নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমি কী পাহাড়ের সঙ্গে কথা বলছি?
নাকি বৃক্ষের সঙ্গে?
নাকী প্রিয়তমার সঙ্গে,
যার ভালোবাসায় ব্যাঘাত ঘটেছে?
যে অভিমান করে বৃক্ষ হয়েছে
পাহাড় হয়েছে,
পাথর হয়েছে পাষাণ হয়েছে
বিরাণ হয়েছে!
ভালোবাসার বৃষ্টিতে না ভিজে অগ্নিদগ্ধ হয়েছে।
পোড়ে খাঁটি সোনা না হয়ে মমি হয়েছে।
ভালোবাসা চাই প্রিয়ংবদা তোমার কাছে
তুমিহীনা এ জীবনের বলো কি মূল্য আছে?
কথা বলো ওগো জানটা
তোমার জন্যই সপেছিলাম আমার এই প্রাণটা।
৩০ শে জুন, ২০১৩ রাত ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।
২| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
কথা বল জানটা
তোমার জন্যই সপেছিলাম আমার এই প্রাণটা।
এইজায়গায় যদি লেখা হত
কথা বল জান পাখিটা
তোমার জন্যই সপেছিলাম আমার এই প্রাণটা
তাইলে কেমন হত সেলিম ভাই ?
৩০ শে জুন, ২০১৩ রাত ১০:০৩
সেলিম আনোয়ার বলেছেন: তাইলে সেটা কান্ডারী হত। কমেন্টে অনেক ধন্যবাদ্ । শুভকামনা থাকলো।
৩| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++
৩০ শে জুন, ২০১৩ রাত ১০:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।
৪| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:২০
নেক্সাস বলেছেন: সেলিম ভাই সুন্দর কবিতা। তবে নিচের লাইন দুটো ছড়া ছড়া হয়ে গেছে। খেয়াল রাখবেন
৩০ শে জুন, ২০১৩ রাত ১০:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।
কবিতা কিন্তু ও টুকুই......তুমি আমার জানটা...বাকিটা ফ্রি।
৫| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:২৭
শুকনোপাতা০০৭ বলেছেন: বাহ ... সাত সকালে খুব সুন্দর একটা কবিতা পড়লাম
৩০ শে জুন, ২০১৩ রাত ১০:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
৬| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৬
লাবনী আক্তার বলেছেন: কথা বল জানটা
তোমার জন্যই সপেছিলাম আমার এই প্রাণটা
আহা! এমন করে বললে সে কথা না বলে থাকতে পারবে না।
৩০ শে জুন, ২০১৩ রাত ১০:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সে যে কেন কথা বলে না...বুঝি না।
কবিতা পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।
৭| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:১১
স্নিগ্ধ শোভন বলেছেন: ষষ্ঠ ভাললাগা।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কবি কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ।বিলম্বে কমেন্টের জবাবে দুঃখিত। িিরন্তর শুভকামনা থাকলো ।
৮| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত একটা কবিতা লিখে ফেলেছেন !
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৯| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৩
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ভ্রাতা ++ ৮ম ভালোলাগা
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ গুরু ।কেমন আছেন?
১০| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:২২
সায়েম মুন বলেছেন: সুন্দর এগোচ্ছিল। শেষের দু'লাইনে গতিটা কমে গেল।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: শেষ দুই লাইন লিখবো বলেই কবিতাটি লিখেছি।
১১| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৪৯
অরুদ্ধ সকাল বলেছেন:
কবিতা কিন্তু বেশচলছিল
০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কসেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।
১২| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:০০
ডি মুন বলেছেন: বেশ ভালো লাগলো
০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
১৩| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১:৫৪
মাক্স বলেছেন: আপনার কবিতায় আজকাল ফান খুইজা পাইতেসি
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।
১৪| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:১২
মায়াবী ছায়া বলেছেন: অনেক ভালো লাগা ।।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ভাল লাগায় অনেক ধন্যবাদ।
১৫| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৭
মুশাসি বলেছেন: প্লাস +++++
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।
১৬| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:০১
কাজী মামুনহোসেন বলেছেন: মাক্স বলেছেন: আপনার কবিতায় আজকাল ফান খুইজা পাইতেসি
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০১৩ সকাল ৭:৫৭
বাংলাদেশী দালাল বলেছেন: কথা বল জানটা
তোমার জন্যই সপেছিলাম আমার এই প্রাণটা।
সরল সোজা কথা মালা ভালো লাগছে
+++