নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি কোথায়?
কোন অজানায়?
হিজলের বনে?
নাকি কোন অচেনা নির্জনে!
বড্ড অভিমানে !
হারিয়ে গেলে কোথায়?
সুবচন নির্বাসনে?
নিদারুণ অহমিকায় মত্ত ছিলেম
তাই ভেবে তুমি দর্পচূর্ণ করে আমার; নিরুদ্দেশ হলে;
বুঝিনি কিছুই ;নাকি অহংবোধ ভর করেছে তোমাতে
এই মর্তের পৃথিবীতে ;
সবাই খেলার পুতুল।
আমার ভালবাসা নিয়ে খেলছে যে জন
তোমার দর্প নিয়েও খেলিছে সে জন।
তার ইশারায় হারালে?
দূর অজানায় লুকালে?
বেশ দেখালে;
খেলা বেশ দেখালে।
ঠান্ডা মাথায় এগুতে হয় জানি
না হলে হঠাৎ রেগে গেলেই ভুল সিদ্ধান্ত মানি।
প্রেম প্রলাপ সে অহংবোধ নয়;
সে প্রলাপে অশ্লীলতম শব্দটিও ভালবাসা হয়ে রয়।
প্রেমে হাজারো সন্দেহ সংশয় যেমনি;
এক প্রেমে লাখ ভরসা ঠিক তেমনি।
বাকী সব জঞ্জাল,
মিথ্যে অসত্য ভেজাল।
ভালবাসতে মন লাগে এ সত্যটি মানি
মনহীনা মন ,হত দরিদ্রজন সেই কথাটি জানি।
১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
২| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫২
বাংলাদেশী দালাল বলেছেন: সত্যই সুন্দর হইছে সেলিম ভাই। কবিতা ইদানিং পড়া হয়না। পড়ে ভালো লাগলো। ++++++++++
১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।আপনার কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগল। এটা তো কবিতা নয় প্রেয়সী অনুসন্ধান কাব্য।তাকে পাওয়া গেছে। এতে আসি জানে পানি পেয়েছি।
৩| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭
শুকনোপাতা০০৭ বলেছেন: হুম,ঠিক বলেছেন,যার মন নেই সবচেয়ে বড় হতদরিদ্র সে..
১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: নিদারুণ সত্যি কথা।জাগতিক ধন সম্পদ ক্ষণস্থায়ী ওটা নিয়ে অহংকার করার কিছু নেই।মন যার ধনী সে ধনী।সেটা স্থায়ী।
কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৪| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর!
১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুন্দর কমেন্টে।
৫| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৮
বটবৃক্ষ~ বলেছেন: +++++++
১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৬| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৮
রাধাচূড়া ফুল বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাই।
আর আল্লাহ অহংকারী মানুষকে একদম পছন্দ করেন না। তাই তার অহংকার দূর হোক ।
১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সহমত। অহংকার পতন ডেকে আনে। মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী অন্য কিছু নয়।
কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৭| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আর মাত্র একটি পোস্ট নাকি ভাই ?
১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১২
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই তো আর মাত্র একটি পোস্ট বাকী।আলেকজান্ডার দি গ্রেইটের মত মনে হচ্ছে মাত্র এত বছর সারা বিশ্ব জয়করলাম।বাকী জীবন কি করবো? সব কাজ তো শেষ। তারপর সেখানেই মৃত্যু।
৮| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৩
সেলিম আনোয়ার বলেছেন:
৯| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০২
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল।
১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ । নিরন্তর শুবকামনা ।
১০| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৬
ইমরাজ কবির মুন বলেছেন:
আপনার নেক্সট পোস্ট দেখার জন্য ইন্টারেস্টেড !
১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: নেক্সট পোস্টে বিশেষ কি হবে? আমি খুব সাধারণ একজন মানুষ। সাদামাটা পোস্ট ই হবে।ভাল থাকবেন।ধন্যবাদ । +++
১১| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫২
এরিস বলেছেন: প্রেম প্রলাপ সে অহংবোধ নয়;
সে প্রলাপে অশ্লীলতম শব্দটিও ভালবাসা হয়ে রয়।
আপনার কবিতার চেহারা পাল্টে যাচ্ছে সেলিম ভাই। আগের মত নেই।
কোন কিছু নিয়ে চাপে আছেন?
১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।আমরা নিয়মিত পাল্টে যাই সময় পাল্টে যায়।আপনি কি পাল্টে যাচ্ছেন না। নিরন্তর শুভকামনা থাকলো প্রিয় ব্লগার।আমরা সবাই পুতুল।আমাদের নিয়ে পুতুল খেলছে নিয়তি। তাই পুতুলের ছবিই বোধ হয় ঠিক হয়েছে।
চাপে আছি এরিস,দায়িত্বের চাফে,বয়সের চাপে,প্রেমের চাপে, ভাল থাকবেন যেন।
১২| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সবাই খেলার পুতুল।
আমার ভালবাসা নিয়ে খেলছে যে জন
তোমার দর্প নিয়েও খেলিছে সে জন।
সত্য কথা।
কবিতায় ভালো লাগা।
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৩| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
নীল-দর্পণ বলেছেন: অনেক অনেক অনেক ভাল লাগা
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৭
জিকু খান বলেছেন: onak valo laglo vai