নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
লাইলাতুল ক্বদর
عن ام المؤمنين حضرت عائشة عليها السلام قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر فى الوتر من العشر الاواخر من رمضان. (الجامع والصحيح للبخارى، الصحيح للمسلم، مشكوة المصابيح
উম্মুল মোমেনিন মা আয়েশা রাঃ থেকে বর্ণিত আছে রসুল সাঃ এরশাদ করেছেন, তোমরা রমজানের শেষ দশদিনের বেজোড় রাতগুলিতে লাইলাতুল ক্বদর তালাশ কর। (বোখারী ,মায়াযেফ)
হযরত আয়েশা ছিদ্দিকা রাঃ বলেন আমি রসুরুল্লাহ সাঃ এর খেদমতে আরজ করলাম, লাইলাতুল ক্বদর সম্পর্কে অবগত হওয়ার পর সেই রাতে আমি আল্লাহর পাকের দরবারে কি দোয়া করব? তিনি এরশাদ করলেন- এই দোয়া অর্থাৎ
আয় আল্লাহ! আপনি ক্ষমাকারী (এবং) অত্যন্ত দয়াময়, আপনি ক্ষমা পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করুন।(মারেফুল হাদীস)
রমজানের শেষ বা আখেরী রাতঃ
হযরত আবু হোরায়রা রাঃ থেকে বর্ণিত আছে রসুল সাঃ এরশাদ করেন ,রমযানের আখেরী রাতে আমার উম্মতের জন্য মাগফিরাত ও ক্ষমার ফায়সালা করা হয়। তাকে জিজ্ঞাসা করা হলো সেই রাতটি কি লাইলাতুল ক্বদর? এরশাদ হলো লাইলাতুল ক্বদর নয়; তবে ব্যাপার হলো আমলকারী যখন তার আমল সম্পন্ন করে ,তখন তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হয়। ( মুসনাদে আহমাদ, মায়ারেফ)
সুরা ক্বদর
মক্কা অবতীর্ণঃ আয়াত ৫
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু -
১) আমি একে নাযিল করেছি শবে ক্বদরে।
২) শবেক্বদর সম্পর্কে আপনি কি জানেন?
৩)শবেক্বদর হলো একহাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
৪)এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালন কর্তার নির্দেশক্রমে।
৫) এটা নিরাপত্তা যা ফযরের উদয হওয়া পর্যন্ত অব্যাহত থাকে।
শানে নযুলঃ
ইবনে আবী হাতেম রাঃ এর বর্ণনায় আছে রসুল সাঃ একবার বনী ইসরাইলের জনৈক মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন। সে এক হাজার মাস পর্যন্ত অবিরাম জেহাদে মশগুলে থাকেন। এবং অস্ত্র সংবরণ করেনি।মুসলমানগণ একথা শুনে বিস্মিত হলে এ সুরা অবতীর্ণ হয়। এতে উম্মতের জন্য শুধু একরাত্রির ইবাদতই সে মুজাহিদের একহাজার মাসের এবাদত অপেক্ষা শ্রেষ্ঠ প্রতিপন্ন করা হয়েছে।
ইবনে জারীর রহ অপর এক ঘটনা এভাবে বর্ণনা করেন বনী ইসরাইলের জনৈক এবাদতকারী ব্যক্তি সমস্ত রাত্রি এবাদতে মশগুল থাকতো ও সকাল হতেই জেহাদের জন্য বের হয়ে যেত এবং সারাদিন জেহাদে লিপ্ত থাকত। সে এক হাজার মাস এভাবে কাটিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতেই আল্লাহ তায়ালা সুরা ক্বদর নাযিল করে এ উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এ থেকে আরও প্রতীয়মান হয় যে শবে ক্বদর উম্মতে মুহাম্মদীরই বৈশিষ্ট।
লাইলাতুর ক্বদরের অর্থঃ
ক্বদরের অর্থ মাহাত্ন ও সম্মান। কেউ কেউ এ স্থলে এ অর্থই নিয়েছেন। এর মাহাত্ম্য ও সম্মানের কারনে একে লাইলাতুল ক্বদর তথা মহিমান্বিত রাত বলা হয়। আবু বকর ওয়াররাক বলেনঃ এ রাত্রিকে লাইলাতুর ক্বদর বলার কারণ এই যে আমল না করার কারনে এরপূর্বে যার কোন সম্মান ও মূল্য মহিমান্বিত থাকেনা সে এ রাত্রিতে তওবা ও এবাদতের মাধ্যমে সম্মানিত হয়ে যায়।
ক্বদরের আরেক অর্থ তকদীর এবং আদেশও হয়ে থাকে। এ রাত্রিতে পরবর্তী এক বছরে অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাগণের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স,,মৃত্যু ,রিযিক,বৃষ্টি ইত্যাদির পরিমান নির্দিষ্ট ফেরেশতাদের লিখে দেয়া হয়,, এমনকি, এ বছর কে হজ্জ করবে,তাও লিখে দেয়া হয়্ হযরত ইবনে আব্বাস রাঃ এর উক্তি অনুযায়ী চারজন ফেরেশতাকে এসব কাজ সোপর্দ করা হয়। তারা হলেন ইসরাফীল ,মীকাইল ,আযরাইল ও জিবরাইল (আঃ)।- (কুরতুবী)
অধিকাংশ তফসীরবিদের মতে লাইলাতিল মুবারাকাতি এর অর্থ শবে ক্বদর ই। কেউ কেউ এর অর্থ নিয়েছেন শবেবরাত। তারা বলেন যে ,তকদীর সংক্রান্ত বিষয়াদির প্রাথমিক ও সংরক্ষিত ফয়সালা শবেবরাতেই হয়ে যায়। অতঃপর তার বিশদ বিবরণ শবেক্বদরে লিপিবদ্ধ হয়।
(মারেফুল কোরআন)
------------------------------------------------------
শবে ক্বদর খুবই তাৎপর্য পূর্ণ একটি রাত। এই রাতে দোয়া ও আমল করে সাড়ে ৭২ বছর ইবাদতের নেকী অর্জন করা যায়। কথিত আছে রসুল সাঃ শবে ক্বদর রাত নির্দিষ্ট করে দিতে চেয়েছিলেন। দুই ব্যক্তির ঝগড়ার ফলে সেটি নির্ধারণ করে দেয়া ব্যাহত হয়। মোদ্দা কথা ঝগড়াবিবাদ আল্লাহ তায়ালা খুবই অপছন্দ করেন। নাখোশ হোন। সবাই মিলেমিশে থাকাকে তিনি দারুণ পছন্দ করেন। আল্লাহ তায়ালা সকল মানুষকে ক্বদরের মহত্ব বোঝার ও আমল করার তওফীক দান করুণ। আর সবাইকে মিলে মিশে শান্তির নীড় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমীন ।
-----------------------------------------------------------
হযরত আবু যর রাযিঃ বলেন রসুল সাঃ এরশাদ ফরমিয়েছেন হেআবু যর! তুমি যদি সকাল বেলায় গিয়া কালামুল্লাহ শরীফেরএকটি আয়াত শিক্ষা কর তবে উহা একশত রাকআত নফল নামায হতেউত্তম।আর যদি এলেমের একটা অধ্যায় শিক্ষা কর ,চাই উহার উপর আমল করা হউক বা না হউক তবে উহা হাজার রাকাত নফল নামায হতে উত্তম (ইবনে মাজাহ)।
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২১
সেলিম আনোয়ার বলেছেন: হযরত আবু যর রাযিঃ বলেন রসুল সাঃ এরশাদ ফরমিয়েছেন হেআবু যর! তুমি যদি সকাল বেলায় গিয়া কালামুল্লাহ শরীফেরএকটি আয়াত শিক্ষা কর তবে উহা একশত রাকআত নফল নামায হতেউত্তম।আর যদি এলেমের একটা অধ্যায় শিক্ষা কর ,চাই উহার উপর আমল করা হউক বা না হউক তবে উহা হাজার রাকাত নফল নামায হতে উত্তম (ইবনে মাজাহ)।
কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।
২| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৫
আশফাক সুমন বলেছেন: Thanks bro.
Please dont forget to add us in your prayer.
++++++++
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। শুভকামনা জানবেন।আপনিও দোয়া করবেন ।
৩| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৩
নীল-দর্পণ বলেছেন: +
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও + এ ধন্যবাদ। নিরন্তর শুভকমনা থাকলো।
৪| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৩
দুঃস্বপ্০০৭ বলেছেন: ++++
০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
৫| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৫
ঘুড্ডির পাইলট বলেছেন: তথ্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ ।
০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ আপনাকেও। পোস্টটি পাঠ করার জন্য। ঘুড্ডির পাইলট বহুদিন পর। আপনার জনসেবা কেমন চলছে?
৬| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার পোষ্ট!!! ভালো লাগল।
০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কাল্পনিক_ভালোবাসার ভাললাগার মত পোস্ট দিতে পেরে গর্বিত। দারুণভাবে গর্বিত।
শুভকামনা জানবেন। কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।
৭| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৮
শহুরে আগন্তুক বলেছেন: ভালো লাগল।
০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৮| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭
বোকামন বলেছেন:
আস সালামু আলাইকুম।।
০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: ওয়ালাইকুম সালাম।
০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ওয়ালাইকুম ছালাম।
৯| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৯
মাহতাব সমুদ্র বলেছেন: ুরুত্বপুর্ণ পোস্ট
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ । নিরন্তর শুভকামনা মাহতাব ।
১০| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪
বাংলাদেশী দালাল বলেছেন:
অনিয়মিত হয়ে যাওয়ায় সুন্দর পোস্ট গুলো থেকে বঞ্চিত হয়ে ছিলাম।
পোস্টে ++++++++
ভালো থাকবেন সেলিম ভাই। ঈদ মোবারক।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪০
মদন বলেছেন: +++++++++++++