নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কেমন আছো বাবা?

১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৩





কেমন আছো ,বাবা ?

আমাকে ছাড়া শূণ্য গৃহে থাকা!

এখনো কি খুব সকালে এসে আমার বারান্দায়

তুমি চুপিসারে খুজেছো কখনো আমায়

আর বিড়বিড় করে বলেছো, অলস খোকা

সূর্য ওঠে গেছে আর ঘুমোবি কত প্রহর?

তারপর কাছে এসে

গুজা খোলা মশারি পাশে দাড়িয়ে

কখনো মশারির ভিতর ঢুকে

রক্ত খেয়ে ফুলে ওঠা মশাগুলি মেরে

তোমার পবিত্র হাতে স্নেহের পরশ মেখে

কপট রাগের ছলে

এখনো কি বলে ওঠো বাবা মনের ভুলে

ঠিকমত ঘুমোতে শিখনি খোকা

সেই সুযোগে মশাগুলো রোজ পেয়ে বসে বোকা।



এখানে নিত্য হাহাকার

এখানে যাচ্ছে বেলা একা থাকার

এখানে রাজ্যের কাজ আমার

ঘর ঝাড়ো থেকে রন্ধন কর্ম —বাজার।



কত ঘর্মাক্ত কর্মশালা রোজ

সেগুলোর খবর রাখে না কেউ

এসব কর্মযজ্ঞ মাঝে নিয়ত পাই তোমার খোঁজ।



এই যে আছি এত দূরে

তবু তুমি থাকো নিয়ত মম হৃদয়ের গভীরে’



তোমার আদর, স্নেহ আর সুশীতল ছায়া

নশ্বর ধরণীতে যেন স্বর্গ খোঁজে পাওয়া ।

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৭

চড়ুই বলেছেন: সুন্দর, প্লাস দিলাম।

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:২০

এহসান সাবির বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম।

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ ।

৩| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


বাবা দিবসে সব বাবাদের জন্য শ্রদ্ধা।

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

৪| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫২

সুমাইয়া আলো বলেছেন: বাহ খুব সুন্দীয় কবিতা সেলিম ভাইয়া

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ভাল লাগা। ধন্যবাদ ।

৫| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৯

রোদেলা বলেছেন: এই যে আছি এত দূরে
তবু তুমি থাকো নিয়ত মম হৃদয়ের গভীরে’
এটাই সত্য ।

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৭

সুমন জেবা বলেছেন: এখানে নিত্য হাহাকার
এখানে যাচ্ছে বেলা একা থাকার
এই যে আছি এত দূরে
তবু তুমি থাকো নিয়ত মম হৃদয়ের গভীরে’..

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সকল বাবার জন্য সালাম।
কবিতায় ভাল লাগা

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার কবিতা পড়ে আবারও স্মৃতির মনিকোঠায় ভেসে উঠল বাবার কথা তাতো বার বার পড়তে ইচ্ছে করছে -------------

কেমন আছো ,বাবা ?
আমাকে ছাড়া শূণ্য গৃহে থাকা!
এখনো কি খুব সকালে এসে আমার বারান্দায়
তুমি চুপিসারে খুজেছো কখনো আমায়
আর বিড়বিড় করে বলেছো, অলস খোকা
সূর্য ওঠে গেছে আর ঘুমোবি কত প্রহর?
তারপর কাছে এসে
গুজা খোলা মশারি পাশে দাড়িয়ে
কখনো মশারির ভিতর ঢুকে
রক্ত খেয়ে ফুলে ওঠা মশাগুলি মেরে
তোমার পবিত্র হাতে স্নেহের পরশ মেখে
কপট রাগের ছলে
এখনো কি বলে ওঠো বাবা মনের ভুলে
ঠিকমত ঘুমোতে শিখনি খোকা
সেই সুযোগে মশাগুলো রোজ পেয়ে বসে বোকা।

এখানে নিত্য হাহাকার
এখানে যাচ্ছে বেলা একা থাকার
এখানে রাজ্যের কাজ আমার
ঘর ঝাড়ো থেকে রন্ধন কর্ম —বাজার।

কত ঘর্মাক্ত কর্ম শালা রোজ
সেগুলোর খবর রাখে না কেউ
এসব কর্মযজ্ঞমাঝে নিয়ত পাই তোমাদের খোঁজ।

এই যে আছি এত দূরে
তবু তুমি থাকো নিয়ত মম হৃদয়ের গভীরে’

তোমার আদর, স্নেহ আর সুশীতল ছায়া
নশ্বর ধরণীতে যেন স্বর্গ খোঁজে পাওয়া ।

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৯| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৮

মামুন রশিদ বলেছেন: সকল বাবার প্রতি ভালোবাসা ।

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সকল বাবার প্রতি শ্রদ্ধা ।

১০| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৬

অঘটনঘটনপটীয়সী বলেছেন: বাবার কথা মনে পরে গেল। সুন্দর কবিতা।

১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

১১| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৯

জাফরুল মবীন বলেছেন:
“তোমার আদর, স্নেহ আর সুশীতল ছায়া
নশ্বর ধরণীতে যেন স্বর্গ খোঁজে পাওয়া ”
-বাবাকে নিয়ে সন্তানদের এরূপ অনুভূতির বহিঃপ্রকাশ সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।আজকের এ বিশেষ দিনটিতে পৃথিবীর সকল বাবার জন্য রইলো সশ্রদ্ধ শুভেচ্ছা।

১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম।চমকার কমেন্টে ও পাঠে ধন্যবাদ।শুভকামনা নিরন্তর ।

১২| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

ডট কম ০০৯ বলেছেন: বাবা দিবশের উপহার পেয়ে গেলাম। অনেক অনেক মুগ্ধতা রেখে গেলাম।

১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ্

১৩| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

জোজোপ্রিন্স বলেছেন: বাবা তোমাকে বলা হয় নি
তোমার পাগল ছেলে টা
তোমাকে অনেক ভালবাসে!!!

বাবা তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও
আমি এই যন্ত্রণাময় শহরে বড় একা।
এখানে সবাই কষ্ট দেয়
কেউ ভালবেসে কাছে টেনে নেয় না ।

তুমি কোথায় বাবা ?
বাবা তুমি আমাকে একটু আদর করো না !!

১৬ ই জুন, ২০১৪ রাত ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

১৪| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

সুমন কর বলেছেন: বাবা দিবসে সকল বাবাকে জানাই বিনম্র শ্রদ্ধা।

কবিতা ভাল লাগল।

১৬ ই জুন, ২০১৪ রাত ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ সুমন কর ।

১৫| ১৫ ই জুন, ২০১৪ রাত ৯:৫২

মিনুল বলেছেন: সুন্দর কবিতা। ++++

১৬ ই জুন, ২০১৪ রাত ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ মিনুল ।

১৬| ১৫ ই জুন, ২০১৪ রাত ৯:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন কবি +++++++++++

১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ্

১৭| ১৫ ই জুন, ২০১৪ রাত ১০:১২

আসোয়াদ লোদি বলেছেন: কবিতাটি আমাকে নস্টালজিয়ায় আক্রান্ত করেছে । আমি যখন আমার মেয়েকে ফোন করি, সে প্রথমে বলে কেমন আছ বাবা ....।

১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। কবিতা লেখার সময় আমিও নস্টালজিক হয়ে লিখেছি।

১৮| ১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৩৬

স্বপ্নছোঁয়া বলেছেন: এখানে নিত্য হাহাকার
এখানে যাচ্ছে বেলা একা থাকার
এখানে রাজ্যের কাজ আমার
ঘর ঝাড়ো থেকে রন্ধন কর্ম - বাজার|
ভাল লেগেছে |

১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কর্ম লিস্টে লেখাপড়ার কথা উল্লেখ করিনি। ১৭.২৪ ২৬ তারিখে এক্সাম লাইফ ঝালাপালা এর মধ্যে চলছে বিশ্বকাপ।

১৯| ১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৪৭

একজন ঘূণপোকা বলেছেন:
বাবা দিবসের দারুন সুন্দর কবিতা। :)


আমি অনেক লাকি, আমার বাবাকে আমি চাইলেই পাই।

১৭ ই জুন, ২০১৪ রাত ৩:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। বাবাও যেন চাইতেই আপনাকে পায় ।

২০| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সকল বাবারা ভাল থাকুক, এপার কিংবা ওপারে।

১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ কবি ।

২১| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:৩২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা । :)

২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২২| ২২ শে জুন, ২০১৪ রাত ৯:০৭

বকুল০৮ বলেছেন:
"কত ঘর্মাক্ত কর্মশালা রোজ
সেগুলোর খবর রাখে না কেউ
এসব কর্মযজ্ঞ মাঝে নিয়ত পাই তোমার খোঁজ।"

অনেক অনেক ভালো লাগা!

২৯ শে জুন, ২০১৪ সকাল ৭:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.