বাচিততে যায় না সে বিরক্ত হওয়াই স্বাভাবিক। আসলে লেখার মানের বিচারটা শুধু মডুরা করেনা । ব্লগাররও কিছুটা করেন।তাদের ভাল কমেন্টগুলো ও মডুরা বিচেনায় নেয়ার চেষ্টা করেন।



আমরা ব্লগাররা শুধু নিজেদের ব্যাপারটা দেখলেই হবে না। এই আমি যদি মডু হতাম তাহলে কি করতাম। এর চেয়ে ভাল কিছু?মনে হয় না। মডুরা প্রচুর সময় দেন ব্লগের পিছনে । আর সকল মডু ব্লগার সকল ব্লগার মডু নন। মডুদের যোগ্যতা আছে বলেই মডু।তবে অনেক ব্লগার ই আছেন যারা যোগ্যতায় হারিয়ে দিবেন মডুদের। তাতে কি।সে মহারথী ব্লগার হয়তো যথেষ্ট পরিমান সময় ও শ্রম দিতে সক্ষম নন।





পোস্ট সিলেকশনে মডুদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ। নির্বাচিত পাতায় থাকা পোস্টগুলোতে অনেকেই কমেন্ট করেন না। নিরব বিদ্রোহ!:D



নির্বাচিত পাতাই অনেকে বয়কট করতে চান!ওটা না থাকলে তো ভাল করার প্রয়াস নষ্ট হতে পারে।গুরুত্বপূর্ণ ইস্যু গুলো অনেক পোস্টের ভীড়ে হারিয়ে যেতে পারে।







অনেকে অভিমান করে নতুন পোস্ট দেয়া থেকে বিরত।অনেকে সবগুলো পোস্ট ড্রাফট এ রেখে দিয়েছেন। অনেকে লগইন না হয়ে পোস্ট পড়েন। ইত্যাদি ইত্যাদি।দলাদলিতো আছে ।আছে সিন্ডিকেটবাজি।আওয়ামীলীগ- বি এনপি।:P



মডুদের লেখাগুলো নির্বাচিততে থাকে।তারা বেশি পোস্ট দিলে তারা ব্যাপক অংশ জুড়ে থাকেন।এক্ষেত্রে সরাসরি জানা আপুর উদাহারণ দিব উনি বছরে একটা পোস্ট দেন কিনা সন্দেহ।সত্যি দৃষ্টান্ত দেয়ার মত।অবশ্য উনি মডু নন।:)





তবে নীতিমালা অনুযায়ী রাজনৈতিক প্রতিক্রিয়াশীল পোস্টগুলো গুণে মানে যাই থাকুক না কেন ক্যাওয়াস এড়ানোর জন্য সেগুলো হয়ত নির্বাচিততে নেয়া হয় না।এরকম অনেক নীতি বহির্ভূত পোস্ট ও বাদ পরে যায় ।ফলে এর পোস্টদাতা ব্লগার অনেকেই মনক্ষুন্ন থাকেন।নীতিমালার বাইরে পরে গেলে মডুদের কিছু করার থাকে না।



কেউ কেউ ব্যান খেয়ে ক্ষুব্ধ।একটা বাস্তব উদাহারণ দেই।হাওয়া ভবনের একসময়কার কর্ণধার বকুল সাহেব।হাবিবুন্নবি সোহেল এর গ্রুপ করেন। সোহেল সাহেব বহিস্কার হলেন দীর্ঘসময়ের জন্য।বকুল সাহেবকে ডাকা হলো। এবং বলা হলো তুমি সোহেলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করবা তোমাকে ঢাকাবিশ্ববিদ্যালয় কমিটির সেক্রেটারী পদ দেয়া হবে।আর সোহেলের সঙ্গে সম্পৃক্ত থাকলে তোমাকে পদবঞ্চিত করা হবে।বকুল সাহেব পদ নেয় নাই।আসলে সোহেল সাহেবের গ্রুপের কেউ পদ নেয় নাই।সোহেল সাহেবের গ্রুপটাই ইলিয়াস আলীর গ্রুপ। এমনটা নিশ্চয়ই ব্লগে হওয়া কাম্য নয়।



এখন কেউ অন্যায় করে ব্যান খেয়ে থাকলে তার প্রতি অনুরক্ত হওয়ার কারণে কিংবা তার গোপন চালে পরে সামুকে বর্জন করা ব্যাপারটা ভাল নয়।বোকামী।



সামু একটা প্রতিষ্ঠান এর সঙ্গে আন্তরিকতা সহকারে যে থাকবে সে টিকে থাকবে । এরজন্য অবশ্যই যোগ্যতা ও আন্তরিকতা আবশ্যক।যে লেগে থাকবে না হারিয়ে যাবে।কিংবা অন্য কোন প্লাটফরমে যুক্ত হবেন।তবে সামুর অগ্রযাত্রা চলবেই।পুরাণো অভিজ্ঞ মেধার সাথে যুক্ত হবে নতুন নতুন মেধা।



অহংবোধ পেয়ে বসলে সমস্যা।লাখ খানেকের মত ব্লগার ।তাদের সেন্টিমেন্ট আর ভাল লাগা ধারন করে লালন করে মডুরা হয়ত শতভাগ সফলতার সঙ্গে কাজ করতে পারেন না সবসময়।২৪ ঘন্টা মডারেশন করাটা হয়ে ওঠেনা সবসময়। এটাও হতে পারে।তাই বলে অভিমান করাটা কিন্তু বিশাল মনমানসিকতার বহিপ্রকাশ নয়্ ।



কারা মডু সবার সম্পর্কে ধারণা না থাকলেও জানা আপু ও ব্লগ কর্তৃপক্ষ যোগ্য লোকদের দিয়েই ব্লগ পরিচালনা করেন। এটা আমার বিশ্বাস।



এটা আমার একান্তই নিজস্ব অভিমত। তবে আমি কিন্তু ব্লগার মডু নই।সুতরাং দলাদলিতে ব্লগারদের পক্ষে।সকল ব্লগার এক হও মডুদের খামখেয়ালিপনা মার্কা নির্বাচন প্রক্রিয়া রুখে দাড়াও।:P:P



পরিশেষে একটি কথা ই বলব।ব্লগার মডু সবাই সামুর অপরিহার্য অঙ্গ।এদের সমন্বয়টা যখন চমৎকার হবে। আন্তরিকতা ও যুথবদ্ধতার সঙ্গে হবে।তবে ই ব্লগিং আরো শক্তিশালী প্লাটফরম হিসেবে দেশের সমাজের এমনকি সাহিত্অঙ্গনেও গুরুত্বপূ্র্ণ ভূমিকা পালনে সহায়ক হবে।তাইএকতার বিকল্প নই।একতা আবশ্যক।



কেউ আমার বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে করজোড়ে ক্ষমা চাই। পাঠক ব্লগার মডুরা তাদের বঞ্চনা শেয়ার করতে পারেন। যাতে কর্তৃপক্ষ ব্যাপারটা বিবেচনায় নেয়ার প্রয়াস পায়।সবাইকে সাধুবাদ ।









মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৪২

খেয়া ঘাট বলেছেন: কবিতায় একগুচ্ছ প্লাস।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্ট ও প্লাসে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।

২| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৪৬

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, কাব্য ভাল লিখসেন !!
তবে এ কবিতাটা আপনার লিখা উচিৎ হয়নাই।আপনার অনেক লিখাই ওনারা নির্বাচিতে দিসেন, এখন থেকে ঐ পাতায় নিজের লিখা না দেখলে কিন্তু ওনাদেরকে দোষারোপ করতে পারবেন না :) ||

২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৫২

সেলিম আনোয়ার বলেছেন: দেখা যাক মডরাও ব্লগার।এটা নির্বাচিত নেয় কিনা? সরি মডুরাও মানুষ কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।


ওনাদের আমি দোষারপ করবো না প্রমিজ।


৩| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: মডু কিডা ?? :| :| :|

২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: জানি না। তবে মডুরাও মানুষ।আপনি আবার মডু নন তো? ;)

৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৪০

সায়েম মুন বলেছেন: কাব্যটা ভালই ছিলো। কোবতে পৈড়া মনে হৈছিল আজকে বুঝি আপনি জেনারেলের টুপি পড়বেন। কিন্তু পরে দেখি মডুদের তৈলমর্দন শুরু করলেন। B-))

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কবি ......কোখাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা............................মনে মনে। এটা রবীন্দ্র সটাইল।

অপনের কমেন্টে বিদ্রোহের ভাব আপনি নিরবাচিত পোস্টে কমেন্ট করেন না।

পোস্ট এমনই কারো কোবতে ভাল লাগবে আর কারে লিখা ভাল লাগবে। :)

৫| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:০৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++

ভাল লাগলো কাব্য। :) :)


সকল ব্লগার এক হও মডুদের খামখেয়ালিপনা মার্কা নির্বাচন প্রক্রিয়া রুখে দাড়াও।

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর প্লসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৬| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:১০

মামুন রশিদ বলেছেন: মডুকাব্য পড়ে ভাবলাম, সেলিম ভাই গেছে ! মডুদের নিয়ে লিখছে মানে সাক্ষাৎ ব্যান :P

কিন্তু শেষে অবাক হলাম । ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে বাস্তব একটা পোস্ট । নির্বাচনী পাতা নিয়ে আমার মত সাধারণ ব্লগারদের ক্ষোভ আর বিরক্তি অনেক দিনের । এটা থেকে উত্তরনের একটা পথ বের করতে হবে । নির্বাচনী পাতা নিয়ে মডুদের আমি দোষ দিই না, বাই ডিফল্ট ওদের লেখা পোস্ট হয়ত অটোমেটিক নির্বাচিত হয়ে যায় । তবে একই সাথে অন্যান্য ভালো পোস্টগুলোও যদি সময়মত নির্বাচিত হয় তাহলে মডুদের পোস্ট নির্বাচিত হলো কিনা, এটা কেউ খেয়াল করবেনা ।

বাস্তব পরিস্থিতি এমন হয়, দেখা গেলো দশ-পনেরো ঘন্টা ধরে কোন পোস্ট সিলেক্ট হচ্ছে না । এমন সময় মডুর একটা পোস্ট নির্বাচনী পাতায় চলে আসলে বিষয়টা দেখতে অন্য রকম লাগে । কিংবা দেখা গেলো এক সাথে দশ-বারোটা পোস্ট নির্বাচনী পাতায় চলে আসে, তখন সিলেক্ট হওয়ার পরও একজনের পোস্ট পরের পাতায় চলে যায় । তখন আলাদা নির্বাচনী পাতা করার কোন মানে থাকেনা ।

গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে নিয়ে আসায় ভালো হয়েছে । এটা নিয়ে গঠনমুলক আলোচনা চলতে পারে । শুধু মডারেশনের দোষ না ধরে আমরা এই সমস্যা থেকে উত্তরণের জন্য নিজেদের মতামত দিতে পারি । যেমন, আমি মনে করি একটা গতিশীল নির্বাচনী টীম গঠন করা যেতে পারে । আর এই টীমের সদস্যরা ব্লগারদের মাঝ থেকেই আসতে পারে, বিশেষকরে সামুতে ব্লগিংয়ে যারা নিয়মিত, প্রাজ্ঞ আর বিবেকবান হিসাবে স্বীকৃত ।

সেলিম ভাইকে ধন্যবাদ । ++

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার মন্তব্যে অনেক ধন্যবাদ। অত্যন্ত যুক্তিসঙ্গত বস্তুনিষ্ঠ মতামত ব্যক্ত করেছেন। এমন কমেন্ট প্রত্যাশিত ছিল আমার।

ভাল থাকবেন সবসময়। নিরন্তর শুভকামনা থাকলো ।

৭| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:২৪

আরজু পনি বলেছেন:

আমার পোস্ট যখন নির্বাচিত পাতায় থাকে তখন মডুরা ভালো ।

আর আমার পোস্ট যখন নির্বাচিত পাতায় যায় না বা সরিয়ে দেয়া হয়...তখন মডুরা পঁচা :(

হাহাহাহা

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আমার এ ই পোস্ট নির্বাচিততে থাকবে তো? আমার তো জেনালের হওয়ার আশংকা।

মডুর দায়িত্ব কঠিন মানি।

তবে আম্পায়ররা সব সময়ই পচা। গয়ে লাগা পোস্ট না সরালেও পচা। ;)

৮| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:২৮

মাহমুদ০০৭ বলেছেন: মডু - যদু বুঝি না ।
আপনের কবিতা খাশা হইছে এইটাই আসল কথা ।
+++++++

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:৩১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ইহা কোন কমেন্ট নহে। :| :| :| :|

২৭ শে জুন, ২০১৩ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ইহা কোন কমেন্টের জবাব নহে।

১০| ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:১৩

বাংলার হাসান বলেছেন: মডু আমি , যদু আমি ,রাম শ্যাম হাদারাম
তবু ভাবি আমি সেরা আর সবে গাধারাম
নির্বাচিতর পাতা মোর দাদা সম্পদ
যা খুশী তা করবোই অজঘট বজঘট।
++++++

আপনি এত্তগুলা পঁচা। জানেন না জলে বাস করতে হলে কুমিরের সাথে দোস্তি করতে হয়। আর সামুতে থাকতে হলে মডুদের তেল মারতে হয়।

সেভ থেকে জেনারেল হওয়ার জন্য রেডি হন। অগ্রিম জেনারেল মোবারক দিয়া গেলাম।

২৮ শে জুন, ২০১৩ ভোর ৫:১৩

সেলিম আনোয়ার বলেছেন: বুঝলাম আমি বোধ হয় মডু। একটা কমেডি ছড়া সেটাও সহ্য না হলে কেমতে। আমরা ব্লগাররা একটু মজাও করতে পারবো না?

কমেন্ট ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।

১১| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:২৪

একজন আরমান বলেছেন:
কবিতা পইড়া হাসতে হাসতে শেষ। =p~ =p~ =p~

২৮ শে জুন, ২০১৩ ভোর ৫:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা নিছক বিনোদন। পাবলিক যে ভয় দেখাচ্ছে। আমার হাসি বন্ধ।অনেকের কমেন্টে অনেকের কমেন্টও শেষ।

তবে আমি নিজে আমার পোস্ট কমানোর চেস্টা করছি। কোয়ানটিটি ডাসন্ট মেটার ।কোয়ালিটি ইজ রিয়েলিটি।

১২| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ইতিবাচক হলে পোস্টটি সবার ভালো লাগার কথা।নেতি বাচক হলে 2য় অংশটা ব্লগাররা পছন্দ কর্বেন নাআর কবিতাইডিটররা পছন্দ করবেন না। তবে মডুদের দেখছি সবাই ভয় পায়। অবাক হলাম।তাদের ভালবাসার কথা।ভয় নয়। পত্রিকায় দেখলাম আসিফ জামিনে মুক্তি পেয়েছে।মনটা ভাল হয়েছে আমার এক প্রিয় বন্ধুকে ফোন করে তার ব্যাপারে জানতে চেয়েছিলাম।কাকতলীয় ভাবে তার জামিন গতকালই হয়েছে। কতটা নাটকিয়। খুব ভাল লাগছে।

১৩| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ২:২৬

একজন আরমান বলেছেন:
দারুন বলেছেন।

১৪| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:০০

কান্ডারি অথর্ব বলেছেন:
সেলিম ভাই সামুর বিরুদ্ধে যখনই কেউ কিছু বলেছে আমি সেখানে গিয়ে প্রতিবাদ করেছি। এই নিয়ে অনেক বার অনেক পোস্ট দিয়েছি। কাজের কাজ যা হয়েছে আমি ব্লগ শাসক ট্যাগ খেয়েছি। তবে আজকে আপনাকে সাথে পেয়ে ওদের বলতে ইচ্ছে করছে আরে যে পাতে ভাত খাও সে পাতের বদনাম না করে যত্ন নাও।

সুন্দর একটি পোস্টের জন্য ধন্যবাদ।

সামুর সাথে ছিলাম, আছি ও থাকবো।

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:১০

স্নিগ্ধ শোভন বলেছেন: B-) B-) B-) B-) B-) B-) B-)

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।

১৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৪

এক্সপেরিয়া বলেছেন: মটু থুক্কু মডুরে নিয়ে কাব্যটা ভালা হৈছে.....

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মামুন রশিদ ভাইয়ের সাথে সহমত । কবিতায় প্লাস ।

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই কমেন্টেও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৮| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৪

তন্দ্রা বিলাস বলেছেন: আসলে মডেরেশনের কাজটা অনেক জটিল ।ক্রিকেট খেলার আম্পায়ার এর মতন।শেষমেস সাপোর্টারের গাল মন্দ জোটে। জোটে ভিলেইন টাইটেল।

কে কে ভিলেন হৈতে চান লাইনে খাড়ান। ;)

এই কবিতা আগে দেখিনাই কেন? :(

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: আমি তো ভিলেইন ।কেন আগে দেখেন নি। এটা আমার প্রিয় কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.