নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

নার্ভাস নাইনটি B:-) (ছড়িতা)

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮



নার্ভাস নাইনটিতে আছি ভীষণ টেনশনে

ব্যাটে রান আসছেনা আছি মহা যাতনে

বলগুলো কেন যেন লাগছে কেমন কাঠিনে

চোখে সব ঝাপসা লাগে খেলতে ভাল পারিনে।



সহযোগী ব্যাটসম্যান দৌড়ে বেশি ভাল না

রান আউট হয়ে গেলে মিছে সব সাধনা।

আম্পায়ার মহোদয়ের ভাবখানা স্বচ্ছনা

তর্জনী উঠালেই শতক হাঁকা হবেনা।



রাজ্যের ক্লান্তিতে অবসন্ন দেহখানা

ব্যাট ঘুরিয়ে ছক্কা ওটি আর হচ্ছেনা।



ফিল্ডার চৌকস ঈগল চোখে তাকানো

তার চোখে ফাকি দিয়ে যায়না বাউন্ডারী হাকানো।

ছক্কা মেরে অক্কা পেয়ে কি কাজ হবে জানিনে

এত কাছে চলে এসে শতকহারা হওয়ার কি মানে?



চেয়ে আছে টেনশনে হাজার হাজার দর্শক

দলের জয়ে বেশি খুশি চায়না তারা মোর শতক।

নার্ভাস নাইনটিতে আছি ভিশন টেনশনে

নতুন কোন পোস্ট দিতে কেন যেন পারছিনে।



তীরে এসে তরী যদি যায় ডুবে এখনে

লজ্জায় মাথা হেট স্বাদ পাবো মরনের।

ব্লগার সব ক্ষেপে আছে কেন এত পোস্ট দেই

মডুরাও হয়রান পোস্ট পোস্ট রেস্ট নেই।



এর সাথে যোগ হলো নতুন এক যন্ত্রনা

কতশত চেষ্টায় নতুন পোস্ট আসছেনা।

নার্ভাস নাইন্ টিতে পড়ে হলেম দিশেহারা

টার্গেটে পৌছতে চেষ্টায় আমি পাগলপারা।



নার্ভাস নাইনটিতে ,নাইনটি নার্ভাস!

নার্ভাস নাইনটিতে তাই আউট হওয়ার অভ্যাস।

--------------------------------------------------------

আর মাত্র কয়খানা পোস্ট দিবার পারলে টার্গেটে পৌছবার পারতাম।কি যে টেনশনে আছি।কিছু লিখতে পারছিনা। কত বাধা বিপত্তি। মন আছে দোটানায় । পারব কিনা লক্ষ্যে পৌছতে যানি না। তার মধ্যে আবার পাছে লোকে কিছু বলে! মডুরা কি ভাবে? কি লিখবো আকাশলীনা? কি বিষয়ের উপর? কি?

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগল ++++++++

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আর একটা স্মাইল :)

২| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৭

খেয়া ঘাট বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস। ঈদমোবারক।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: একগুচ্ছ প্লাসে একগুচ্ছ ধন্যবাদ ।ঈদমোবারক আপনাকে ও।

৩| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪২

মামুন রশিদ বলেছেন: কবিতা সুন্দর হৈসে :D


এক বছর পূর্ণ হবার আগেই ৩৫৫টা পোস্ট দিয়ে ফেলছেন । কত টার্গেট রাখছিলেন আল্লাই জানে । ঈশশ, আপনার গতিতে যদি লিখতে পারতাম! এক বছর দুই মাসে স্কোর মাত্র ৫৪ :| :(

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: টার্গেট ৩৬৫। আর মাত্র ৯টা দিলে টার্গেট অর্জন করতে পারবো।

আপনে ব্যাড পারফরমার। ৩ বছরে ১০০ টা দিতে পারবেন কিনা সন্দেহ। ;)

৪| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভালো-লাগা জানাচ্ছি।
পাছে লোকে যা-ই বলুক এগিয়ে যান নিজের চেতনায়....
শুভেচ্ছা.....:)

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। টেনশনে আছি।কি লিখবো কি নিয়ে লিখবো কিছুই জানি না। পুরাই নার্ভাস। শুভকামনা জানবেন।

৫| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০১

বোকামন বলেছেন:

দারুণ ছন্দ বেধেছেন কবি ! প্লাস !

আপনার মন বাসনা পূর্ণ হোক।।

শুভকামনা

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। গত কাল এক পোস্টে দেখলাম প্রিয় আরজু পনি ছন্দের উপর ক্লাস করছেন। মূলত ষেকান থেকেই ছন্দ ছন্দ খেলার অবতারণা।কিছুটা রস কিছুটা কস (কস্ট) দিয়ে সৃষ্টি করলাম।ছড়িতা।ছড়া +কবিতা =ছড়িতা।

শুভকামনা সকল সময়ের সুহৃদ ।

৬| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০১

বাংলার হাসান বলেছেন: ++++

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আমার সবসময়েল বন্ধু শুভাকাংখীরাই কমেন্ট করছেন। আপনিও তাদের একজন। ধন্যবাদ। শত্রুরা কমেন্ট করছেন না। :)

৭| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪০

লাবনী আক্তার বলেছেন: নার্ভাস নাইনটি পার করে জান এই শুভকামনা
বেশি করে পোস্ট দিয়ে পূরণ কারুন আপনার বাসনা। :P

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: বন্ধু ।বন্ধু। শুধু বন্ধুরাই কমেন্ট করছেন।ধন্যবাদ কমেন্টে ও ভাল লাগায়।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: নার্ভাস ৯০ তে অনেকেই আউট হয়ে যান।ব্যাপক টেনশন।

৮| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৩

অদৃশ্য বলেছেন:





হুমমম... ৩৬৫ টার্গেট তাইতো! বেশ, খুবই ভালো কথা... কিন্তু ৩৬৫ যেন ঠিক ১২ মাসের শেষ দিনে হয়... তবেইতো মজা... আর পোষ্টটিও হবে ফাটাফাটি টাইপের... মনে থাকে যেন

লিখাটি চমৎকার হয়েছে... খুবই ভালো লেগেছে আমার...

শুভকামনা...

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৬

সেলিম আনোয়ার বলেছেন: মাথা হ্যাঙ। কোন লেখা আসছেনা্ ।ফাটাফটিতো দূরের কথা। আরো দশটি পোস্ট।দেব কিভাবে? চিন্তায় আছি।

কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ++++++++ এ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময়।

১০| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩২

লিঙ্কনহুসাইন বলেছেন: সুন্দর +++++++++

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +++++++++ এ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১১| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধূমায়া লেখতে থাকেন!

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১১

সেলিম আনোয়ার বলেছেন: ধূমায়া লেখবো কিভাবে।লেখা বণ্ধ।

জাম ধরেছে হাতে
রাজ্যে বিস্ময় তাতে
পারোবো কি টার্গেটে পৌছতে।

ধন্যবাদ কমেন্টে ও ভাললাগায়। নিরন্তর শুভকামনা ।

১২| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ছড়িতা পড়ে মজা পেলাম সেলিম ভাই ;)

প্রথমে শিরোনাম পড়লাম - নার্ভাস নাইনটিন ;) আপনার বয়স কি ১৯ হলো তাহলে? আবার দেখি- নার্ভাস নাইনটি ;) তাহলে বয়স কি ৯০? পড়ে দেখি পোস্টের কথা লিখেছেন- ৩৫৪টা ;)

যাই হোক, আপনার বয়স ৯০তে পৌঁছবে কিন্তু আপনি নার্ভাস হবেন না, বীর দর্পে সেঞ্চুরি হাঁকিয়ে দিবেন, এই কামনা থাকলো ;)

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৩

সেলিম আনোয়ার বলেছেন: আমার বয়স আঠারো :P
সবে মাত্র যৌবন এলো।


শুভকামনায় ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।

১৩| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: প্রেমেরে উপ্রে লিখেন ভাই !!!

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: প্রেম তো কানের পাশ দিয়ে চলে গেছে। প্রেম নাই বিধায় লেখা নাই। আছি লেখাহীনতায়।

১৪| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার কবিতায় ভালোলাগা জানালাম....................

শুভকামনা কবি।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৫| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০২

আমিই মিসিরআলি বলেছেন: নার্ভাস নাইনটি ভালো লাগলো +++ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.