নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
রবির আলোয় আলোকিত আজি বাংলা মায়ের কোল
সেই আলোকে শক্তি শুষে —ফুল -ভ্রমরার দোল
ভোরের নিরাবেগ শিশির, প্রখর আলোর চৈত্র দুপুর;
বসন্তের মাতাল হাওয়া, বর্ষার বৃষ্টি টাপুর টুপুর;
শরতের শাদা মেঘ, হেমন্তের নবান্ন উৎসব
কুয়াশার চাঁদরে ঢাকা শীতের প্রগলভ।
জোছনা রাতে অবাক চোখে চেয়ে থেকে
নৈঃশব্দের সব ছন্দ গুলি তাঁর স্বরে উঠে মেতে
রবির আলোয় মুক্তো ঝরে ধরনী তাই গর্বভরে
রবির কিরণ গায়ে মেখে এই দিনে তার বন্দনা করে।
কবিগুরুর কবিতা-গানে মিষ্টি মধুর শব্দ শুণে
আনন্দধারা আজি লেগেছে বুঝি সকল প্রাণে।
রবির কিরণ রবির হাওয়া
চাতক প্রাণের পরম পাওয়া।
-------------------------
শ্রদ্ধাঞ্জলী- কবিগুরু।শুভভজন্মদিন ।
০৭ ই মে, ২০১৪ রাত ১০:৩০
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্ট অনেক ধন্যবাদ। পরিবেশ বন্ধু কবি ভাল থাকবেন ।
২| ০৭ ই মে, ২০১৪ রাত ১০:২৯
অরুদ্ধ সকাল বলেছেন:
অনেক সুন্দরম!
০৭ ই মে, ২০১৪ রাত ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় অরুদ্ধ সকাল ।ভাল থাকবেন সবসময় ।
৩| ০৭ ই মে, ২০১৪ রাত ১০:৩৭
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা সেলিম ভাই
ভালো লাগা রইল
আশা করি ভাল আছেন। শুভেচ্ছা নিরন্তর।
০৭ ই মে, ২০১৪ রাত ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নীলুদা।
বেশ আছি.......
আপনার জন্য শুভকামনা থাকলো।
৪| ০৭ ই মে, ২০১৪ রাত ১০:৪৪
মশিকুর বলেছেন:
রবিময় কবিতা ভালো হয়েছে শুভ জন্মদিন কবিগুরু।
০৭ ই মে, ২০১৪ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ কমেন্টে। কবিগুরুকে নিয়ে ব্লগে কবিতা না পেয়ে লিখে ফেললাম ।
কবিতা ভাল হয়েছে জেনে প্রীত হলাম ।
কবিতাটি আসলে কবি গুরুর প্রতি ভালবাসার বহিপ্রকাশ।
ভাল থাকবেন মশিকুর ভাই।
৫| ০৭ ই মে, ২০১৪ রাত ১০:৫৫
মামুন রশিদ বলেছেন: কবিগুরুর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ।
চমৎকার অর্ঘ্য ।
০৭ ই মে, ২০১৪ রাত ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা সুপ্রিয় মামুন ভাই ।
৬| ০৭ ই মে, ২০১৪ রাত ১১:২৬
জাহাঙ্গীর.আলম বলেছেন:
কবিতা হোক রবির প্রতি শ্রদ্ধাঞ্জলি ৷
অপূর্ব সৃষ্টি ৷
০৭ ই মে, ২০১৪ রাত ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ ।
রাবীন্দ্রিক শুভেচ্ছা ।
৭| ০৮ ই মে, ২০১৪ রাত ১:৫০
হাতীর ডিম বলেছেন: সুন্দর
০৮ ই মে, ২০১৪ সকাল ৯:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
৮| ০৮ ই মে, ২০১৪ সকাল ১১:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিগুরুর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি । চমৎকার।
০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
৯| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১২:২৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: শুভ জন্মদিন ঠাকুরকে।
০৮ ই মে, ২০১৪ রাত ৮:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১০| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:২৯
একজন ঘূণপোকা বলেছেন:
২য় প্লাস হইলে কি হবে আমার ভালো লাগায় কিন্তু সেলিম ভাই কোন দুই নম্বরি নাই
কোবতে ভাল লেগেছে।
০৯ ই মে, ২০১৪ সকাল ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: আমি কৃতার্থ একজন ঘূনপোকা ।
অনেক ধন্যবাদ ভাল লাগায়।
১১| ১০ ই মে, ২০১৪ দুপুর ১:০০
জুন বলেছেন: রবির আলোয় আলোকিত আজি বাংলা মায়ের কোল
সেই আলোকে শক্তি শুষে —ফুল -ভ্রমরার দোল
কবিগুরুর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
১০ ই মে, ২০১৪ রাত ৮:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ জুন আপি।
ভাল থাকবেন সবসময় ।এই কামনা থাকলো
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৪ রাত ১০:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: ভোরের শিশির, প্রখর আলোর চৈত্র দুপুর;
বসন্তের মাতাল সমীরণ, বর্ষার বৃষ্টি টাপুর টুপুর;
কবি সুন্দর লেখনী , শুভকামনা +++++++++++++++++++