নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ঋতুচক্র

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১১

ঝড় আসবে ,

দেখেছিলেম সকালবেলায় প্রবল বর্ষণ আর ঘন কালো আকাশ

মনে হলো ভোরের সূর্যে নবরাতের সূচনা হলো

শরতের শেষে শীতের আগমনী ধ্বনি শুনি

এমনি ভাবেই শীত আসে

ঘটে যায় প্রকৃতির বিস্ময়কর ঋতুচক্র।



শীতের হিমেল হাওয়া

পাখির ডানায় করে ভর

হেমন্তের নবান্নে সোনালী আমনের ধানে

তারপর ঘটে যায় পাতা ঝড়ার কাব্য

শুকনো পাতার মর্মর সঙ্গীত

ন্যাড়া মাথার বৃক্ষ আর হাড়কাঁপানো শীত।



সেই ন্যাড়া মাথার বৃক্ষ পত্রপল্লবে পুষ্পে লাবণ্যে

আর পাখির কলতানে ঋতুরাজ বসন্ত; তার রাজসিক আগমন।



বসন্ত হতে লাগে চৈত্রের খরতাপ লু হাওয়া কাল বৈশাখী ঝড়

শরতের কাশবন আর রাখালী বাঁশির সুর রিমঝিম বৃষ্টি আনন্দ মুখর।



এখন ঝড় আসবে তাই থমথমে কালো আবহাওয়া

এমনই কোন ঝড়ের বেশে আকস্মাত তোমার আগমনী পদযাত্রা;

তোমার সে গন্তব্য সুনিশ্চিৎ জেনো

বৃষ্টির শব্দে তুমি হারিয়ে যাবে দলিত পদ্ম যেন ভালবাসা পেয়ে খুঁজে নতুন কোন মাত্রা।



ঋতুচক্র ,জীবনচক্র তোমার আমার ভালবাসাচক্র

এভাবেই চক্রাকারে কখনো শীত কখনো মধুর বসন্ত;

কখনো মধুর, কখনো বেদনাবিধুর ,কখনো বর্ষণমুখর, কখনো সুখ অনন্ত।



আবেগ উচ্ছ্বাসে কখনো যাই ভুলে ,হয়ত কখনো তুমি ছিলে ;কিংবা নীল আকাশের গভীর কোন নীলে।

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন লিখেছ ভ্রাতা
চাই আরও সুন্দর কবিতা
লেখায় ধন্যবাদ

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। বন্ধু । ভাল থাকবেন সবসময়।

২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২১

সপন সআথই বলেছেন: khub sundor

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪২

এহসান সাবির বলেছেন: দারুন....

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫১

মোঃ ইসহাক খান বলেছেন: অনেক কবিতাই শেষটা ভালো লাগে। এই কবিতারও শেষ লাইনটা বেশ লাগলো।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ প্রিয় গল্পটার।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর কবিতা

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর হয় নাই। :)


কবিতা লেখা আসে না আর। অন্য কিছু করবো তাও পারছিনা। :)

৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর কবিতা ভালো লাগলো :)

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আপু ।শুভকামনা থাকলো। ভাল থাকবেন সবসময়।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬

ইসতিয়াক অয়ন বলেছেন: // হয়ত কখনো তুমি ছিলে ;কিংবা নীল আকাশের গভীর কোন নীলে। //
বাহ্‌ !

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। কবিতা লিখতে পারছি না। ভাল থাকবেন সবসময়।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

কবি যদি কবিতা না লিখে তাইলে কি আর মনের খুধা মিটবে ?

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১২

সেলিম আনোয়ার বলেছেন: মনের খুধা মনে থাক। কবিতা আর লিখবো না। কবিতা লেখা হচ্ছেনা।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: "ঋতুচক্র ,জীবনচক্র তোমার আমার ভালবাসাচক্র
এভাবেই চক্রাকারে কখনো শীত কখনো মধুর বসন্ত;
কখনো মধুর, কখনো বেদনাবিধুর ,কখনো বর্ষণমুখর, কখনো সুখ অনন্ত।"
-ভালো লাগলো।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: স্যার আপনার মত একজন কবিতার মহান দিকপালের আমার কবিতার কিছু অংশ ভাললেগেছে এতে আমি কৃতজ্ঞ।

আপনার সঙ্গে আরও দেখা হবে সেই আশাবাদ থাকলো কবিতা না লিখি অন্তত আপনার সান্নিধ্যে সাহিত্যের অন্য কোন শাখায় বিচরণের খোরাক পাবো সেই আশাবাদ।ব্যাক্ত করছি। :)

১০| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ঋতুচক্র ,জীবনচক্র তোমার আমার ভালবাসাচক্র
এভাবেই চক্রাকারে কখনো শীত কখনো মধুর বসন্ত;
কখনো মধুর, কখনো বেদনাবিধুর ,কখনো বর্ষণমুখর, কখনো সুখ অনন্ত।


চমৎকার লিখছেন

৪বার পড়লাম

প্রিয়তে নিলাম

পোস্টে +++++++

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।

১১| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ঋতুচক্র থেকে জীবনচক্র হয়ে একদম প্রেমচক্রে এসে থেমেছেন!
ভালো লাগলো চক্রাকারের জীবন... :)
সুখটুকু অল্প হলেও স্মৃতিটুকু বিশাল!

কবির প্রতি অফুরন্ত শুভেচ্ছা :)

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। চক্র অস্বীকার করারউপায় নেই।আমরা মানুষ ঘুরছি চক্রাকারে। :)

১২| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস সেলিম ||

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ মুন। কেমনআছেন? চক্রাকারে ঘুরছি সবাই।


শুভকামনা থাকলো।

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

তাসজিদ বলেছেন: As usual, super. Carry on

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময়। কবিতা আসছে না আজকাল। তাই লেখা বন্ধ।

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুমন কর। ভাল থাকবেন সবময়। শুভকামনা। :)

১৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

নীল-দর্পণ বলেছেন: ঋতুচক্র ,জীবনচক্র তোমার আমার ভালবাসাচক্র
এভাবেই চক্রাকারে কখনো শীত কখনো মধুর বসন্ত;
কখনো মধুর, কখনো বেদনাবিধুর ,কখনো বর্ষণমুখর, কখনো সুখ অনন্ত।

আবেগ উচ্ছ্বাসে কখনো যাই ভুলে ,হয়ত কখনো তুমি ছিলে ;কিংবা নীল আকাশের গভীর কোন নীলে।


:)

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: মুক্তা আপু কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। কবিতা ভাললেগেছে জেনে ভাল লাগলো। :)

১৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

বোকামন বলেছেন:
এখন ঝড় আসবে তাই থমথমে কালো আবহাওয়া
এমনই কোন ঝড়ের বেশে আকস্মাত তোমার আগমনী পদযাত্রা;
তোমার সে গন্তব্য সুনিশ্চিৎ জেনো
বৃষ্টির শব্দে তুমি হারিয়ে যাবে দলিত পদ্ম যেন ভালবাসা পেয়ে খুঁজে নতুন কোন মাত্রা।


বাহ্ ! বেশ ভালো লাগলো ঋতুচক্রের শব্দচক্র

কবির জন্য শুভকামনা ।।

+

০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ। আর শুভকামনা ভাল থাকবেন সবসময়।

১৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

টুম্পা মনি বলেছেন: অনেক ভালো লাগল। কবিতা পড়ে কয়েকটা গানের লাইন মনে পড়ল ''হয়ত তোমার দেশে আজ এসেছে মাধবী রাতি, তুমি জোছনায় জাগিছ রাতি সাথে নিয়ে নতুন সাথি। হেতা মোর দীপ নেভা রাতে, নিদ নাহি দুটি আঁখি পাতে।''

অনেক চমৎকার লিখেছেন।

০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: অনেক চমৎকার কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন টুম্পামনি।

:)

১৮| ০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:





ঋতুচক্র ,জীবনচক্র তোমার আমার ভালবাসাচক্র
এভাবেই চক্রাকারে কখনো শীত কখনো মধুর বসন্ত;
কখনো মধুর, কখনো বেদনাবিধুর ,কখনো বর্ষণমুখর, কখনো সুখ অনন্ত।

আবেগ উচ্ছ্বাসে কখনো যাই ভুলে ,হয়ত কখনো তুমি ছিলে ;কিংবা নীল আকাশের গভীর কোন নীলে।

চমৎকার ভ্রাতা!!
অনেক ভাললাগা জানবেন।
কেমন আছেন???

০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি স্নিগ্ধ শোভন। আপনি কেমন আছেন। ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো।

১৯| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন: আমিও ভাল আছি :)

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছেন জেনে খুব খুশী হলাম। :)

২০| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

অদৃশ্য বলেছেন:




''ঋতুচক্র ,জীবনচক্র তোমার আমার ভালবাসাচক্র''... চলছে...চলবে মৃত্যুচক্রে পতিত হবার আগ পর্যন্ত...
খুব সুন্দর হয়েছে সেলিম ভাই... আমার খুবই ভালো লেগেছে লিখাটি...


প্রিয় সেলিম ভাইয়ের জন্য
শুভকামনা...

১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.