নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমি এসেছিলে এই দিনে

১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৭





তুমি এসেছিলে এইদিনে

ক্ষণিকের বসুন্ধরায়

কোন এক শুভক্ষণে।



কেঁদেছিলে তুমি হেসেছিল ধরণী

তোমার দরশনে অপার বিস্ময়ে

মুগ্ধ জননী;

হে অভিমানীনি স্বপন চারিণী!



করি আনন্দগানে কলতানে

বিষাদে তুমি সুধা ঢালো

হটিয়েছো অন্ধকার

করেছো আলোয় আলো।



তোমার আলোয় আলোকিত যেন বিশ্ব

তোমার ঐ বদন খানি এ ধরণীর সেরা দৃশ্য!



স্নিগ্ধ করো ,পবিত্র করো ,মুগ্ধ করো

আমারে আমাদেরে হে অপরূপা বহ্নি তুমি আপন করো ।



তুমি এসেছিলে এইদিনে

ক্ষণিকের বসুন্ধরায়

কোন এক শুভক্ষণে

ধরনী চেয়েছিল বুঝি মুগ্ধ মনে ।

----------------------------------------------

সুপ্রিয় ব্লগার শায়মার জন্মদিনে ।তার উদ্দেশ্যে নিবেদন। তার সর্বাঙ্গীন মঙ্গল কামনায় সেলিম আনোয়ার।

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫১

আলমগীর_কবির বলেছেন: আমিও তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সবাই সামু ব্লগের অন্যতম প্রিয়জনটির জন্য শুভকামনা জানাবেন। ধন্যবাদ ।

২| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ

১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: শুভজন্মদিন নিয়ে কবিতা ভাললাগায় ধন্যবাদ।

৩| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: আমার প্রিয় লক্ষ্মী বোন টির জন্মদিনে তাকে নিয়ে লেখার জন্য ধন্যবাদ কবি ।

সায়মার শুভ জন্মদিন
শুভবারতা বয়ে যাক সকল ভালোয়
আরও সুখ সমৃদ্ধি আসুক সামনের লগনে
সুন্দরে কাটুক জীবন নব নব আলোয় ।।

১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০১

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ বন্ধু। সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ।আর কেক খেতে ভুলবেন না যেন। কেকের আগে সু প্রিয় শায়মা হাজির হয়েছেন।

৪| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২

শায়মা বলেছেন: থ্যাংকস আ লট কবিভাইয়া।


অনেক অনেক শুভকামনা তোমার জন্যও।

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫০

সেলিম আনোয়ার বলেছেন: তুমি সুস্থ থাকো ভাল থাক দীর্ঘজীবি হও। অনেক কথা হলোএখন কেক কাট ।তোমার রঙের সঙ্গে ম্যাচ করে কেক আনা হয়েছে।


হ্যাপি বার্থ ডে টু ইউ ................হ্যাপি বার্থ ডে টু ইউ .......হ্যাপি বার্থ ডে ডিয়ার অপসরা হ্যাপী বার্থডে টু ইউ...............এই অনুষ্ঠানে জ্বীনেরা আসা নিষেধ। পরীরা সুস্বাগতম আসতে মানা নাই। সকল ব্লগার ভাই বোনেরা ...হারি আপ।

৫| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৫

সেলিম আনোয়ার বলেছেন:

৬| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শুভ জন্মদিন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

!:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: শায়মার পক্ষ থেকে ধন্যবাদ আর শুভ কামনা থাকলো।

৭| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৭

এম এম কামাল ৭৭ বলেছেন:
ব্লগাদের লিস্টে শায়মা আপার পরের নামটা থাকে আমার। সেই অর্থে আমি তার প্রতিবেশী।

******* শুভ জন্মদিন শায়মা আপা। **************


পার্টির আয়োজন করার জন্য সেলিম আনোয়ার ভাইকে ও অভিনন্দন।

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০১

সেলিম আনোয়ার বলেছেন: প্রতিবেশি ভাই দেরী হয়ে গেছে আসতে। নবাবী চাকু িদিয়ে কেক কাটা হয়েছে। খেয়ে যেতে ভুলবেন না যেন। প্রিয় ব্লগার শায়মার পক্ষ থেকে শুভকামনা। :) :) :)

৮| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ! যদি কবি হতাম ! প্রিয় ব্লগারের জন্ম দিনে আমিও কবিতা লিখতাম । =p~

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: বন মালী তুমি পর জনমে হইয়ো রাধা। =p~

আপনার কমেন্ট গুলো দারুণ ..কবি হওয়া লাগে নাকি?
আপনি আসাতে সুপ্রিয় ব্লগা শায়মা দারুণ খুশি হয়েছেন। ভাল থাকবেন লিটন ভাই।

৯| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্লাস!

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। শুভকামনা। সুপ্রিয় ব্লগার শায়মার পক্ষ থেকে শুভেচ্ছা সুস্বাগতম জন্ম দিনের পার্টিতে।।

১০| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৯

বটবৃক্ষ~ বলেছেন: নাইস!! ++++ শায়মাপি কে শুভ জন্মদিন!

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। আপনিও সুস্বাগতম । আজকের পার্টিতে ।কেকের সঙ্গে চা টা ফ্রি । :)

১১| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৮

আমি সাজিদ বলেছেন: আমার প্রিয় একজন মানুষ শায়মা আপ্পি।উনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।

উনি অনেক ভালো থাকুন, প্রানোজ্জল থাকুন এই কামনা করি :)


১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: উনি আমাদের সবার প্রিয়। শায়মমনির জন্মদিনের প্রগ্রামে সুস্বাগতম । :)

১২| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: শায়মা মনির জন্মদিনে কয়েকটা বেলুন উড়ুক :) :)

১৩| ১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ডেডিকেশন হিসেবে কবিতা দুইশতভাগ সার্থক!

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। ডেডিকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই স্বার্থকতার বিচারে অসাধারণ স্কোর করায় খুব ভাল লাগছে। শুভেচ্ছা থাকলো ।

১৪| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৯

লাবনী আক্তার বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে। কালই পরেছিলাম কিন্তু কমেন্ট দিতে পারিনি।

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টেও ভাল লাগায় ধন্যবাদ। শুভকামনা। ভাল থাকবেন সবসময়।

১৫| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৮

অদৃশ্য বলেছেন:




চমৎকার হয়েছে লিখাটি...

জানতাম আপনি ধৈর্য্য ধরতে পারবেন না... ৩৬৫=৩৬৫ হলোনা...


শুভকামনা রইলো...

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: বিশেষ মুহূর্ত বিশেষ প্রেক্ষাপত আমাদের নিয়ন্ত্রণ করে দারুণ ভাবে। সেটিই হয়েছে। আমি কিন্তু থামতে চেয়েছিলাম কোন এক আমোঘ শক্তি আপনি সামনে ঠেলে দিয়েছে।

শুভকামনা আপনাকেও ।

১৬| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬

মো: আতিকুর রহমান বলেছেন: কবিতা ভাল লেগেছে... প্লাস

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ধন্যবাদ।কমেন্টে ও প্লাসে। কবিতা আমারো ভাল লেগেছে প্রিয় একজন মানুষকে শুভেচ্ছা জানানোর জন্য সহজ ভাষায় চলন সই একটি কবিতা ।

আপনাকে অনেক ধন্যবাদ। আর শুভকামনা।

১৭| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাহ! সুন্দর!

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১২

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ধন্যবাদ। শুভকামনাও থাকলো।পর্টিতে লেট হয়ে গেছে।

১৮| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সবাইকে ফুলেল শুভেচ্ছা....

১৯| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৮

লিঙ্কনহুসাইন বলেছেন: তুমি এসেছিলে এইদিনে
ক্ষণিকের বসুন্ধরায়
কোন এক শুভক্ষণে
ধরনী চেয়েছিল বুঝি মুগ্ধ মনে ।
চমৎকার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.