নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তেসো তোমার আঁধার কালো চুল;
তোমার দীঘল ঘন আঁধার চুলে যেন কালো মেঘেরদল
মনে হয় মেঘ করেছে দারুণ
এই বুঝি বৃষ্টি এলো!
ভালবাসার বৃষ্টি;
মুষলধারে ,অবিরাম রিমঝিম শব্দে।
ভিজে যাচ্ছি বোধ হয়!
এমনটি মনে হয়
এইতো হিমেল হাওয়ার যাদুর পরশ পেলাম
এর শীতলতা হৃদয় ছুঁয়ে যায়
কষ্ট ক্লিশে জীবন কেমন প্রফুল্ল অপার মুগ্ধতায়।
বৃষ্টিস্নাত আমি
মেঘবরণ দীঘল কালো চুলে তেসো অনন্যা তুমি।
তেসো এ হৃদয় রাজ্যে এসো ।
এসো তোমার এলো চুলে খোঁপা করে দিই
গুজে দিব লালনীল পদ্ম তাতে পণ করেছি এই।
তোমার ঘণ চুলে মন হারিয়ে যায়
ভালবাসার বৃষ্টি ঝরে এ হৃদয় আঙিনায়।
তেসো হৃদয় বন্দরে এসো।
তোমার ঐ চুলই আমায় তোমার করে রাখবে
অনন্ত অসীম কাল!
তোমায় আমায় প্রেমের বাঁধায় শক্ত করেই বাঁধবে।
লক্ষীসোনা তেসো ,মোর হৃদয় মরুভূমিতে এসো
বৃষ্টির শীতল জলে ভিজিয়ে দিয়ে তপ্ত এ হৃদয় স্নিগ্ধ করো ,শুচিশুদ্ধ করো ,পবিত্র করো ।
-----------------------------------
ছবি- গুগুল
২| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৮
সেলিম আনোয়ার বলেছেন: দারুন। ১..১...১। ১ জন লাইক করেছে আরেকজন কমেন্ট করেছে আর একজন প্রিয়তে নিয়েছে। ব্যাপারটা খুব ভাল লাগলো। পরিবেশ বন্ধু দারুণ কমেন্ট করেছেন। ধন্যবাদ তিনজনকে ই ।
৩| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২১
শীলা শিপা বলেছেন: তোমার ঘণ চুলে মন হারিয়ে যায়
ভালবাসার বৃষ্টি ঝরে এ হৃদয় আঙিনায়। লাইন দুটি বেশি ভাল লাগল।
+++
১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৭
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।কমেন্টে ও প্লাসে।
আরো দুটি লাইন লিখি
তেসো ভালোবেসো মানুষেরে
ভিতরে যার বাস
দেখিতে কেহ কুৎসিত হলেই হয়োনা হতাশ
দেখনা যাচাই করে
পেয়ে যাবে সন্ধান
তার ভেতরে খাটি সোনা
দামের বিচারে যা অমূল্য কিনা।
তেসো ভালবেসো মানুষেরে।
৪| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
এরিস বলেছেন: তেসো শব্দের মানে কি??
কষ্ট ক্লিশে জীবন কেমন প্রফুল্ল অপার মুগ্ধতায়।
ক্লেশ বলতে চেয়েছেন? নাকি ইংরেজি শব্দ ক্লিশে (cliche)
সাম্প্রতিক সময়ে আপনার লেখা সবচেয়ে ভাল লাগা কবিতা এটি, আমার কাছে। সুন্দর লিখেছেন সেলিম ভাই।
(ছবিটি অপ্রাসঙ্গিক লেগেছে। দেখতে মনে হচ্ছে পার্লারের বিজ্ঞাপনের ছবি, অথবা চুলের কোন কাটিং বা প্রোডাক্ট এর অ্যাডভারটাইজমেন্ত। )
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কষ্ট ক্লেশ ভাই ভাই......সমার্থক শব্দ। বন্ধু শরৎ দেখলাম তার ফেসবুক স্টাটাসে শব্দটা..ব্যবহার করেছে। সেখান থেকে ওটা প্রয়োগ করার চিন্তা মাথায় ঘুরছিল। তাই করলাম। ছবি মন মত পাইনি? কবিতা লিখার সময় এই চুল দেখে লিখিনি।
চুল তার কবে কার অন্ধকার বিদিশার দিশা।
৫| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: তোমার ঘণ চুলে মন হারিয়ে যায়
ভালবাসার বৃষ্টি ঝরে এ হৃদয় আঙিনা
সুন্দর কবিতা
ভাললাগা +++