নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সম্মিলিত প্রচেষ্টা

০৫ ই জুন, ২০১৪ রাত ৮:৫০

সম্মিলিত প্রয়াস বিফল হবার নয়

ওভাবেই বিন্দু বিন্দু জল মিলে হয় —বিশাল জলাশয়

একের দ্বারা হয়না কিছু

সাফল্যরা নেয় না পিছু —একার প্রচেস্টায়

একটি ডানায় উড়ে না পাখিি

একটি পায়ে কেমনে হাটি—তাই সুনিশ্চিৎ ব্যর্থতায়

একটি ফুলে কতগুলি দল

পর পরাগরেনু মেখে সৃজে সে ফল-তবেই তার পূর্ণতা মেলে

একটি মানুষ পারে কি কখনো ?

সমাজছেড়ে দূরপাহাড়ে বসতগড়ে যদি কোন

এভাবে কদিন থাকবে বলো- জীবনটা তার যাবে বিফলে।

সফলতা নামের শব্দখানি

মানব সমাজে তার বসতজানি;

একলা ঘরে বসত যার

কার সঙ্গে সফলতা উদযাপন তার?

জীবন তার শুধুই ব্যর্থতার—সবাই মানি।

সম্মিলিত প্রয়াস গেলে বিফলে সমব্যথা আর স্বান্তনা মেলে

লজ্জা তাকে পায় কি নাগালে?



দারুন রকম সব সফলতাগুলি

পিছু নেয় যখন সকলি মিলি—একান্ত প্রচেষ্টায়

তাই সম্মিলিত প্রচেষ্টা বিফল হবার নয়

ওভাবেই বিন্দু বিন্দু জল সাগরের বিশালতায়।





--------------------------------------

বিঃদ্রঃ ব্লগের গুণগত অবস্থা নিয়ে তোলা প্রশ্নের জবাবে কবিতাখানি।



সবাই মিলে আন্তরিক প্রচেষ্টা নিলে সামহুয়ার ইন ব্লগ শ্রেষ্ঠত্বের আসনে যেতে পারবে। কিংবা পূর্বের জমজমাট অবস্থানে ফিরে যাবে।এক্ষেত্রে সম্মানিত ব্লগার যারা অভিমানে দূরে আছেন তারা ফিরে এসে কান্ডারীর ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। নতুনপুরাতন সবাই মিলে প্রচেস্টা নিলে সাফল্য সুনিশ্চিৎ। :)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৪ রাত ৯:২৬

পংবাড়ী বলেছেন: কবিতা, নাকি খনার বচন?

ব্লগ ঠিক আছে, আমাদের জাতীয় চরিত্র আমাদের 'শ্রেণী'তে ভাগ করা শিখায়েছে; কেহ আচেন এলিট ব্লগার, কেহ হয়েছেন কিংবদন্তী।

আসল ব্লগার হলো যিনি উপস্হিত আছেন।

০৫ ই জুন, ২০১৪ রাত ৯:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ ।

খারাপ বলেন নি ।


এটা কবিতা প্রচেষ্টা যেহেতু আমি খনা নই। :)

২| ০৫ ই জুন, ২০১৪ রাত ১০:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো বলেছেন !

০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ ।

৩| ০৫ ই জুন, ২০১৪ রাত ১১:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: ভাললাগা কবিতায় +++++++++++++

০৫ ই জুন, ২০১৪ রাত ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ কবি ।

৪| ০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

সাজিদ উল হক আবির বলেছেন: ব্লগ একজনের একক প্রচেষ্টায় দাঁড়াবে না, সকল ব্লগারই সামুর জন্যে সম্পদ।

কবিতার ভাব ও ভাষা খুবই ভালো লাগলো সেলিম ভাই।

নিরন্তর শুভকামনা।

০৬ ই জুন, ২০১৪ রাত ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভেচ্ছা ও শুভকামনা সব সময়ের জন্য।

০৮ ই জুন, ২০১৪ রাত ৮:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.