নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অভিমানী বন্ধু

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

এত অভিমান করেছো ,আসছোনা না আর - এখানে,

ভেবে নিশ্চিৎ হয়েছো কি ?দোষ কার?

যাদের বিরুদ্ধে শত অভিযোগ-

যাদের জন্য বিক্ষোভ গোলাযোগ;

যাদের তোমরা অবাঞ্ছিত ভাবো

তারাও তো মানুষ একেকজন,

তাদেরও আছে আবেগ অনুভূতি মন।



তাদেরও আছে ভাললাগা না লাগার স্বাধীনতা

তাদের কি তোমরা আঘাত করনি?বাক্যবানে ,

তাদের চিতায় ,শশ্মাণে তোমাদের নিত্য পরিহাস,

বিষম আঘাতে জর্জরিত করে করেছো আনন্দ উল্লাস।



যেখানে তোমাদের অবাধ বিচরণ,

গল্পে ছন্দে মুখরিত সারাক্ষণ;

সেখানে কেন বিভেদের জ্বালাতন

কেনই বা এত দলাদলি কোন্দল।



ক্ষমতার ধ্বজা ধারী যারা

বুঝেনা কিছুই স্বার্থ ছাড়া;

বিভেদ ছড়িয়ে দেশের মানুষে

শাসন শোষণ দূষণ করিছে।



আমরা কি সবে তাদেরই মতন?



নরনারী আরও যত ভেদাভেদ-

চল ভুলে যাইসকল প্রভেদ-

কাঁধে কাঁধ মেলাই ।





ক্ষমার গুণে মহিমান্বিত মনে,

দেশের দশের মঙ্গল সাধনে,

কাজ করে যাই আপন মনে।



সুন্দরের প্রতীক্ষায়!





অশুভরা সব দূর হয়ে যাক-

শুভ বারতায় দেশ ভরে যাক----

কষ্ট গুলো লুকিয়ে রাখি

আনন্দগুলো থাক জুড়ে থাক।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

মাহবু১৫৪ বলেছেন: ১ম লাইক

ভাল হয়েছে অনেক

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। অনেক।

২| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
ক্ষমার গুণে মহিমান্বিত মনে,
দেশের দশের মঙ্গল সাধনে,
কাজ করে যাই আপন মনে।

সুন্দরের প্রতীক্ষায়!



ভালো লাগলো সেলিম ভাই :)

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

মীন বলেছেন: ভালো লাগলো।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। অনেক।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

মীন বলেছেন: ভালো লাগলো।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আবারো ধন্যবাদ। :)

৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

বোধহীন স্বপ্ন বলেছেন:
প্লাস++++

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
গুড ওয়ান ||

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

অশ্রু কারিগড় বলেছেন: সেলিম ভাই, কবিতাতো বেশ ভয় পাই । তবে মনে হয় ভালই হইছে :)

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: আমি ভয় পাই কমেন্ট। কবিতাতো লিখি সহজ সরল মন নিয়ে। কমেন্টে সেটা ইরিটেটিং ট্যাগ খেলে ।কবিতার ভাব অন্য দিকে দৌড়ায়। তখন আরেকটা কবিতা লিখি।

৮| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১১

একজন আরমান বলেছেন:
কথাগুলি সুন্দর।

শুভকামনা কবি।

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

রাধাচূড়া ফুল বলেছেন: ক্ষমার গুণে মহিমান্বিত মনে,
দেশের দশের মঙ্গল সাধনে,
কাজ করে যাই আপন মনে।

সুন্দরের প্রতীক্ষায়


খুব ভালো লাগল।

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন।

১০| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১০

অদৃশ্য বলেছেন:





চমৎকার লিখা...



সেলিম ভাইয়ের জন্য
শুভকামনা...

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ কমেন্টে।


শুভকামনায় ভাললাগা। :)

১১| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
নাইস|||

++++++

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে। :)

১২| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর কবিতা

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

মুশাসি বলেছেন: সুন্দরের প্রতীক্ষায়!
+++++

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

শাবা বলেছেন: ক্ষমার গুণে মহিমান্বিত মনে,
দেশের দশের মঙ্গল সাধনে,
কাজ করে যাই আপন মনে।

সুন্দরের প্রতীক্ষায়

সুন্দর কথা।

সেলিম ভাই, বানানের ব্যাপারে আরেকটু যত্নবান হওয়া দরকার।

২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দরের প্রতীক্ষা সফল হোক।

অনেক শুভেচ্ছা।

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।


আপনাকেও অনেক শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.