নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান তুমি জান নাই

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৮





অবাক হয়ে শুনি.....কি মধুর বানী !.........জুড়াইছে কত প্রাণ ব্যাথাতুর

মন..প্রেরণা দিয়েছে প্রেমিকজনে........মধুর তানে....সুরে সুরে বিমুগ্ধ গানে

মৃত্যুঞ্জয়ী তুমি মানসপটে......সঞ্জীবনী শক্তি দিয়েছো এই প্রাণে

প্রেম দিয়োছো সুর দিয়েছো কাব্য ছলে গান দিয়েছো.........বিলায়েছো তব সৃষ্টি

প্রার্থনা শিখিয়েছো ছন্দ দিয়েছো ..........সোনার পেয়ালা ভরে ঝড়ায়েছো করুণার

বৃষ্টি........বিস্ময়ে জেগে ওঠি....................... পুষ্পমাঝে ছুটি

তোমার কান পেতে চোখে চেয়ে অজানারে জেনেছে এ প্রাণ

বিস্তর সবুজের মাঠে খুজে পেয়েছি সোনালী উপাখ্যান

জেগেছে সুপ্তোত্থিতা ঘুমের দেশের রাজকন্যা

অন্ধকার ঠেলে আালোয় রাঙা ভূবন রচেছে এক আলোকবন্যা...তুমি শাশ্বত নয়নের

সমুখে নাই.....তবু নয়নের মাঝখানে তোমাকে পাই.....বসন্তের মাতাল সমীরণে

ঘোর বরষায় তোমার কাব্যসুরে আরাধনা মোর গেয়ে ওঠে গান

নবপ্রেমে নবধারা জলে বয়ে চলে সে যে জুড়াইছে মম প্রাণ.....

আজি তুমি রয়েছো আকাশভরা চন্দ্রতারা মাঝে ..আলোক ঝলমল সাজে

বিস্ময়ে তাই মৃত্যুহীন তোমারে খুজে পাই সকল খেলায় ..ধূলোমাখা তানপুরাটায়

প্রিয়ার প্রেম আহবানে কিশোরীর দূরন্তপনায়......রাখালীর বাঁশীর সুরে .মায়াবীনির

মধুর কুঞ্জে.....আজো এই খেলাঘরে বাধে প্রেম কপোত কপোতি কত রাত

জেগে ...সঙ্গীতের রাগে ...........মুনি ঋষিজন সাধু

জনে সাধনে করিছে তোমারে আপন.....জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান ...তাই তুমি জান নাই...........জান নাই....কি অমূল্য রতন

দিলে আমারে ,আমাদেরে ভুলিতে পারিনা তোমারে...তাই

খুজে বেড়াই.......তোমারে আকাশ ভরা চন্দ্র তারা মাঝে ..............আমার সোনার বাংলায় .........

সবুজ ঘাসে...... নদীরকূলে বটের মূলে কি শোভা ছড়ায়েছো !

তুমি জান নাই ..........................ওহে গুরুদেব মহাপ্রাণ

জীবনপাত্র উচ্ছলিয়া তুমি মাধুরী করেছো দান।

------------------------------------------------------



শ্রদ্ধাঞ্জলি প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেদিন হতে শতবর্ষ পরে......পড়ছি তোমার কবিতা শুনছি তোমার গান......তোমার সৃষ্টিতে আমরা বিমুগ্ধ প্রাণ।

মন্তব্য ৪৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: 22 শে শ্রাবণ।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ৭ অগাস্ট । কবিকে স্মরণ করলাম। আবেগী স্মরণ একটু এলেবেলে টাইপ হয়। সেভাবেই লিখে দিলাম। কমেন্টে ধন্যবাদ ।

২| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: 22 শে শ্রাবণ।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শোধইলো না কেহ। সেতো এল না সেতো এল না

৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫

আমিই মিসিরআলি বলেছেন: প্লাস সেলিম ভাই +++

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ +এ এবং কমেন্টে ।

৪| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

এত শূন্যস্থান কেন বড় ভাই ? ওখানে কি কিছু পূরণ করতে হবে ?

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: শন্যস্থান কমিয়ে দিলাম। খুশি।এখন কবিতা গল্প কিছুই লিখতে পারছি না।আর ৭ টা পোস্ট দিতে পারলেই হল

৫| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৮

নুরুন নেসা বেগম বলেছেন: শিরোনামে হবে 'আমার জীবনপাত্র

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করে দিলাম। ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য শুভেচ্ছা।+

৬| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৯

নুরুন নেসা বেগম বলেছেন: শিরোনামে হবে 'আমার জীবনপাত্র উচ্ছলিয়া

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৫০

সেলিম আনোয়ার বলেছেন: এটা কোন গান নয়..গীতি কবিতা বলা যেতে পারে।জীবনপাত্র আসলে তো আমার জীবনপাত্র তাইনা? তবে আপনার উপদেশ সাদরে গৃহিত হলো। এটা কিন্তু আমার লেখা। বা গান+কবিতা= গাবিতা ।গাবিতা দিয়ে গুরুকে সম্মান জানানো শ্রদ্ধা জানানো। ভাল থাকবেন নিরন্তর শুভকামনা ।

৭| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৫১

মাক্স বলেছেন: আর সাতটা পোস্ট দিলে কী হবে?

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: আর সাতটি পোস্ট দিলে আমার টার্গেটে পৌছে যাব। এটাকে গাবিতা না বলে সবিতা বলি কি বলে সঙ্গীত ও কবিতা= সবিতা কেমন হমন হয়। বহুব্রহি সমাস হবে ।

৮| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার।
আর সাতটা পোস্ট দিলে কি হবে ? আমিও জানতে ইচ্ছুক ||

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আর ৭ টা পোস্ট দিলে আমি লক্ষ্য পূরণ করতে পারবো।হাতে ২০ দিনর মত আছে।২০ দিনে ৭ পোস্ট। সমস্যাহলো লিখতে পারছি না আগের মত। প্রেম আমাকে দিয়ে কবিতা লিখায়। প্রেম তো এখন আমাকে সম্রাট শাহজাহান বলে বিদ্রুপ করছে। তা না হলে ২০ দিনে ৭ কোন ঘটনা নয়।

কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো।

৯| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হুমাযুন আজাদ বলেছিলেন, বাংলার ভূমিতে রবীন্দ্রনাথের কদর না থাকলেও বাঙালির আকাশ হলো রবীর আকাশ।

আপনার গানের মালাটিও যেন আকাশ জুড়ে ছড়িয়ে আছে।

কবিগুরুকে শ্রদ্ধা জানাবার অভিনব কায়দা :)

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: আসলে ভাবলাম এমন কিছু লিখি যাতে প্রায় প্রতি শব্দে কবি গুরুর উপস্থিতি হৃদয়ে অনুভব করা যায়। জানিনা কেমন হয়েছে।ব্যতিক্রমি ব্যাপারটা হয়তো ব্লগের রথিমহারথিদের কর্ণকুহরে প্রবিষ্ট হয়নি। আর এখন কবিরা আকাশকুসুম লিখেন সেগুলো সবার মাথার উপর দিয়ে চলে যায়।

কবিগুরুর একটা জিনিস দারুণ কঠিন কিছুকে সহজভাবে লিখা।অবশ্য এখনকার কবিরা সহজ জিনিসকে কঠিন করে লিখেন।ওহাতেই সফলতা। পাঠকরা কমেন্ট করবে।বাপরে দারুণ লিখেছেন।সব ওলটপালট করে দিয়েছেন।

ভাল থাকবেন কমেন্টে ধন্যবাদ।

১০| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১২

লাবনী আক্তার বলেছেন: দারুন লাগল কবি।

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও দারুণ লাগায় ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। ভাল থাকবেন। এটা নাম দিয়েছি সবিতা/গাবিতা। :)

১১| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১

ইখতামিন বলেছেন:
শত বর্ষ পরে তাকে শ্রদ্ধাঞ্জলী

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ২শত বছর পরেও কবি বেচে থাকবেন। গাবিতা পাঠে ধন্যবাদ ও শুভকামনা ।ভাল থাকবেন সবসময়।

১২| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নাত-এ-রবীন্দ্রনাথ খুব ভালো লাগলো সেলিম ভাই। লেখাটি অবশ্য রাতেই পড়েছিলাম।

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ গাবিতা পাঠে ও কমেন্টে। রবীন্দ্রনাথ আমাদের অহংকার। আবার জামাই মানুষ বাংলাদেশের। বাংলা ভাষা তার কাছে ঋণি থাকবে চিরদিন। আর তার পদচারণা।তখন কে বলেগো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করবে খেলা এই আমি।

নিরন্তর শুভকামনা ।

১৩| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আর মাত্র ৭ টা......তাড়াতাড়ি লেখেন।

কবিতায় ++++++++


ঈদের শুভেচ্ছা রইল।

:) :)

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: লেখা আসছে না। পারবো কিনা জানি না।কমেন্টে ধন্যবাদ।গাবিতা ভার লাগাতে অসংখ্য আবেগিত হলাম।

১৪| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪০

বটবৃক্ষ~ বলেছেন: খুব চমৎকার হয়েছে সত্যি !!! +++++++নেন এত্তোগুলা!!

:)

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: গাবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা জানবেন। সব গুলো প্লাস বুঝে পেলাম। ভাল থাকবেন।

১৫| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩

আরজু পনি বলেছেন:

অনেক সুন্দর হয়েছে ।

আর ৭ টা পোস্ট দিলে ৩৬৫ পুরো হবে। আর সেই সাথে হাতে আরো ২৪ দিন বাকী আছে।

আপনিতো অনেক নিয়মিত পোস্ট দেন। পারবেন ২৪ দিনে ৬ পোস্টে আটকে থাকতে !

আর "শ্রদ্ধাঞ্জলি" বানানটা একটু কষ্ট করে ঠিক করে নিন।

হৃস্ব-ইকার হবে " ল " এর সাথে-হয়তো বেখেয়ালে টাইপিং মিসটেক হয়ে গেছে।

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার আমার ব্লগে আপনার আগমন শুভ হোক। লেখা বের হচ্ছে না সহজে । ৭ পোস্ট অনেক বড় ব্যাপার। অনেক সুপ্রিয় ব্লগার দীর্ঘ ব্লগিং লাইফে সর্বসাকুল্যে ৭ টি পোস্ট প্রসব করেছেন মাত্র। সুতরাং ব্যাপারটা কঠিন।


গাবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।

১৬| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪০

মোমেরমানুষ৭১ বলেছেন: ৭ অগাস্ট । কবিকে স্মরণ করলাম। আবেগী স্মরণ

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। কবিতো সবার কবি।তাই তাকে স্মরণ না করলে কি চলে।ভাল থাকবেন সবসময়।শুভকামনা থাকলো।

১৭| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৪

অদৃশ্য বলেছেন:





সেলিম ভাই

মনে থাকে যেন... ৩৬৫তম দিনের দিনই হতে হবে ৩৬৫তম পোষ্ট... নাছাড়া কিন্তু সব কেঁচে যাবে...

সাবধানে পোষ্ট দিন, হিসেবকরে... মোটেও অধৈর্য্য হয়ে পড়বেন না...
আর এই সময়ে শেষের হিট পোষ্টের প্রস্তুতি নিন

শুভকামনা...

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। সুন্দর মতামতের জন্য। ঠিক আছে চেষ্টা করবো। তবে পারবো কি না জানি না।

আমার ও পরানো জাহা চায় তুমি তাই..গানটি আমার সবসময়ের প্রিয়।++

১৮| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১২

বোকামন বলেছেন:
পোস্টে ভালোলাগা রইলো, কবি :-)

ভালো থাকুন।।

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর প্লাসে ধন্যবাদ বোকামন।ভাল থাকবেন সব সময়।++

১৯| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৪

সায়েম মুন বলেছেন: দুই হাতে সমানে লিখতে আছেন। আবার আপনি সাতটি পোস্ট নিয়ে চিন্তায় আছেন। হয়ে যাবে। চিন্তা করিয়েন। #:-S

এই লেখাটা বেশ লেগেছে।

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।ভাল থাকবেন সবসময়।

২০| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪১

ভিয়েনাস বলেছেন: ৭টা পোস্ট ??? হয়ে যাবে ইনশাল্লাহ্ ।

লক্ষ্য পূরন হোক .. শুভকামনা রইলো।

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভ কামনা ।

২১| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: উপ্রের ছবিটা আপ্নি একেছেন ?

২২| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন পংতি
সত্য রবি ঠাকুর কবি গুরু
তাকে স্মরণ প্রেরনা জাগে
আমদের কাহিনী মাত্র শুরু

সুন্দর পোষ্ট
ঈদ মোবারক

২৩| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২০

দুঃস্বপ্০০৭ বলেছেন: সমুখে নাই.....তবু নয়নের মাঝখানে তোমাকে পাই.....বসন্তের মাতাল সমীরণে
ঘোর বরষায় তোমার কাব্যসুরে আরাধনা মোর গেয়ে ওঠে গান
নবপ্রেমে নবধারা জলে বয়ে চলে সে যে জুড়াইছে মম প্রাণ....


ঈদ মোবারক সেলিম ভাই । ভাল থাকুন ।

২৪| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সামহুয়ারইন এ ক্রাশ খেয়ে বাংলা লায়ন। তা সামু নিখোজ আর বাংলা লায়ন দিশেহারা.....এমন নেটের দরকার কি? গড নোজ। সবআছে সামু নাই ্এটা সামুর বিরুদ্ধে সূক্ষ চক্রান্ত। কারো কমেন্টের জবা দেয়া যাচ্ছে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.