নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
পুরুষের সাফল্যে নারীর প্রেরণা,
সচরাচর এই চরাচরে পুঁথিবদ্ধ সুপ্রাচীন ধারণা ।
বাস্তবতা ছিল সুদূর পরাহত নিদারুণ এলোমেলো,
সারাবিশ্বটাই কেমন যেন হায় বাঁধা হয়ে দাড়ালো।
আমার সমুখপানে ছুটে চলা অশ্বখানা
লাগাম টেনে ধরেছে যেন উপহাস, বিদ্রুপ আর প্রবঞ্চণা।
চলৎশক্তিহীন নিথর প্রাণহীন তুমিহীন আমি যেন জড়োসরো এক ব্যর্থজনা,
অনুপ্রেরণাদাত্রী হবেন যিনি, তিনি করেছেন ছিনিমিনি;
হৃদয়টারে লয়ে ভেঙে চূড়ে ,ছুড়ে ফেলেছেন অনেক দূরে;
বাক্যবানে সঙ্গোপনে, নিঠুরপণে আঘাতদানে আপনজনে্ ।
প্রচেষ্টা যায়না বৃথা ;সৃষ্টি মানে স্রষ্টা দানে এই বারতা।
সত্য প্রাণে জিততে জানে আপনমনে, বিজয় মন্ত্র জপতে জানে;
বীরভোগ্যা বসুন্ধরায় ,রমনীশ্রেষ্ঠা তার সফল যারা;
সম্ভাবনা শূণ্য সৃষ্টি যখন, অন্য হিসেবে স্রষ্টা তখন।
অকুতোভয় করেছে জয় হিমালয়ের ঐ শৃঙ্গখানি
প্রচেষ্টায় তাই ব্যর্থতা নয়, বিজয়ীর বেশে আজ তাইতো আমি।
০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭
সেলিম আনোয়ার বলেছেন: মাহতাব ভাই অনেক ধন্যবাদ। কমেন্টে। কবিতাটি ছন্দময় করে তোলার প্রয়াস চালিয়েছি। কিছু মির্মম সত্য উপলব্ধি ব্যক্ত করার চেষ্টা করেছি।
ভাল থাকবেন ।
২| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
পুরুষের সাফল্যে নারীর প্রেরণা,
সচরাচর এই চরাচরে পুথিবদ্ধ সুপ্রাচীন ধারণা ।
অতি আবেগ দিয়ে লিখেছেন আনোয়ার ভাই।
শুভেচ্ছা।
০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ফারিহান ভাই। আবেগে কবিতা বেড়িয়েছে। কবিতা আসলে চলে আসে। সেটা আবেগ থেকেই হোকআর গভীর কোন উপলব্ধি থেকেই হোক। আপনার উপস্থিতিও আমার মত ক্ষুদ্র মানুষের জন্য টনিক হিসেবে কাজ করে। দারুণ অনুপ্রাণিত করে ।এ টিএম মোস্তফা কামাল ভাই কবিতায় ছন্দ চান। তাই ছন্দ দিয়ে লেখার চেষ্টা। কষ্ট আর আনন্দের মিশ্রণে যে অবস্থা সেই অবস্থাটিকে ছন্দ দেয়ার প্রচেষ্টা বলতে পারেন।
ভাল থাকবেন নিরন্তর।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২
বেকার সব ০০৭ বলেছেন: চলৎশক্তিহীন নিথর প্রাণহীন তুমিহীন আমি যেন জড়োসরো এক ব্যর্থজনা
চমৎকার কবিতা লিখছেন পোস্টে++++
০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার মন্তব্যে ধন্যবাদ। ভাল থাকবেন।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
বোধহীন স্বপ্ন বলেছেন:
রচেষ্টা যায়না বৃথা ;সৃষ্টি মানে স্রষ্টা দানে এই বারতা।
ভালো লাগল কবি..
০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন।
৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
বোধহীন স্বপ্ন বলেছেন:
রচেষ্টা যায়না বৃথা ;সৃষ্টি মানে স্রষ্টা দানে এই বারতা।
ভালো লাগল কবি..
০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২
সেলিম আনোয়ার বলেছেন: কবিতার নাম দিতে চেয়েছিলাম attempt never dies।পরে বাংলা নাম করণ করি।
৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
ধূর্ত উঁই বলেছেন:
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৭
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।
৭| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৮
ইমরাজ কবির মুন বলেছেন:
গুড ওয়ান ইনডিড ||
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে। সুপ্রিয় ব্লগার। ভাল থাকবেন সবসময়। শুভ কামনা থাকলো ।
৮| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭
আম্মানসুরা বলেছেন: বাহ!! বেশ তো!
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময়। ছন্দময়বিষাদী ও বিজয়ের কবিতা লিখার চেষ্টা করেছি। কেমন আছেন আপু?
৯| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৯
মোঃ ইসহাক খান বলেছেন: আবেগময় এবং বেশ ভারী কবিতা।
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: হা হেভীওয়েট পয়েম। কেমন আছেন সুপ্রিয় গল্পকার?
নিরন্তর শুভকামনা থাকলো ।
১০| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১২
স্নিগ্ধ শোভন বলেছেন:
অকুতোভয় করেছে জয় হিমালয়ের ঐ শৃঙ্গখানি
প্রচেষ্টায় তাই ব্যর্থতা নয়, বিজয়ীর বেশে আজ তাইতো আমি।
ভাল লাগল কবি
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি কেমন আছেন আপনি?
ভাললাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
১১| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
দুর্দান্ত সেলিম ভাই।
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ কান্ডারী। কেমন আছেন?
নিরন্তর শুভকামনা থাকলো।
১২| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এইত ভাই ভালো থাকার চেষ্টা করছি।
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
সেলিম আনোয়ার বলেছেন: চেষ্টায় সফল হোন্ । ভাল থাকুন।
১৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৩
এহসান সাবির বলেছেন: দারুন একটা কবিতা পড়লাম।
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ও কবিতা পাঠে । ভাল থাকবেন।
১৪| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২১
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল আছি আপনাদের দোয়ায়।
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
সেলিম আনোয়ার বলেছেন: খুব ভাল লাগলো জেনে। কেউ ভাল আছে জানলে মনটা ভাল হয়ে যায়।আরও বেশি ভাল থাকুন সুপ্রিয় স্নিগ্ধ শোভন।
১৫| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৫
তানিয়া হাসান খান বলেছেন: খুবই সুন্দর কবিতা
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন সুপ্রিয় ব্লগার।
১৬| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৬
একজন আরমান বলেছেন:
ভাল লাগলো কবি।
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন একজন আরমান।
১৭| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৮
ড. জেকিল বলেছেন: সবার জীবনেই উৎসাহ, প্রেরণা দানকারী কারো উপস্থিতি প্রয়োজন।
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
সেলিম আনোয়ার বলেছেন: তা ঠিক। তবে কোন হিংসুটের পাল্লায় পড়লে খবর আছে। আপনার সফলতায় সে বিরক্ত হবে আরএকেএকে চক্রান্ত চালাতে থাকবে।আপনাকে শেষ করে দেয়ার জন্য। কিন্তুআপনি সততা নিয়ে এগুলে সাফল্য নিশ্চিৎ। ভালবাসার মন্ত্রএকজন নারী কিংবা পুরুষকে সাফল্য এনে দিতে পারে। ভাল থাকবেন সবসময়।
কমেন্টে ধন্যবাদ।
১৮| ১০ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৪৪
ডি মুন বলেছেন: বেশ ভালো
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ব্যাপক ভাবের কবিতায় ছন্দ প্রয়োগের প্রচেষ্টা চালিয়েছি। ভাববোধক কবিতা শুধু গদ্যকবিতা হবে ওটা ভেঙে দিতে চাই। দুঃখরাও ছন্দ জানে সফলতাও ঠিক তাই। তাই ওভাবে লেখার প্রচেষ্টা ।
কমেন্টে ধন্যবাদ।
১৯| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪
ঢাকাবাসী বলেছেন: বিজয়ী হোন। সুন্দর লাগল।
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।ঢাকাবাসী কেমন আছেন?
২০| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২০
ডি মুন বলেছেন: ভালো প্রচেষ্টা সেলিম ভাই
আপনাকেও শুভেচ্ছা
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।
২১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:০৬
শ্যামল জাহির বলেছেন: বহুদিন পর দেখা হইলো কবি'র সহিত।
কবিতা ভাল লাগছে অনেক।
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। ভালথাকবেন সবসময় ।
২২| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭
অদৃশ্য বলেছেন:
খুবই সুন্দর হয়েছে সেলিম ভাই... পাঠে তৃপ্তি পেয়েছি...
তারমানে হলো কবিতারা আপনার আশপাশ দিয়ে ঘোরাফেরা শুরু করেছে... এটা খুবই ভালো কথা...
শুভকামনা...
১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
২৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩
সুমন কর বলেছেন: ভাল লাগল।
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১
মাহতাব সমুদ্র বলেছেন: সত্য প্রাণে জিততে জানে আপনমনে, বিজয় মন্ত্র জপতে জান । ভালো লিখেছেন সেলিম ভাই।