নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমি আর এসো না :(

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯

তুমি আর এসো না ,

আঁখি মেলে চেয়োনা,

ভালবাসার কল্পনাগুলো দূরে ঠেলে দাও,

ভেবেছিলাম বিশুদ্ধ এক সদ্য ফোটা পুষ্প তুমি

কোন কালিমা নাই;

এখন দেখি ঝড়ে পরা পুষ্প তুমি

কিছুই বাকী নাই।



তোমার রূপে অশুভ ছায়া

দারুণ অচেনা সে কাহার কায়া!

তুমি আড়ালে থাকলেই কি হবে

পিশাস করেছে ভর।

তোমার হসিতে কান্না ঝড়ে

তোমার দুখে কেউনা হরে।



কি দোষে পড়েছো ফাঁদে

নিদারুণ কোন আহলাদে।

জীবন একটাই

কেঁদেই যাবে জীবন তোমার ,করেছো তা অগ্নি গোলক

কপালে নিয়েছো কলঙ্ক তিলক।



নহে দুষ্ট গোয়াল

শ্রেয়তর শূণ্য গোয়াল

তুমি তো আজ চরম বেখেয়াল

একদিন ঘুম ভাঙবে যখন

বুঝবে কে ছিল তোমার আপন ।



ভেবেছিলে তারে কেমন

সে কি ছিলো শুধুই বোকামন

হয়তোবা ছিল শেষ অবতার

যেখানে ছিল সুখের আধার।



সেসব ফেলে হারিয়ে গেলে

অশান্তির এক অথৈ জলে।

নিঃস্ব ছিলনা সে

ছিল এক রাজার রাজা

কালিমা ছিলনা মনে তার;

প্রেম ছিল বুক ভরা ভালবাসা ছিল

সুখ ছিল শান্তি ছিল

কিছুই হলো না তোমার।



জুটল ভাগ্যে গান্ধা হুল

তুমি হলে নষ্ট বকুল

মুখে হেসে দূর্গন্ধ ছড়াও

রং মেখে সং সেজে

তুমি ছোটেছো সুখের খোঁজে!



রঙের এই জলসা ঘরে

বাসবেনা ভালো কেও তোমারে।



রয়েছো এক জ্বলন্ত চিতায়

জ্বলে জ্বলে শেষ হও

তুমি আজি ছলনাময়ী

আমার তো আর কেউ নও।

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লাগল।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। গানের মত ই আমার ও মনে হলো ।

ভাল থাকবেন সবসময় ।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২

মেহেদী হাসান_আকাশ বলেছেন: Darun bro aita gan kora jabe shor boshale

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়। গান? গানই তো চারদিকে স্টে ইনগান ব্রে ইন গান মেশিন...আমি কি গাইবো গান।

কমেন্টে ধন্যবাদ পোস্টে ভাল লাগা। +

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন কবিতা
ভাললাগা +

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: বন্ধু কেমন আছেন। কমেন্টে ও পাঠে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমারও ভাল লেগেছে । ++++++++++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । লিটন ভাই বুমেরাং। ভালবাসার বুমেরাং ভালবাসা। অসভ্যতার বুমেরাং অসভ্যতা।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।+

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৯

স্বাধীন আকন্দ বলেছেন: ভালো লাগলো পড়ে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকমনা।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর কবিতা ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা কবি কেমন আছেন? নিরন্তর শুভকামনা থাকলো।+

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১২

টুম্পা মনি বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর! খুবই মিষ্টি কবিতা। তবে ''তুমার রুপের অশুভ ছায়া''তে ''তোমার রুপের অশুভ ছায়া'' লিখলে আরো বেশি ভালো হত।

পিলাস দেই নাই। পিলাস দেয়ার দুর্লভ ক্ষমতা আমার নাই। :( :( :(( কখনো পিলাস অপশন ঠিক হলে সব পোষ্টে এসে এক সাথে পিলাস দিয়ে যাবো।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: টুম্পা মনি ঠিক করে দিলাম। তোমার রূপে অশুভছায়া....আসলে রূপের নয়। ব্যাপারটা হলো রূপবতী হলে কি হবে তার রূপ দর্শণ করে এক ঘৃণ্য পোকা। ঘৃণ্যপোকা তাকে কিনা দাসীর মতন ব্যবহার করে। তাই তোমার রূপে অশুভ ছায়া।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর কবিতা ++++++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ কবি। ভাল থাকবেন সবসময়। শুভকামনা থাকলে্া ।

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৭

মাহমুদ০০৭ বলেছেন: জীবন একটাই
কেঁদেই যাবে জীবন তোমার ,করেছো তা অগ্নি গোলক
কপালে নিয়েছো কলঙ্ক তিলক[/sb

আসলেই । দারুণ একটা কবিতা লিখেছেন সেলিম ভাই ।

ভাল থাকবেন
শুভকামনা রইল অনেক ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। সুপ্রিয় ব্লগার ভাল লাগা জানবেন।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন:

কবির আক্ষেপ শেষটায় ক্রোধে পরিণত হলো।

আর তাই শেষ পর্যন্ত ছলনাময়ীর তিলক তাকে (দুষ্ট গরুর চেয়েও যে খারাপ হয়ে গেল কবির কাছে) পরতেই হলো।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।+

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

জুন বলেছেন: একদম নো এন্ট্রি সেলিম । আসার আগেই গেট লক সামুর মত :)
তবে কবিতা ভালোলেগেছে ।
কাউকে প্লাস দিতে পারছি না আর আমার পোষ্টেও একই আক্ষেপ অনেকের।
+

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সব ঘূনপোকা আপু। সব মাল্টি দেখা যাবে লাইক দিয়ে বেড়াচ্ছে।পারছেনা যার মাল্টি নাই। ঘূণপোকারা সব এভাবে খেয়ে ফেলে। মাল্পি জন্ম দেয় সামু্ অতি উচ্চমার্গের লেখা হলে সামু বিবেচনা করে। সে ই লেখা লিখবে কে।নিশ্চই বেশিরভাগ সময় পুরানো ব্লগার। মাল্টি নিক সেফ হয়ে হয়ে যায় । আর যারা দেখা যাবে নতুন নিজেকে ব্লগে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে লিখে যাচ্ছে তার আর জেনারেল হওয়া হচ্ছেনা। এভাবে মাল্টিবাজরা মাল্টিবাজী করে যাচ্ছে। আর মডুরা তা সমর্থন দিচ্ছে পরোক্ষ ভাবে।কোন ব্যান খাওয়া লোক ঢুকে যায় অবলীলায়। মানুষতো বদলায় না।তার কার্যক্রম চালাতে থাকে।

আল্লাহর অশেষ রহমতে লাইক দিতে পারছি। লাইক দিতে না পারার জ্বালা কি বুঝছে ব্লগাররা ।

কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

তুষার কাব্য বলেছেন: সুন্দর কবিতা ।ভালো লাগলো +++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।++

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

অনির্বাণ প্রহর বলেছেন: কবিতা ভাল লাগল কবি কিন্তু ++ দিতে পারবোনা মনে হয়।
ভাল লাগা রেখে গেলাম।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা, ভাল লাগল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৩

সায়েদা সোহেলী বলেছেন: " রঙের এই জলসা ঘরে
ভালোবাসা নামের অগ্নিবীণে
জ্যান্ত চিতায় সমাধিস্থ প্রেম
জ্বলন্ত জীবন যায় জ্বলে ,
নয়তো পুর্নতা পায় ছাই রঙে !! :)

কবিতায় প্লাস দিলাম কবি

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.