নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আখুটি

১০ ই জুন, ২০১৪ রাত ১১:১৮



(আমার ক্যাম্পাসে নিঃসঙ্গ বিষণ্ণ বকটা হয়তো তার সঙ্গীকে কাছে চাইছিল )



আলোকিত পৃথিবীর সবটুকু আলো

তোমাকে ঘিরে বুঝি সৃষ্টি হয়েছিলো

_____সাগরের বুকে যতটুকু গভীর

তোমার চোখে চেয়ে হয়েছে অধীর ।



তোমার ছোট সে গৃহে—সুখের বর্ষা যেন বহে।



তোমার হাসিতে আলোক রাশি যে মলিন হয়েছে

তোমার চলাতে এই ধরনীতে বুঝি ঝরণা বয়েছে।

______সুখের আশে মেঘেরা ভাসে মুক্ত হাওয়ায়,

_____সাগর তীর শান্তির নীড় তোমার ছোঁয়ায়।



তুমি চলে গেছো সাথে নিয়ে গেছো সুখের প্রলয়

আমার এ জীবন তাই বুঝি এমন নিকষ কালোয়।

তাই বুঝি আজি তোমােকে খুঁজি খুঁজে খুঁজে দিশেহারা

তুমি আসবে যদি তাই যে নিরবধি রয়েছি পাগলপারা।



ওগো প্রিয়তমা করে মোরে ক্ষমা যদি এসো ফিরে এবার

সত্যি বলছি শপথ করেছি তোমার প্রাণে কষ্ট দেবনা আর।



চন্দ্র সূর্য গ্রহ তারা বুঝি হয়রান আজি— তোমায় খুঁজি খুঁজি

এ প্রতীক্ষার চাই অবসান— সান্তনা পাবে তবে ব্যথাভরা এ প্রাণ।

________আলোকিত এ পৃথিবীর সবটুকু আলো

________তোমাকেই ঘিরে বুঝি সৃষ্টি হয়েছিলো

তোমার বিহনে তাই আধারে কালো— বিষন্ন মম প্রাণ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৪ রাত ১১:২৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: দূর্দান্ত সেলিম ভাই!!!!

১০ ই জুন, ২০১৪ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১০ ই জুন, ২০১৪ রাত ১১:৩৮

পংবাড়ী বলেছেন:

কবিতাটি একাকীত্তের সকল দু:খকে জাগ্রত করেছে।

আপনি কি রুপ বদলায়ে মাঝে মাঝে বক হয়ে যান?

১১ ই জুন, ২০১৪ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

পাখি না হলে আকাশলীনার কছে যবো কিভাবে? তাই পাখি হয়ে ওঠা।

ভাল থাকবেন সবসময় ।

৩| ১০ ই জুন, ২০১৪ রাত ১১:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন:


ছবি ও কবিতা দুটোই ভালো লাগলো।

১১ ই জুন, ২০১৪ রাত ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ১১ ই জুন, ২০১৪ রাত ১২:০২

একজন ঘূণপোকা বলেছেন: ওগো প্রিয়তমা করে মোরে ক্ষমা যদি এসো ফিরে এবার
সত্যি বলছি শপথ করেছি তোমার প্রাণে কষ্ট দেবনা আর।[/sb



একটি প্রেমের আত্মকাহিনী :D :D :D

তৃতীয় প্লাসসহ ভালো লাগা :)

১১ ই জুন, ২০১৪ রাত ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ১১ ই জুন, ২০১৪ রাত ১২:১৭

ডট কম ০০৯ বলেছেন: এক কথায় সুন্দর।

১১ ই জুন, ২০১৪ রাত ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তন শুভকামনা ।

৬| ১১ ই জুন, ২০১৪ রাত ১:২২

রক্তপলাশ বলেছেন: কবিতার চাইতে ছবিটা ভাল হয়েছে B-)

১১ ই জুন, ২০১৪ সকাল ৭:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ১১ ই জুন, ২০১৪ সকাল ৮:১৬

সময়ের ডানায় বলেছেন: _____সাগরের বুকে যতটুকু গভীর
তোমার চোখে চেয়ে হয়েছে অধীর ++++

১১ ই জুন, ২০১৪ সকাল ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ১১ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: গুড গোয়িং সেলিম।

১১ ই জুন, ২০১৪ সকাল ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ১১ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৯

সুফিয়া বলেছেন: আমি এত ভালো কবিতা লিখতে পারিনা। তবে কিছু কিছু কবিতা পড়তে ভালো লাগে।আপনার কবিতা সম্পর্কে কিছু লিখব সেরকম যোর্গতা বোধহয় এখনও অর্জন করতে পারিনি। তবে কিছু কিছু কথা বেশ মন ছুঁয়ে গেছে।

আলোকিত পৃথিবীর সবটুকু আলো
তোমাকে ঘিরে বুঝি সৃষ্টি হয়েছিলো
_____সাগরের বুকে যতটুকু গভীর
তোমার চোখে চেয়ে হয়েছে অধীর ।


কবিতার নাম 'আখুটি।' শব্দটার অর্থ জানিনা। জানালে খুশী হবো। ধন্যবাদ আপনাকে।

১১ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। আখুটি শব্দটির অর্থ আহবান ।

এটা আকাশলীনাকে ফিরে আসার আহবান ।


ভাল থাকবেন সবসময় ।

১০| ১১ ই জুন, ২০১৪ সকাল ১০:৪২

মামুন রশিদ বলেছেন: বুঝলাম, কবির মন ভিজে আছে । ভেজা তুলির নরম আঁচড়ে অনবদ্য কবিতার শিল্পিত প্রকাশ ।


ভালোলাগা++

১১ ই জুন, ২০১৪ সকাল ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।

আমি ভিজে আছি ভিজে আছি বহুদুরে.....
সখি কি আসবে হেথা প্রণয় বিহারে ?

১১| ১১ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৩

জুন বলেছেন: অসম্ভব সুন্দর একটি কবিতা পাঠ হলো সেলিম আনোয়ার। আমিও ভাবছিলাম জানতে চাইবো আখুটি অর্থ কি? প্রশ্নের উত্তর পেলাম মন্তব্যের ঘরে ।
+

১১ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনার এমন ক্রিটিকস পেয়ে দারুন ভাল লাগছে।

কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১২| ১১ ই জুন, ২০১৪ রাত ৮:৪২

মোঃ ইসহাক খান বলেছেন: বিষণ্ণতার আবহটি চমৎকার।

১২ ই জুন, ২০১৪ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শু ভকামনা

১৩| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:৩৮

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




তুমি চলে গেছো সাথে নিয়ে গেছো সুখের প্রলয়
আমার এ জীবন তাই বুঝি এমন নিকষ কালোয়।


কবির আখুটির খুনসুটি বুঝতে পারছি । কিন্তু যে যায়, সে যায় .... যেমোন যায় দিন ।

আপনার ক্যাম্পাসে একদিন পরিযায়ী পাখিরা আসবে । নিঃসঙ্গ বিষণ্ণ বকটা আবার প্রসন্ন হয়ে উঠবে !!!!!!!!

১২ ই জুন, ২০১৪ রাত ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট কাব্যিক ঢঙে।খুব ভাল লাগলো ।

ভাল থাকবেন সবসময় ।

১৪| ১২ ই জুন, ২০১৪ রাত ১২:২৭

সুমন কর বলেছেন: সুন্দর !!

১২ ই জুন, ২০১৪ রাত ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৫| ১২ ই জুন, ২০১৪ সকাল ১০:৫০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: +++

ছবির সাথে কবিতার অনেক মিল পেলাম

অনেক সুন্দর ভাইয়া অনেক ভালোলাগা

১২ ই জুন, ২০১৪ দুপুর ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।

১৬| ১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: প্রিয়ার বিয়োগের ব্যথায় কাতর ....মন ছুঁয়ে যাওয়া কবিতা, ভালো লাগলো।

১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৭| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো

১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০২

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৮| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


অনবদ্য +++

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১৯| ১৪ ই জুন, ২০১৪ দুপুর ১:১৪

আমি সাজিদ বলেছেন: আহা। অনবদ্য অনবধ্য।

২০| ১৪ ই জুন, ২০১৪ দুপুর ১:১৬

আমি সাজিদ বলেছেন: তিব্র আখুতি সেলিম আনকেল। বেশ ভালো লাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.