নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রায়শ্চিত্য

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৭

তোমাকে ভালবাসার শাস্তি কি হতে পারে?

সাগরে নোনাজলে আত্নহনন?

নাকি হিমালয়ের বিশাল ফাটলে আত্নাহুতি?

নাকি সোয়ার্স অব নো গ্রাউন্ডে অসীমে তলিয়ে যাওয়া।

নাকি আ্যান্টারকটিকায় পেঙ্গুইন শীলদের রাজ্যে সফেদ বরফে জমাট হয়ে যাওয়া।



কি শাস্তি আমার বল !

কি করলে পবিত্র নিষ্পাপ হব আমি!

গঙ্গাস্নানে যদি ভাসিয়ে দিই শরীর অজানায়

নাকি পাতাল রাজ্যের শুধু মায়াবী বিভীষিকায়।



চুপ করে আছ কেন?

কথা বল কিংবা লিখে দাও

কি চাও?

কি করলে নির্দোষ হব আমি।



বাদলদিনে লাইট পোস্টে নিশ্চুপ দাড়িয়ে থাকা দাড়কাকটির মতন

নিরব নিথর কুৎসিত অলুক্ষুণে অপ্রত্যাশিত

প্রতিক্ষায় ব্যাথায় জর্জরিত আমি

আমার কুতসিৎ কা কা ডাকে বিরক্তির উদ্রেক হয়

তোমার মনে ;অথচ তা আমার ভালবাসার ডাক!

তা চরম অপ্রিয় তোমার কাছে তা অপ্রিয়ই থাক।



আমি প্রায়শ্চিত্য রচনা করবো

পাপমু্ক্ত হয়ে দূর অজানায় ভাসবো

প্রেমের সমাধি করব

তোমার থেকে অনেক দূরেই প্রেমের মরা মরব।

মন্তব্য ৩১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৩

মামুন রশিদ বলেছেন: বাদলদিনে লাইট পোস্টে নিশ্চুপ দাড়িয়ে থাকা দাড়কাকটির মতন
আমার কুতসিৎ কা কা ডাকে বিরক্তির উদ্রেক হয়
তোমার মনে ;অথচ তা আমার ভালবাসার ডাক!


হায় হায়, এইটা কি কন সেলিম ভাই :D :|


আপনার এই ডেডিকেটেড ভালোবাসায় পিলাচ +++

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:০২

রাজু মাষ্টার বলেছেন: কা কা ডাকে বিরক্তির উদ্রেক হয় তোমার মনে
অথচ তা আমার ভালবাসার ডাক!
তা চরম অপ্রিয় তোমার কাছে তা অপ্রিয়ই থাক



আমি প্রায়শ্চিত্য রচনা করবো
পাপমু্ক্ত হয়ে দূর অজানায় ভেসে যাবো

পিলাস ভাই অইলাস নগদ পিলাস

০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৪

বাংলাদেশী দালাল বলেছেন:
চরম বিরহ যাচ্ছে নাকি সেলিম ভাই?

কবিতায় +++

০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৫২

সেলিম আনোয়ার বলেছেন: না বিরহ নাই...কবিতা ..বিষাদের কবিতা।।বিষাদের কবিতায় বিষাদ কাটে।

৪| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৭

মাগুর বলেছেন: সুন্দর হইসে সেলিম ভাই ;)

পিলাস লন :)
+++

০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৮

আতা2010 বলেছেন: যেসব হিন্দু জমিদাররা মুসলিম রাজা-বাদশাহদের ক্যাশিয়ার কিংবা ট্যাক্স আদায়কারী কর্মচারী ছিলো তারাই ছিলো পলাশী ষড়যন্ত্রের হোতা। Click This Link

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: বাংলার চারিদিকে আজ হাহাকার দুর্যোগের ঘনঘটা .....কমেন্টে ধন্যবাদ..লিংটাও সুন্দর ।পলাশী চক্রান্তকারী হুশিয়ার সাবধান। :P


ভালথাকবেন সবসময় এ ই শুভ কামনা থাকলো।

৬| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০২

আরজু পনি বলেছেন:

অসাধারণ !

০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ কবিতা! ধন্যবাদ আরজুপনি। কমেন্টে ও প্লাসে। নিরন্তর শুভকামনা থাকলো্

৭| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

+++

০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: + ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: অনেক ভাল কাব্যরসে ভরপুর
শুভকামনা

০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৯| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন:
আমি প্রায়শ্চিত্য রচনা করবো
পাপমু্ক্ত হয়ে দূর অজানায় ভাসবো
প্রেমের সমাধি করব
তোমার থেকে অনেক দূরেই প্রেমের মরা মরব।

০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১০| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫০

অদৃশ্য বলেছেন:





ভেতরে আঘাত করছে... ভালোলাগা নিয়ে গেলাম

লেখক কি আত্মহননের চিন্তা মাথায় রেখে এভাবে লিখলেন, নাকি তা অজান্তেই লিখায় চলে এসেছে...


শুভকামনা...

০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা কিসেআত্নহননে নাকি ?

কমেন্টে ও প্লসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১১| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৪

মাক্স বলেছেন: ৬ নম্বর প্লাস সংকেত!

০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: ৬নং প্লাসে ধন্যবাদ। ওটা কি ছক্কা হাকানোর সংকেত।

১২| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৮

এরিস বলেছেন: চুপ করে আছ কেন?
কথা বল কিংবা লিখে দাও
কি চাও?
কি করলে নির্দোষ হব আমি।

ধমক দিলে বলবে?? বলবে না। যে বলার সে আপনিই বলবে, চাইতে হবে না। কা কা ডাক তার বিরক্তি লাগুক সমস্যা নেই, কারো কাছে সেটা যোগাযোগের মাধ্যম, কারো কাছে ভালো লাগার। তার কাছ থেকে অনেক দূরেই কিছু একটা করুন, প্রেমের মরা মরতে হবে না। প্রেমের মড়া হয়ে জীবন্মৃত হবার চেয়ে বরং ভালোবেসে বেঁচে থাকুন। বেঁচে থাকার নামই ভালোবাসা।
বিষাদের কবিতায় প্লাস।

০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: এরিস কাকে নিয়ে বাচবো বলুন।

কেমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৩| ০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: অসাধারণ লিখেছেন ভাইয়া, চমৎকার, পোস্টে প্লাস!!

০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম। সামুতেআপনার প্রথম কমেন্ট ও প্লাসে কবিতাটি স্মরণীয় হয়ে থাকলো ।

১৪| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৮

মাক্স বলেছেন: ছক্কা আর হাকাইতে পারলাম কই, মাঠে নামার আগেই কৈত্তে জানি বৃষ্টি আইসা পড়ে :(

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: মেঘ দেখে কেউ করিস নে ভয় আড়ালে তার রবি :D হাসে। বৃষ্টির মধ্যেই ছক্কা হাকাতে হবে।

১৫| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪০

তন্দ্রা বিলাস বলেছেন: ১০ম ভাল লাগা। ভাল থাকবেন।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১৬| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৫

সায়েদা সোহেলী বলেছেন: শেষের লাইনের পরের লাইন -- অতপর প্রেমের নদীতে ভাসিতে থাকিব (কথায় বলে না প্রেমের মরা জলে ডুবে না ;) সরি গান হবে )


+++ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.