নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
১
রাজাকারদের বাঁচাতে চাস তোরা!
৭১ এ কোথায় ছিলি?
তোদের পূর্বপুরুষ মা ভগ্নি তারা!
এদেশের মানুষের রক্ত দিয়ে হোলি খেলেছিল যখন
এদেশের মানচিত্র খাবলে খাবলে খাচ্ছিল যখন
শুকুনের দল!
যখন বাংলার মানুষ পদে পদে লাঞ্ছিত বঞ্চিত
তোদের পূর্বপুরুষরা তখন কি করছিল?
তারা কি শোষিতের কেউ?
বাংলামায়ের কোন সন্তান!
নাকি হানাদারদের ধ্বজাধারী?
হানাদারদের জারজ সন্তান!
যখন বুলেট আর বিস্ফোরণে দুরু দুরু কাঁপছিল বাংলা মায়ের প্রাণ।
তোদের তান্ডবে সেদিন আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল
আজ ঠিক তেমনি তর্জন গর্জন করছিস
ভুলে যাসনে এটা সেই রামরাজত্বটি নেই
এখানে নতুন সূর্য ওঠে;
এখানে নতুন পতাকা ওড়ে
এটি নতুন দেশ ,স্বাধীন
এখানে বাংলামায়ের দামাল ছেলেরা দৃপ্ত হাতে
স্বাধীনতার গান গায়
স্বাধীনতার শত্রুদের নাশকতার বিচার চায়।
বাংলার কাদা মাটি জল
আজো করিছে টলমল
রাজাকার বধকাব্য সৃজনে
দেশমাতৃকা আজও উদ্বেল উচ্ছল চঞ্চল ।
২
তোমার অপরূপ রূপ দেখার লাগি জন্মেছিল বুঝি আমার দু নয়ন
তোমার প্রেমে পড়বে বলে জন্মেছিল বুঝি আমার এ অবুঝ মন।
২৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
২| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শেষ ২ লাইন ভাল লাগলো।
২৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে।
৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৪
মাক্স বলেছেন: ২
তোমার অপরূপ রূপ দেখার লাগি জন্মেছিল বুঝি আমার দু নয়ন
তোমার প্রেমে পড়বে বলে জন্মেছিল বুঝ আমার এ অবুঝ মন।
২৯ শে জুন, ২০১৩ রাত ১১:২১
সেলিম আনোয়ার বলেছেন: মহান ব্লগার মাক্স কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৩১
বাংলার হাসান বলেছেন: ++++++++
৩০ শে জুন, ২০১৩ ভোর ৬:৩২
সেলিম আনোয়ার বলেছেন: + এ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।
৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
২ নাম্বার কবিতা বেশী ভাল লাগছে।
তোমার অপরূপ রূপ দেখার লাগি জন্মেছিল বুঝি আমার দু নয়ন
তোমার প্রেমে পড়বে বলে জন্মেছিল বুঝি আমার এ অবুঝ মন।
৩০ শে জুন, ২০১৩ ভোর ৬:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।
৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:২৫
স্বপ্নবাজ অভি বলেছেন: বাংলার কাদা মাটি জল
আজো করিছে টলমল
রাজাকার বধকাব্য সৃজনে
দেশমাতৃকা আজও উদ্বেল উচ্ছল চঞ্চল ।
৩০ শে জুন, ২০১৩ ভোর ৬:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
৭| ৩০ শে জুন, ২০১৩ রাত ২:১৯
কাজী মামুনহোসেন বলেছেন: বাংলার কাদা মাটি জল
আজো করিছে টলমল
রাজাকার বধকাব্য সৃজনে
দেশমাতৃকা আজও উদ্বেল উচ্ছল চঞ্চল ।
প্রথম কবিতা অসাধারন লেগেছে।
৩০ শে জুন, ২০১৩ ভোর ৬:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে।নিরন্তর শুভকামনা ।
৮| ৩০ শে জুন, ২০১৩ ভোর ৫:১৮
বাংলাদেশী দালাল বলেছেন: দুটই অসাধারন লেগেছে।
৩০ শে জুন, ২০১৩ ভোর ৬:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। সুপ্রিয় ব্লগার।কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৯| ৩০ শে জুন, ২০১৩ ভোর ৬:১৯
বোকামন বলেছেন:
এখানে নতুন সূর্য ওঠে;
এখানে নতুন পতাকা ওড়ে
এটি নতুন দেশ ,স্বাধীন
এখানে বাংলামায়ের দামাল ছেলেরা দৃপ্ত হাতে
স্বাধীনতার গান গায়
১ম ভালোলাগা সুপ্রিয় কবি :-)
৩০ শে জুন, ২০১৩ ভোর ৬:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ১ম প্লাসে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।
১০| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++
ভালো থাকবেন
৩০ শে জুন, ২০১৩ রাত ১০:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: তোমার অপরূপ রূপ দেখার লাগি জন্মেছিল বুঝি আমার দু নয়ন
তোমার প্রেমে পড়বে বলে জন্মেছিল বুঝ আমার এ অবুঝ মন।
সুন্দর কথা মালা
শুভকামনা