নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ঋষি পথিক

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৯

অনেক হাটলেন রাজপথ জলাধার

বয়সের পর বয়স,

শুুধু হাটলেন—কিসের অন্বেষণে ?

হেটে পেরোলেন মাইলের পর মাইল—

হয়তো রাজধানীর বুকটা চষে বেড়িয়েছেন

প্রখর সূর্যালোকে কিংবা নিয়ন আলোয় ফুটপাতে

অজানা কোন রহস্য ভেদ করে ছুটেছেন

আর হেটেছেন অনন্ত এক পথ।

হেটে হেটেই ভক্ত হলো অনেক

মানুষও হেটেছে দারুণ কৌতুহলে

অসহায় আর্ত পীরিত মানুষেরাও ছুটেছে

হেটেছে সঙ্গে— ব্যর্থ মনোরথ

মঙ্গল কামনায় সিদ্ধি লাভে

অনেকে মুক্তি খুঁজেছে শান্তি খুঁজেছে

খুঁজেছে লাল নীল হলুদের গান

হেটে হেটেই কৈশোর যৌবন পেরিয়ে তোমার বার্ধক্য অভিযান

তবু হেটেছেন আমরণ

কি রহস্য অবিরাম হেটে চলার!

মানুষের জীবন পথিকের জীবন —শুধু হেটে চলার

আলমে আরওয়া থেকে অনন্ত আখেরাত

ছুটি আর নাইবা ছুটি জীবন থাকেনা থেমে

তাই হয়তো ঘরবাড়ি ফেলে শুধু অনশনব্রত হাটহাটি

হেটে হেটে ধরণীর বুকে সৃজেছেন আহিত মানচিত্র

অথবা নক্ষত্রের মত ঘুরে চলেছেন আপন কক্ষপথে।



বি: দ্র: হাটাবাবা ওরফে মোহাম্মদ জুলফিকার হাইদার মৃত্যুতে । তাঁর প্রতি আমার গভীর কৌতুহল মেশানো শ্রদ্ধা।





মন্তব্য ৪১ টি রেটিং +২/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৬

মোহিত সোহাগ বলেছেন: আমি অনাকে দেখেছি কয়েকবার। সত্যি, ব্যাখ্যাতীত তাঁর হাঁটা রহস্য।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।

২| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৬

উজবুক ইশতি বলেছেন: তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা রইল

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও শুভকামনায় ধন্যবাদ। উনাকে ঢাকাবিশ্ববিদ্যালয়ে হাটতে দেখেছি।

৩| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৩

এম এ কাশেম বলেছেন: হেটে হেটে চলে গেলেন এক নক্ষত্র রাতে
আল্লাহর নেয়ামত হাসিল বরাতে
পথিকের গন্তব্য হোক তবে সুখের জান্নাতে।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

৪| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৭

মামুন রশিদ বলেছেন: হুম, হাটাহাটি শুরু করতে হবে ।

১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল বলেছেন মামুন রশিদ ভাই। হাটা স্বাস্থে্র জন্য ভাল ।

১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আজকে প্রচুর হাটলাম। সামন্য শপিং মতন করলাম।

৫| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:২১

বটবৃক্ষ~ বলেছেন:
তার জন্যে শ্রদ্ধা......

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে।

৬| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩১

সুমন কর বলেছেন: আমি উনাকে বহুবার দেখেছি। কিন্তু হাঁটার কোন কারণ দাঁড়া করাতে পারিনি।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:১১

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা
আমিও তাকে দেখেছি অনেকবার। আজকে তার বিদায়ে কিছুটা বিষণ্ন।
শুভেচ্ছা আপনার জন্য।
সুন্দর থাকুন।

১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫২

সেলিম আনোয়ার বলেছেন: তিনি ছিলেন একজন রহস্য মানব।

৮| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২০

বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতায় দারুণ ভাবে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। আমারও গভীর শ্রদ্ধাঞ্জলি রইলো তাঁর জন্য। তাঁকে জানার অবকাশ খুব একটা হয় নাই। তবে একবার মনে হয় পত্রিকায় পড়েছিল। ধন্যবাদ সেলিম আনোয়ার।

১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: আমিও তার সম্বন্ধে খুব একটা জনি না।তাঁকে হাটতে দেখেছি।হাকিম চত্বরে একাধিকবার দেখেছি...খুব বিস্ময়কর মনে হয়েছিল একজন মানুষ হাটছেন তার পিছনে হাটছেন অনেকে।.......কমেন্টে ধন্যবাদ। দুঃিখত দেরীতে উত্তর দেয়ার জন্য ।

৯| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

শ্রদ্ধাঞ্জলি রইল।

১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ কান্ডারী।

১০| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৫

সানড্যান্স বলেছেন: পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংগ। এই লোকের মৃত্যুতে আমি খুশি।

১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: খারাপ বলেন নি।

তবে মাুনুষের মৃত্যুতে খুশি হওয়া ভাল লাগেনি।

ভাল থাকবেন ।

১১| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:৩০

উদাস কিশোর বলেছেন: মোহাম্মদ জুলফিকার হাইদার এর মৃত্যুতে গভীর শ্রদ্ধা।

১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে

১২| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৩

আমিই মিসিরআলি বলেছেন: ভাললাগা রইল কবি কবিতায়

১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাল লাগায় ভাললাগা ভাল থাকবেন।

১৩| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৮:০৭

এহসান সাবির বলেছেন: তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা রইল।

১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।

১৪| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর কবিতা। শ্রদ্ধাঞ্জলি যথার্থ :)

১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

১৫| ১৪ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০১

নিশাত তাসনিম বলেছেন: হাটাবাবা ওরফে মোহাম্মদ জুলফিকার হাইদার মৃত্যুতে । তাঁর প্রতি আমার গভীর কৌতুহল মেশানো শ্রদ্ধা।

১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

১৬| ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: নিশাত তাসনিম বলেছেন: হাটাবাবা ওরফে মোহাম্মদ জুলফিকার হাইদার মৃত্যুতে । তাঁর প্রতি আমার গভীর কৌতুহল মেশানো শ্রদ্ধা।

১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ অভি। ভাল থাকবেন।অনেক ভাল থাকবেন এ সোনার বাংলায় ।

১৭| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৩

ডট কম ০০৯ বলেছেন: অথবা নক্ষত্রের মত ঘুরে চলেছেন আপন কক্ষপথে

কত সুন্দর একটা লাইন। দারুন।

জীবনের এই হাটা বা পথচলা কী দারুন ব্যাপার।

১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আসলেই হাটা বা পথচলায় অনেক শিক্ষণীয় ব্যপার থাকে আর আমরা আমাদের জন্য নির্ধারিত কক্ষপথে হাটছি বা চলছি।

১৮| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৮

টুম্পা মনি বলেছেন: দারুণ লিখেছেন। অনেক ভালো লাগা।

১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৪১

সেলিম আনোয়ার বলেছেন: অাপনার কমেন্টে দারুণ ভাল লাগা। ভাল থাকবেন।

১৯| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা চমৎকার।

১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমে ন্টে ধন্যবাদ প্রফেসর শঙ্কু ।

২০| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বিনম্র শ্রদ্ধা..............

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৫

শাহরিয়ার মামুন১ বলেছেন: আমি উনাকে একাদিকবার দেখেছি,
৪০থেকে ৫০জনের একটা দল তার সাথে সব সময় থাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.