নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রণয়ের অভিধান

০৮ ই জুন, ২০১৪ রাত ৩:৩৫





এ কেমন নিষ্ঠুর নিরবতা?

দ্বাররুদ্ধ করে দিয়ে চোখের আড়ালে থাকা,

চোখের অগোচরে তুমি তাই মন ভাল নেই

চারিদিকে ঘিরে আছে যেন রাজ্যের ব্যর্থতা।

_______নিষ্ঠুর খেলায় আছো কেন মেতে

জানিনা কি লাভ হয়েছে তাতে!

অগুচরে আনাগুনা

আমার উঠুনে

তোমার।



সময় যাচ্ছে চলে

__________চাঁদের জোছনা গায়

__________কখনো কালো মেঘমেখে

__________কখনো চৈত্রের বিষম খরায়

সময় চলছে টগবগিয়ে অশ্বগতিতে প্রায়।



______এ কেমন মৌন বেলা চাতকের

_____খঞ্জরসম তা যেন নিরব ঘাতকের

__একটু একটু করে

__যাচ্ছে যেন ছিড়ে

ধৈর্য্যের বাধ।

_____এ অনন্ত প্রতীক্ষা

_____সহ্য হয় না আর।



______এসে যাও প্রাণে প্রিয়া

এসে যাও হৃদয়ে আমার।



প্রকাশিত হও রুপোলী জোছনায়

পৃথিবী জেনে যাক সূর্যালোকে তায়

ভেঙ্গে ফেল ও কপাট ,মিথ্যের আভরণ;

ছিড়ে ফেল কপট শেকল ,মিথ্যে সে পণ

___________জোয়ার ভাটার খেলায়

____________প্রাণের মিলন মেলায়

চল মিলে মিশে হই একাকার

ভেঙে ফেল সব বাধার পাহাড়।



__ভুলে যাও অভিমান;

_______মুছে দাও বিষাদ জ্বালা

______বন্ধ করো এ নিঠুর খেলা

হয়ে যাক অভিসার,

সহ্য হয়না আর;

ব্যর্থ এ কড়ানাড়া

এ বিরহ ভার;

হৃদয়ের এপিটাফে

রচিত হোক আজি প্রণয়ের অভিধান।



মন্তব্য ৫৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৪ রাত ৩:৪৩

আমি শঙ্খনীল কারাগার বলেছেন: অসাধারণ কবিতা সেলিম ভাই।

০৮ ই জুন, ২০১৪ রাত ৩:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ১ম কমেন্টে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২| ০৮ ই জুন, ২০১৪ ভোর ৪:৩৬

হাতীর ডিম বলেছেন: সুন্দর কবিতা :)

০৮ ই জুন, ২০১৪ ভোর ৪:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। আমি মুগ্ধ ছোট্ট কালো পাখিটির বাসা বানানোর ক্ষমতায়।একে পাকা ছাদের নিচে কেমন করে বাসা বানালো।

ছবিটি দিয়ে বলতে চেয়ে একটা অপেক্ষায় আছে বাসায় তার ভালবাসার পাখিটি দ্বাররুদ্ধ করে বসে আছে। সে দরজা খুললে তবেই তার কাছে যেতে পারেবে।সে অপেক্ষাতে বসে আছে পাখি।

৩| ০৮ ই জুন, ২০১৪ ভোর ৪:৪১

বনলতা মুনিয়া বলেছেন: সুন্দর :)

০৮ ই জুন, ২০১৪ ভোর ৫:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুবকামনা থাকলো ।

৪| ০৮ ই জুন, ২০১৪ ভোর ৪:৫৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: বাহ! :)

০৮ ই জুন, ২০১৪ ভোর ৫:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৮:০৩

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:১৫

সময়ের ডানায় বলেছেন: সুন্দর কবিতা।

০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সময়ের ডানায়। ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

৭| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর কবিতা সেলিম ভাই +++

০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:২৬

সুমাইয়া আলো বলেছেন: কবিতায় প্লাস ♥♥♥♥♥

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ্

৯| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:০৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভুলে যাও অভিমান;
_______মুছে দাও বিষাদ জ্বালা
______বন্ধ করো এ নিঠুর খেলা
হয়ে যাক অভিসার ।

সুন্দর !!

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১০| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৪১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সুন্দর নান্দনিক শব্দ চয়নে ভালোলাগা ...
শুভকামনা জানবেন ...

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা

১১| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৯

মিনুল বলেছেন: অনেক ভালো লাগলো সেলিম ভাই।শুভকামনা রইলো।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুবকামনা ।

১২| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:০০

মানসসরোবর বলেছেন: বারবার পড়তে ইচেছ করে!

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।

১৩| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৭

চড়ুই বলেছেন: সময় যাচ্ছে চলে
__________চাঁদের জোছনা গায়
__________কখনো কালো মেঘমেখে
__________কখনো চৈত্রের বিষম খরায়
সময় চলছে টগবগিয়ে অশ্বগতিতে প্রায়।

লাইন গুলো সুন্দর। আসলে কবিতা লিখতে হলে বিশাল শব্দ ভান্দার
থাকা লাগে 8-| ভালো লাগলো ।

০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

ঠিক বলেছেন শব্দ ভান্ডার চাই। আর সেগুলো ব্যবহার করার ক্ষমতা ।

১৪| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ একটি কবিতা ------ভীষণ ভীষণ ভাল লেগেছে

০৮ ই জুন, ২০১৪ রাত ৮:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৫| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৬

ডি মুন বলেছেন: পাখিটার চোখে আগুন জ্বলছে। এই পাখিটার নাম কি সেলিম ভাই?

০৮ ই জুন, ২০১৪ রাত ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: ওর চোখ টকটকে লাল। মনে হবে আগুন জ্বলছে।আগুনচোখা নাম হলে যথোপযুক্ত হতো।নাম জানা নেই।

১৬| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ২:১৪

শ্লোগান০০৭ বলেছেন: অনবদ্য ছবি....। অনবদ্য লেখা...... মুগ্ধতা নিন দাদা

০৮ ই জুন, ২০১৪ রাত ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৭| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ কবিতা সেলিম ভাই।

০৯ ই জুন, ২০১৪ রাত ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৮| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৭

দুঃখ বিলাস বলেছেন: ভালো কবিতা।

০৯ ই জুন, ২০১৪ রাত ১২:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ দুঃখ বিলাস । ভাল থাকবেন ।

১৯| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:২২

পংবাড়ী বলেছেন: সুন্দর।

০৯ ই জুন, ২০১৪ রাত ১২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২০| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! কবিতায় ভালো লাগা রইলো সেলিম ভাই!

০৯ ই জুন, ২০১৪ রাত ২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

২১| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

নাইস ওয়ান সেলিম ভাই।

++++

০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ সুপ্রিয় স্নিগ্ধ শোভন ।

২২| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

শাহজাহান মুনির বলেছেন: এ কেমন নিষ্ঠুর নিরবতা?
দ্বাররুদ্ধ করে দিয়ে চোখের আড়ালে থাকা,
চোখের অগোচরে তুমি তাই মন ভাল নেই
চারিদিকে ঘিরে আছে যেন রাজ্যের ব্যর্থতা।



ইস! লেখাটা গতকাল পেলে ভালো হতো । কবিতায় ভালোলাগা জানবেন ।

০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৩| ০৮ ই জুন, ২০১৪ রাত ৯:১৪

ডট কম ০০৯ বলেছেন: জানিনা কি লাভ হয়েছে তাতে!
অগুচরে আনাগুনা
আমার উঠুনে
তোমার


অগোচরে আনাগোনা হবে কি? সেলিম ভাই।

কবিতা অসাধারন হয়েছে।

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২৪| ০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৫৮

উদাস কিশোর বলেছেন: সুন্দর কবিতা. . . . .

১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২৫| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক সুন্দর +++

প্রণয়ের অভিধানে প্রণয়ের বাসস্থান :) :)

বরাবরের মতই সুপার

১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। অনেকদিন পর আপনার আগমন।

ভাল থাকবেন সবসময় ।

২৬| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ২:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রকাশিত হও রুপোলী জোছনায়
পৃথিবী জেনে যাক সূর্যালোকে তায়
ভেঙ্গে ফেল ও কপাট ,মিথ্যের আভরণ;
ছিড়ে ফেল কপট শেকল ,মিথ্যে সে পণ


দুর্দান্ত সেলিম ভাই !

১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ্

২৭| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৫

সুফিয়া বলেছেন: আপনার কবিতার মূল্যায়ন করব সেই যোগ্যতা নেই। তবু লাইন ক'টা খুব ভালো লেগেছে।

চাঁদের জোছনা গায়
__________কখনো কালো মেঘমেখে
__________কখনো চৈত্রের বিষম খরায়
সময় চলছে টগবগিয়ে অশ্বগতিতে প্রায়।

১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো।


ভাল থাকবেন সবসময় এই কমনা থাকলো ।

২৮| ০৯ ই জুন, ২০১৪ রাত ৮:৩৫

একজন ঘূণপোকা বলেছেন: __ভুলে যাও অভিমান;
_______মুছে দাও বিষাদ জ্বালা
______বন্ধ করো এ নিঠুর খেলা


সুন্দর।

১০ ই জুন, ২০১৪ রাত ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৯| ১১ ই জুন, ২০১৪ রাত ১:৪৭

রোমেন রুমি বলেছেন:
সুন্দর !
সেলিম ভাই কেমন আছেন ?

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।


আলহামদু্লিল্লাহ ভাল আছি ।

৩০| ১৪ ই জুন, ২০১৪ দুপুর ১:১৭

আমি সাজিদ বলেছেন: আহা।আনকেল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.