নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

নকল পরিহার

১৮ ই মে, ২০১৪ দুপুর ১:০৫

নকলের ফলাফলে কেমনতর রতন মেলে?

নকলের যাতাকলে সাধনারা যায় যে বিফলে।

নকল সোনা চায়না কেহ

নকল প্রেমে ক্লান্তির দেহ;

নকল যদি চলে নিরবধি

আসল তবে চাপা পরে যাবি।

আসলে নকলে তুলনা চলে না

নকলের ফলে যোগ্যতা মেলেনা।

নকলে নকলে সয়লাব যদি পদ্মা মেঘনা যমুনা নদী

মান সম্ভ্রম সব হারাবী পরে নকলের ঐ যাতাকলে।

সাধনায় সব রত্ন মেলে

নকলে সব যায় বিফলে।



সাধনায় তুই রাজার মাথার মুকুট হবি

নকলের কি যে মূল্য আছে !

দক্ষ সব জহুরীর কাছে,

পরলে ধরা মান সম্মানের সবই হারাবি।



নকল দেহ নকল মন

নকল জ্ঞানে ব্যর্থ জনম।



দেশের দশের কল্যানের তরে

নকল ফেলে আসলটারে ধরে

হও আগুয়ান ধরণীর পরে।



নকলে জোটে সনদপত্র কর্মক্ষেত্রে তা প্রতারণা মাত্র

কর্মযন্ত্রের ললাটে তাই ব্যর্থতা হাহাকার জুটে।

নকলেরা অলংকার নয় জাতির কাছে করুণার পাত্র।

নকল কর্ম পরিহার করে সত্য মন্ত্রে ওঠ মেতে।

----------------------

উৎসর্গ: ভবিষ্যৎ কান্ডারী...ছাত্র-ছাত্রী বন্ধুরা ।







মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ দুপুর ২:০৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: সুন্দর +++

১৮ ই মে, ২০১৪ দুপুর ২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
নকল কর্মসূচী নিপাত যাক ।

২| ১৮ ই মে, ২০১৪ দুপুর ২:১৫

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: নকল করলে চীনের মতো নকলে দক্ষ হতে হবে। শিক্ষাক্ষেত্র নকল মুক্ত হোক। নকল মুক্ত হোক শিল্প সংস্কৃতি।

১৮ ই মে, ২০১৪ দুপুর ২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: শিক্ষাখেত্রে নকল বন্ধ হোক।

আর ভেজাল সবকিছু ধ্বংস হোক।

৩| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ভন্ডমী নকল আর প্রতারণার বিশ্ব,,,,,,,,,,, কি হবে প্রজন্মের জানিনা...... শুভ হোক সবার.... ভেজাল মুক্ত দেশ তথা পৃথিবী কি আর হবে? সুন্দর>>>

১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:৫১

সেলিম আনোয়ার বলেছেন: আশা করি হবে। স্বপ্ন দেখি হবে হতে হবে ।মানুষ সুন্দূরের পূজারী ।

কমেন্টে ধন্যবাদ ।

৪| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৪২

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট শিক্ষা ব্যাবস্হা বাংলাদেশে।

১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। এ অবস্থার উত্তরণ চাই। এটা নাকি বাংলাদেশে দূর্ণীতিতে চ্যাম্পিয়ন ।

৫| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:০৬

মোঃ আমিনুল ইসলাম (জীবন) বলেছেন: নকল দেহ নকল মন
নকল জ্ঞানে ব্যর্থ জনম।
চমৎকার বলেছেন ভাই।

১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

৬| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৭

মামুন রশিদ বলেছেন: নকল দেহ নকল মন
নকল জ্ঞানে ব্যর্থ জনম।


ভালো লেগেছে সত্যকথন ।

৭| ১৮ ই মে, ২০১৪ রাত ৮:২৯

একজন ঘূণপোকা বলেছেন:
নকল দেহ নকল মন
নকল জ্ঞানে ব্যর্থ জনম।


--------- সুন্দর

৮| ১৮ ই মে, ২০১৪ রাত ১০:০০

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর +

৯| ১৯ শে মে, ২০১৪ রাত ১২:৫৯

মশিকুর বলেছেন:
এভাবে প্রশ্নপত্র ফাঁস হলে আবার নকল করা লাগে? পরীক্ষাকেন্দ্রে এখনও নকল হয় বিশ্বাস করি না...

ভালো থাকুন ।

১০| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:১০

অপ্রতীয়মান বলেছেন: চমৎকার লিখেছেন।

১১| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২১

সামুস কিং বলেছেন: চমৎকার বলেছেন ভাই।

১২| ২২ শে মে, ২০১৪ বিকাল ৫:১০

মেহেরুন বলেছেন: সেলিম ভাই আল্লাহ্‌ এর অশেষ রহমতে আমার কন্যা হয়েছে। তার জন্য দয়া করবেন।

২৩ শে মে, ২০১৪ বিকাল ৪:২৪

সেলিম আনোয়ার বলেছেন: অনেক দোয়া আর শুভকামনা থাকলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.