নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বাংলার টাইগার
থামিয়ে দাও এবার—রানের চাকা ওদের
সাথে আছি তোমাদের
ব্যাটিং হলো দারুন—সাব্বাস আনামুল
বাংলার টাইগার
গড়েছো রানের পাহাড়,আর নয় ভুল
সাকিব—রাজ্জাক—শফিউল;
বলের গোলক ধাধায়—পরুক ওরা বাঁধা
গর্জে ওঠো সোনার ছেলেরা বল হাতে
দিনের সেরা ফিল্ডিং যোগ হোক তাতে
আর নয় কোন ভুল
মুশিফিকুর এন্ড কোং
উইকেট চাই একের পর এক
চাই সুনিয়ন্ত্রিত বোলিং
দর্শনীয় সব ক্যাচ— আর দারুণ উইকেট কিপিং
জয় চাই আজ মঠে
মার্চের উত্তাল শপথে
জিততে হবে আজ
আমরা আছি পাশে
প্রর্থনারত হাতে—বাংলার টাইগার
বুঝিয়ে দাও আবার—
ঘুরে দাড়াতে জানো
বিজয় মন্ত্র জানো—
বাংলার টাইগার,
বুঝিয়ে দাও আরেকবার—
ক্ষমতা তোমাদের থাবার—
লালসবুজের পতাকা উড়াবার
মহেন্দ্র ক্ষণ এনে দাও আরেকবার
তোমাদের জন্য প্রার্থনা অশেষ
গর্জে ওঠো বাংলাদেশ।
-----------------------------
দারুণ টেনশনে বাংলাদেশের বিজয়কামনায় ..উইকেট পড়ুক।
দীর্ঘ শ্বাস
দীর্ঘ শ্বাস,এটি হয়তো পাওনা ছিল
অবাঞ্ছিত অবস্থাগুলি স্তরে স্তরে সজ্জিত
হতাশা ভর করে শকুনের ডানায়
ভাগ্যের নির্মম পরিহাস্
পরাজয় একে দিল ললাটে
এমনটা নাও হতে পারতো—
আর একটু কঠিন হওয়া যেত—
নিয়তির ছলনায় অযাচিত অলক্ষী পেঁচাটি উড়ে এল
রাতের আঁধার তাই আরো বিষন্ন হলো
প্রচন্ড ব্যথা নিয়ে ভাবি যারা আজ একটু সফলতা চেয়েছিল
যারা গর্বে স্ফীত বক্ষে প্রশান্তির বাতায়ন প্রত্যাশা করেছিল
তাদের জন্য একটি দীর্ঘশ্বাস অপেক্ষা করছিল— বিষাক্ত নাগিনের মত
প্রচন্ড দংশনে তাই নীল হতে হলো— সাগর হতে হলো
মুক্ত বলাকা হওয়া হলো না আর
দীর্ঘশ্বাস পাওনা ছিলো
সেটা বুঝে নেয়া হলো সার।
প্রতীক্ষা দীর্ঘতর হলো—বিজয়ের
চারিদিকে আজ শুধু অযাচিত অন্ধকার।
২| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
অপ্রচলিত বলেছেন: ব্যাটিং হলো দারুন—সাব্বাস আমিনুল
আনামুল হবে।
কবিতা বেশ লাগলো।
বাংলাদেশ দলের জন্য অনেক শুভ কামনা। ইনশাল্লাহ আজকে বোনাস পয়েন্ট সহ জিতব।
০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে। বোনাস পয়েন্ট সহ জয় হবে আশা করি ।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ৩টা পড়েছে!
প্রার্থনা পূরণ হওয়া শুরু হয়েছে
বুঝিয়ে দাও আরেকবার—
ক্ষমতা তোমাদের থাবার—
লালসবুজের পতাকা উড়াবার
মহেন্দ্র ক্ষণ এনে দাও আরেকবার
তোমাদের জন্য প্রার্থনা অশেষ
গর্জে ওঠো বাংলাদেশ।
বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ।।
০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। মনে রাখবেন ৭.২০ টার্নিং মুমেন্ট ফর বাংলাদেশ ।টেনশনে কবিতা লিখে ফেলছি।
........১০ উ্ ইকেট চা্ই
৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
বেকার সব ০০৭ বলেছেন: বাংলাদেশ আজ জিতবেই জিতবেই ইনশাল্লাহ
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:০৩
সেলিম আনোয়ার বলেছেন: জিতবেই জিতবে ....আরো উইকেট পড়তে হবে।জটিল বোলিং ফিল্ডিং চাই।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সবাই প্রর্থনা করেন ২০০ এর আগে উইকেট পড়ুক।
৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:৩০
মোঃ নুরুল আমিন বলেছেন: গর্জে উঠছে। কিন্তু কমে যাচ্ছে
বাড়ুক, বাড়ুক, বাড়ুক.।.।.।
৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: এ মুহুর্তে টাইট বোলিং ফিল্ডিং এর বিকল্প নেই।
৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় রাজ্জাক এর নাম লেখাটা স্বার্থক হলো
৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলাদেশ বাংলাদেশ
১০| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: আফ্রিদি আউট
১১| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:৩২
সেলিম আনোয়ার বলেছেন: বন্ধু জিতে যাবো ।ইনশা আল্লাহ
১২| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:৫৪
পাঠক১৯৭১ বলেছেন: বাংলাদেশ ভালো খেলেছে
১৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:৫৭
পাঠক১৯৭১ বলেছেন: জিততে পারলো না, খেলেছে ভালো
১৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:০৩
সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশ ফাইট করে হেরেছে। বিধি বাম। আমি বলবো ওয়েলডান বাংলাদেশ ।
১৫| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৪
নিশাত তাসনিম বলেছেন: টাইগার গুলো গর্জে উঠেছিলো কিন্তু আনাড়ি আফ্রিদি
০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৯
সেলিম আনোয়ার বলেছেন: আফ্রিদি সব এলোমেলো করে দিল।
১৬| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: টাইগার ............
০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সবাই কষ্ট পেয়েছে অনেক।
১৭| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৬
হাতীর ডিম বলেছেন:
০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: শোক যেন শক্তিতে রুপান্তরিত হয়।
এ ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে। আফসোস হলো খুব সম্ভবত বাংলাদেশ ক্রিকেট টিমের অন্যতম সর্বোচ্চ স্কোর।সেটি করেও হারতে হলো। শহীদ আফ্রিদীর ধানী মরিচ মার্কা একটা ইনিংস ।মাত্র কয়টা বল খেলে আমাদের ম্যাচ এলো মেলো করে দিলো।
১৮| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ভাগ্যটাও দলে পক্ষে ছিলনা।উইকেটে বল লেগেও তা ভাঙলো না।অদ্ভুত।নিয়তির পরিহাস।
১৯| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪২
রাসেলহাসান বলেছেন: প্রতীক্ষা দীর্ঘতর হলো—বিজয়ের
চারিদিকে আজ শুধু অযাচিত অন্ধকার।
ভালো লিখেছেন!
০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: আবারও হেরে গেল। শ্রীলংকার সঙ্গে ।
২০| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৪
এহসান সাবির বলেছেন: গর্জে ওঠো বাংলাদেশ......
তবে....
০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশ ক্রিকেট টিম পারছেনা। সো স্যাড ।
২১| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৪
রাসেলহাসান বলেছেন: হুম, দেখলাম।।
২২| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৭
দি সুফি বলেছেন: ইনশাআল্লাহ্ সামনে বার বার গর্জে উঠবে।
২৩| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৭
এহসান সাবির বলেছেন: ইনশাআল্লাহ্ গর্জে উঠবে আবার....
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
সেলিম আনোয়ার বলেছেন: উইকেট পড়েনা ক্যান