নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রতীক্ষার প্রহর

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৫





প্রতীক্ষার আগুনে জ্বালিয়ে মারছ তুমি,

কত যে দিন গেল!

কত যে প্রহর গেল!

তুমি আসলে না

ভালবাসার দীপ জ্বাললে না।



প্রতীক্ষার দহনে জ্বলছি আমি,

শুনেছি ভালবাসা নাকি খাটি সোনার চেয়ে দামী।



ছোট্ট একটা ভুল

তার এত্ত বড় মাশুল!



তোমার প্রতীক্ষায় চোখ করেছি লাল

অন্তরে বিষের জ্বালা মনটা টালমাটাল।



ফিরে এসো হৃদয়ে আমার,

ফিরে এসো আবার;

নতুন সূর্য হয়ে

রক্তজবাটি হয়ে

ময়ুরকন্ঠি নায়ে

ধান শালিকের পায়ে।





ফিরে আস বারবার

মন দিয়েছি তোমায়;

দারুণ একটি বিজয় মাল্য

পরাব তোমার গায়।



প্রতীক্ষার অবসান চাই

নতুন সূর্য চাই।

অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী

ভালবাসি তোমায়,

শুধু তোমায়।









ছবি -নেট





মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৪

মায়াবী ছায়া বলেছেন: কবিতায় ভাল লাগা ।। :)

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও ভাল লাগায় অনেক ধন্যবাদ। নিন্তর শুভকামনা থাকলো ।

২| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪১

এক্সপেরিয়া বলেছেন: আবারও কবিতা....! ভাল লাগলো....

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৩| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতায় ভাললাগা রইল।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩২

শাহজাহান মুনির বলেছেন: ১।
-তুমি কাছে নেই বলে
মিষ্টি সকাল আমার অসহ্য লাগে।
তুমি পাশে নেই বলে
থেমে আছে আমার স্বপ্ন দেখা।
তুমি দূরে তাই মনের বাগানে
এখন আর বসন্ত আসে না।
আবার তুমি আসবে
স্বপ্ন ভরা রাতের শেষে,
সুন্দর এক বসন্তের সকালে
তোমায় নিয়ে হাটবো,
ফুলে ফুলে ভরা এক বাগানে
কত দিন স্বপ্ন দেখা হয় না
তুমি কাছে নেই বলে।
আমি আবার স্বপ্ন দেখতে চাই।


২।
-তুমি আছ বলে আকাশটা নীল হল,
আমিও বিভোর হলাম স্বপ্নীল আকাশ পেয়ে।
তোমার স্পর্শ আমাকে বিমোহিত করে,
আলোকিত করে আমার আধাঁর ভুবন।
অধীর আগ্রহে তোমাকে দেখার অপেক্ষা
আমাকে আশান্বিত করে,
পাবার অপেক্ষা আমাকে বাচঁতে শেখায়।
অসহ্য মিষ্টি সকাল, থেমে থাকা স্বপ্ন,
বিমুখ বসন্ত ফিরিয়ে আনার অঙ্গিকারে,
আমিও তোমাকে আরও বেশি ভালবাসতে চাই।
তোমার মত আবার স্বপ্ন দেখতে চাই, দেখাতে চাই।
অপেক্ষায় থেকো, দেখা হবে।




আমার এই লেখা আর আপনার কবিতার ভাবার্থ কেন জানি কিছুটা মিল মনে হল।

কবিতায় ভাল লাগা জানবেন।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪১

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কবিতা দুটি ভাল লাগলো। কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.