নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
যদি আসতে সমুদ্রের উত্তাল জলরাশি যেমনি আসে
এসে প্লাবিত করে দেয় সাগরসৈকত দূর করে শুষ্কতা,
সঙ্গে নিয়ে আসে কোয়া্র্টজ ফেলসপার আর মাইকা,
সেগুলি উগড়ে ফেলে যা কিছু ক্ষুদ্র জটিলতা ;
টেনে নিয়ে যায় বুকে ,ভারীমনিক ধূয়ে দিয়ে যায়
সেগুলি সৈকতে পরে থাকে দারুণ বিশুদ্ধতায়।
যদি আসতে বিশাল ঢেউ ভেঙ্গে যেমন পাল তোলা নৌকা ভীড়ে,
হাওয়ার উপর ভর করে সবকিছু তুচ্ছ করে ছুটে আসে তীরে।
সঙ্গে নিয়ে আসে ঢেউয়ের জলতরঙ্গ অপেক্ষার সমাপ্তিগাঁথা
দূরন্ত ছুটে চলায় লাগাম দিয়ে সুস্থির মিলন মহাকাব্য কথা ।
যদি আসতে আকাশের বুকে ভেসে থাকা মেঘমালার মতন
হাওয়ায় ভেসে ভেসে শীতল হয়ে জমে সুশীতল বারিকনারা যেমন্।
এক পশলা বৃষ্টি হয়ে নেমে আসে শুষ্ক ভূমিতে স্নিগ্ধতা আনে
উদ্ভিদ তরুলতা গুল্মে লাগে ছুঁয়া -প্রাণের ছুঁয়া লাগে প্রাণে।
যদি আসতে তেমন করে আমার অপরাধ হেলায় তুচ্ছ করে,
সকল বাধা বিপত্তি পেরিয়ে অযথা আশংকা পদপিষ্ট করে;
পরম মমতায় গভীর স্নেহে নিতে আমায় কাছে টেনে সুখসঙ্গমে
যেখানে শুধু নির্জনতা যেখানে অন্য কেহ নেই শুধু দুটি হৃদয় সুখমন্থনে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।শুভকামনা জানবেন।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কবিতা , ভাললাগা ++
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ভ্রাতা ।শুভকামনা জানবেন।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
নীল-দর্পণ বলেছেন: ভাল লাগা ভাল লাগা
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো আপুনি
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
শ্যামল জাহির বলেছেন: ভাল লাগলো ভ্রাতা!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ। নিরন্তর শুভ কামনা।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১১
সেলিম আনোয়ার বলেছেন: পাগল হাওয়া বুঝতে নারে
ডাক পরেছে কোথায় তারে
......................চাঁদের হাসির বাঁধ ভেঙেছে।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪১
Kawsar Siddiqui বলেছেন:
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: মন খারাপ কেন?
চুপি চুপি অভিসার
সে আমার আমি তার।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০১
Kawsar Siddiqui বলেছেন: আপনার পোস্ট এ পেলাস দিতে পারছি না তাই !
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৭
সেলিম আনোয়ার বলেছেন: এ টা সামুর ব্যর্থতা। প্লাস বা নির্বাচিত নিয়ে কোন মাথা ব্যথা নাই। কমেন্ট করছেন এতে ই খুশি। কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
প্লাস দিলাম কিন্তু ভাই ++++++
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩২
সেলিম আনোয়ার বলেছেন: পেয়ে ধন্যহলাম।
আমি ধন্য হয়েছি ওগো ধন্য
তোমারই প্লাসেরই জন্য।
নিরন্তর শুভকামনা।
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
লিঙ্কনহুসাইন বলেছেন: ভালো লাগলো ++++++++
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩২
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩২
রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভাল লাগলো।
সুন্দর একটা পোষ্ট।+++++++++++++++++++।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ্ নিরন্তর শুভকামনা ।
১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
একজন আরমান বলেছেন:
বেশ লাগলো কবি।
মাইকা অর্থ কি?
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: মাইকা এক ধরনের মিনারেল বা খনিজ। খুব পাতলা ধরনের। ফ্লেকি নেচার।
১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সুন্দর কবিতা....
কবির প্রত্যাশা পূরণ হোক
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। এসেছিল এসে ঝাড়ুপিটা করে গেছে
১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৪
লাবনী আক্তার বলেছেন: সে যেন আসে এই প্রত্যাশাই করছি।
কবির চাওয়া পূরণ হোক।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনায়। ভাল থাকবেন সবসময় ।
১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “এসেছিল এসে ঝাড়ুপিটা করে গেছে”
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
কালোপরী বলেছেন: