নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ঝরাও, আকাশলীনা

২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:২২





আকাশলীনা বাজিয়ে বীনা মনের কোনে

চেয়ে থাকো আনমনে কেমনে !



আকাশলীনা দিয়ে দোলা মনের কোনে

দূরে রাখো অযতনে কেমনে?



ঝড় হলো ,বৃষ্টি হলো ,ধরণীটা শীতল হলো

তোমার এই দূরে থাকা তাতে কি আর ফুরোলো।



এথানের আকাশে আজ চলছে উড়ে শাদা মেঘের ভেলা

পাখির গানে হাওয়ার গল্পে যাচ্ছে কেটে সব অবেলা।



কষ্টে —সুখে ,ধূসরে— নীলে সময় যেন যাচ্ছে চলে

তুমি বুঝি জন্মেছিলে —আমার বুকে কষ্ট ঢেলে।



আমার পোষা মেঘ গুলো সব হয়েছে যে আজ ছন্নছাড়া,

চোখের চাওয়া মনের কওয়া কেমনতর দিশেহারা!



দুঃখ ছিলে দুঃখ দিলে দুঃখ দিয়ে কোন সুদূরে হাওয়ায় ভেসে গেলে চলে

অনেক আগেই বলে ছিলে তোমার প্রেমে দারুন রকম সব দুঃখ মেলে।



আকাশলীনা করুন সুরে এই আমার মনের কোণে — বাজাও বীণা

তুমি এলেই বৃষ্টি হয়ে কান্না গুলো তাই ধরণীর পানে —ঝরে কী না!





মন্তব্য ৪৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:৩৬

ঢাকাবাসী বলেছেন: সুন্দর ভাব।

২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।

২| ২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৬

মাইদুল আলম সিদ্দিকী বলেছেন: চমৎকার লিখেছেন কবি।
পাথির না পাখির কোনটা কবি?

২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১০

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করে দেয়া হলো ।

পাঠে ও কমেন্টে ধন্যবাদ ।

৩| ২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

আকাশ মামুন বলেছেন: আমার পোষা মেঘ গুলো সব হয়েছে যে আজ ছন্নছাড়া,
চোখের চাওয়া মনের কওয়া কেমনতর দিশেহারা!

ভাল লাগলো

২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

একজন ঘূণপোকা বলেছেন: ঝড় হলো ,বৃষ্টি হলো ,ধরণীটা শীতল হলো
তোমার এই দূরে থাকা তাতে কি আর ফুরোলো।



:( :( :( :(

২৭ শে মে, ২০১৪ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: :(

৫| ২৬ শে মে, ২০১৪ রাত ৮:২৩

সুমন কর বলেছেন: সুন্দর !

২৭ শে মে, ২০১৪ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ২৬ শে মে, ২০১৪ রাত ৯:০৫

ফা হিম বলেছেন: ভালো লাগল!

২৭ শে মে, ২০১৪ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৬ শে মে, ২০১৪ রাত ৯:৪৫

তাসজিদ বলেছেন: আকাশলীনা করুন সুরে এই আমার মনের কোণে — বাজাও বীণা
তুমি এলেই বৃষ্টি হয়ে কান্না গুলো তাই ধরণীর পানে —ঝরে কী না!




+++++++++++++++++++++++++++

২৭ শে মে, ২০১৪ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ২৬ শে মে, ২০১৪ রাত ৯:৪৯

মামুন রশিদ বলেছেন: দুয়েকটা লাইন বিচ্ছিন্ন ভাবে ভালো লেগেছে । পুরো কবিতা হয়ে উঠেনি । ভালো হবে, শুভকামনা ।

২৭ শে মে, ২০১৪ রাত ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ।


বিচ্ছিন্নভাবে ভাল লেগেছে এতেই আমি খুশি।

শুভকামনা থাকলো।

৯| ২৬ শে মে, ২০১৪ রাত ৯:৫৯

নাহিদ শামস্‌ ইমু বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটি।
শুভেচ্ছা রইলো আপনার জন্য।

২৭ শে মে, ২০১৪ রাত ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১০| ২৬ শে মে, ২০১৪ রাত ১০:২১

মশিকুর বলেছেন:
"আমার পোষা মেঘ গুলো সব হয়েছে যে আজ ছন্নছাড়া,
চোখের চাওয়া মনের কওয়া কেমনতর দিশেহারা!"


লাইন দুইটা খুবই ভালো লেগেছে সেলিম ভাই :)

২৭ শে মে, ২০১৪ রাত ১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১১| ২৬ শে মে, ২০১৪ রাত ১০:২৩

টানিম বলেছেন: ভালো লাগলো ।

২৭ শে মে, ২০১৪ রাত ১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ভাল লাগায় ধন্যবাদ ।ভাল থাকবেন ।

১২| ২৬ শে মে, ২০১৪ রাত ১০:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কি খবর? ;)

২৭ শে মে, ২০১৪ রাত ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: এত দিন পরে খবর নিলে?
কদম ফুল সব কোথায় লুকালে?
আসবে বরষা বেলা
তেমন সময়ে কি সখি মিলবে কদমমালা ।?


তুমি তো ব্লগে আসই না
। ব্যাপারকি বলোতো?
কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৩| ২৬ শে মে, ২০১৪ রাত ১০:৪৩

ইলি বিডি বলেছেন: দুঃখ ছিলে দুঃখ দিলে দুঃখ দিয়ে কোন সুদূরে হাওয়ায় ভেসে গেলে চলে
অনেক আগেই বলে ছিলে তোমার প্রেমে দারুন রকম সব দুঃখ মেলে

দারুন হইচে বস।।

২৮ শে মে, ২০১৪ রাত ২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৪| ২৬ শে মে, ২০১৪ রাত ১০:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর

২৮ শে মে, ২০১৪ রাত ২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ অভি।শুভকামনা থাকলো।

১৫| ২৬ শে মে, ২০১৪ রাত ১১:০৪

আরজু মুন জারিন বলেছেন: ঝড় হলো ,বৃষ্টি হলো ,ধরণীটা শীতল হলো
তোমার এই দূরে থাকা তাতে কি আর ফুরোলো। :)

বাহ!!! চমৎকার ছন্দ ।

শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।

৩০ শে মে, ২০১৪ রাত ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ

১৬| ২৬ শে মে, ২০১৪ রাত ১১:১৩

এহসান সাবির বলেছেন: কবিতা ভালো হয়েছে।

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা

১৭| ২৬ শে মে, ২০১৪ রাত ১১:১৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল।

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় অনেক ধন্যবাদ ।ভাল থাকবেন ।

১৮| ২৬ শে মে, ২০১৪ রাত ১১:৪০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মাঝখান দিয়ে কয়েকটা লাইন একটু কেমন যেন লাগল।

তবে বাকিটুকু চমৎকার। :)

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

১৯| ২৭ শে মে, ২০১৪ রাত ২:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালো লাগলো। কিন্তু কিছুটা খটকা লেগেছে।

শুভকামনা কবি।

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২০| ২৭ শে মে, ২০১৪ সকাল ৮:২৭

কয়েস সামী বলেছেন: ভাল লাগা কবির প্রতি, কবিতার প্রতি।

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ কয়েস সামী।

২১| ২৭ শে মে, ২০১৪ সকাল ১১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


আরও গভীরে যেতে হবে সেলিম ভাই। :)


১১ ই জুন, ২০১৪ সকাল ৭:২৭

সেলিম আনোয়ার বলেছেন: প্রচেষ্টায় আছি । :)

২২| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:১৭

সাজিদ উল হক আবির বলেছেন: কিছুকিছু লাইনের ছন্দমিল এত পারফেক্ট হয়েছে যে বাদবাকি যে লাইনগুলোয় আলসেমি করে ছন্দের ব্যাপারে অসতর্কতা দেখালেন সে গুলো চোখে বালির মত খচখচিয়ে বিঁধেছে সেলিম ভাই।

কিছু কিছু শব্দচয়ন বেশ ভালো লাগলো, কবিতার ভাব ভালো লাগলো।

কিন্তু কবিতাটি নিয়ে আরেকটু খাটাখাটনি করা দরকার ছিল যে!

শুভকামনা রইল।

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

শুভকামনা নিরন্তর ।

২৩| ২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

বাংলার পাই বলেছেন: দুঃখ ছিলে দুঃখ দিলে দুঃখ দিয়ে কোন সুদূরে হাওয়ায় ভেসে গেলে চলে
অনেক আগেই বলে ছিলে তোমার প্রেমে দারুন রকম সব দুঃখ মেলে।
------------অসাধারণ কবিতা।

২৪| ২৮ শে মে, ২০১৪ রাত ২:২১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.