নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মা

১০ ই মে, ২০১৪ রাত ৯:১৯

মা যে আমার অনেক দূরে

শত নদী সাগর পেরিয়ে;

মায়ের কথা মায়ের ছবি

মনে করিয়ে দেয় অস্তরবি

ভোরের বাতাস খোলা আকাশ

মায়ের স্নেহই হয়তো বিলাশ।



কঠোর জীবন সুখের পবন

মাকে ভুলায় সামান্য ক্ষণ

মায়ের কথা ভেবে ভেবে

মনটা আমার বিষন্ন ভবে।



এত দূরে থাকেন আমার মা,

তবু তাঁর আদর সোহায়ে

আমায় ঘিরে বাজায় বিহাগ

------------একটুও কমেনা।



চন্দ্র, সূর্য ,তারার মত

মা যে আমায় অবিরত

শত স্মৃতির ডালি নিয়ে

দারুণ মায়া যাচ্ছে দিয়ে।



মাকে নিয়েই দূর্ভাবনা

তার নিরাপত্তার নেই ঠিকানা

গুম সন্ত্রাস আর মরণ হানা্

খবর গুলো যাচ্ছে জানা।



মায়ের জন্য এই দিনে

করি প্রার্থনা আপনমনে

ভাল থাকুক, সুখে থাকুক মা

মা বিহনে আমার কাছে

এই পৃথিবীটা কিছু না ।



----------------------------------

সবার উপরে মা। স্রষ্টার পরে সবচেয়ে বড় হলেন মা।তার চরণতলে জান্নাত আছে্ । তাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁপে।তাই যে যেখানেই থাকি চলুন মাকে সম্মান করি তার সেবা করি তাকে শান্তিতে রাখার চেষ্টা করি ।

মন্তব্য ৩৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৪ রাত ৯:৫৭

আমি তুমি আমরা বলেছেন: ভাল লাগল।

ইদানীং আর আগের মোট পোস্ট দেন না?

১০ ই মে, ২০১৪ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: দিচ্ছি তো পোস্ট। ভাল লাগায় ধন্যবাদ ।

২| ১০ ই মে, ২০১৪ রাত ১০:১০

সাজিদ উল হক আবির বলেছেন: সবার ওপর মা! ভালো লাগলো সেলিম ভাই!

১০ ই মে, ২০১৪ রাত ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৩| ১০ ই মে, ২০১৪ রাত ১০:৫৫

মামুন রশিদ বলেছেন: মায়ের জন্য ভালোবাসা ।

১১ ই মে, ২০১৪ সকাল ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।মায়ের জন্য শুভকামনা

৪| ১০ ই মে, ২০১৪ রাত ১১:১৯

অন্ধবিন্দু বলেছেন:
রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা
সুন্দর কবিতা, সেলিম।
শুভ কামনা

১১ ই মে, ২০১৪ সকাল ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।


মায়ের জন্য শুভকামনা

৫| ১০ ই মে, ২০১৪ রাত ১১:৪০

এহসান সাবির বলেছেন: সবার উপরে মা। স্রষ্টার পরে সবচেয়ে বড় হলেন মা।তার চরণতলে জান্নাত আছে্ । তাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁপে।তাই যে যেখানেই থাকি চলুন মাকে সম্মান করি তার সেবা করি তাকে শান্তিতে রাখার চেষ্টা করি ।

+++++

১১ ই মে, ২০১৪ দুপুর ২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ এহসান সাবির ভাই।

৬| ১০ ই মে, ২০১৪ রাত ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


মায়ের জন্য বিনম্র শ্রদ্ধা।

১১ ই মে, ২০১৪ দুপুর ২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ ।

৭| ১১ ই মে, ২০১৪ রাত ১২:৩১

মশিকুর বলেছেন:
পৃথিবীর সকল মা ভালো থাকুক।

১১ ই মে, ২০১৪ দুপুর ২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: পৃথিবীর সব মা ভাল থাকুক্

১১ ই মে, ২০১৪ দুপুর ২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: পৃথিবীর সব মা ভাল থাকুক্

৮| ১১ ই মে, ২০১৪ রাত ১২:৪৫

তারছেড়া লিমন বলেছেন: পৃথিবীর সকল মা ভালো থাকুক সুস্থ থাকুক......................

১১ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কামনায় ধন্যবাদ।

৯| ১১ ই মে, ২০১৪ রাত ১:৩৯

মোঃ আমিনুল ইসলাম (জীবন) বলেছেন: সকল মা সুস্থ্য থাকুক ভাল থাকুক এমনটি কামনা করি। আসুন আমরা মা-বাবাকে যেন কোন কষ্ট না দেই প্রতিজ্ঞা করি।

১১ ই মে, ২০১৪ রাত ৮:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কামনায় ধন্যবাদ ।

১০| ১১ ই মে, ২০১৪ রাত ৩:১০

হাতীর ডিম বলেছেন: ভালো লাগলো ভাই :)

১২ ই মে, ২০১৪ রাত ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ

১১| ১১ ই মে, ২০১৪ ভোর ৫:৪৮

পেন আর্নার বলেছেন: ভালবাসা < মা

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

১২| ১২ ই মে, ২০১৪ রাত ১২:৩২

একজন ঘূণপোকা বলেছেন:
মা দিবসে সুন্দর একটা কবিতা পড়লাম।


++ ++++++++

১২ ই মে, ২০১৪ বিকাল ৩:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন সবসময় ।

১৩| ১২ ই মে, ২০১৪ সকাল ১০:৫৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার লাগল।

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৪| ১২ ই মে, ২০১৪ রাত ১০:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: চন্দ্র, সূর্য ,তারার মত
মা যে আমায় অবিরত
শত স্মৃতির ডালি নিয়ে
দারুণ মায়া যাচ্ছে দিয়ে।

সুন্দর লেখনী +

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

১৫| ১৪ ই মে, ২০১৪ রাত ১:৩৫

স্বপ্নছোঁয়া বলেছেন: মা..... :#)
আম্মু আম্মা মম মাম্মি আদর করে মাকে অনেক কিছুই ডাকতাম এখন ও ডাকি তবে মা ডাকে ত়ৃপ্তি ই অন্যরকম |

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন।

১৬| ১০ ই জুন, ২০১৪ রাত ৯:৪৩

চড়ুই বলেছেন: চন্দ্র, সূর্য ,তারার মত
মা যে আমায় অবিরত
শত স্মৃতির ডালি নিয়ে
দারুণ মায়া যাচ্ছে দিয়ে।


ভালো লাগলো।

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৭| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: পৃথিবীর সকল মা এর জন্য অনেক অনেক দোয়া ।




১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.