নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রত্যুত্তর

২০ শে জুন, ২০১৪ ভোর ৬:৪৫





বর্তমান অতীতের দর্পন

বর্তমান অতীতেরই কাহন

বর্তমানে অতীতের চেহারা ভেসে ওঠে

জেমস হাটনের সেই বিখ্যাত সূত্রের মত

"প্রেজেন্ট ইজ কী টু দা পাস্ট"



আজিকের পৃথিবীতে যেভাবে সূর্য ওঠে

চন্দ্র জোছনা বিলোয়—তারারা জ্বালে মিটিমিটি আলো

এ পৃথিবীর চিরন্তন রীতি —সুদূর অতীতেও এমনটি ছিলো।



আজিকের ফসিল—ওলী ম্যামোথ কিংবা ডাইনোসর

তাও বলে দেয় বর্তমান কিছু নয় যেন শুধু তারা অতীতের ধারাবহিকতার।



আজিকের সাগরের ঢেউ কিংবা জলজ জোয়ার ভাটা

ঠিক এমনটি ছিল সুদূর অতীতে যেমতি চন্দ্র-সূর্যমাখা।

আজিকের এই অবস্থাটিও সব নিয়ামকে ঘেরা অতীতের

ভাল মন্দের মিশেলে তা চলার পথ হয়েছে আজি পথিকের

আজিকের এই দিনটি তাই অন্য কিছু নয়

অতীতের দিনগুলির ফলে তা সংঘটিত হয়।

অতীতের জৌলুস—তাতে যদি কোন ভাটা পরে থাকে

অতীতের আনন্দ গান—তাতে যদি বিষাদের সুর জাগে

সেটির জন্য আজিকের দিনটি দায়ি নয়

সেটির বীজ বোপিত হয়েছে কোন এক আগে নিশ্চয়

আজিকের এই দিনে যদি অযোগ্যতা ভর করে

তার দায় বর্তায় কার ঘাড়ে?

বর্তমানে হাতে খড়ি হয়েছে যার —দোষ ঘাড়ে চাপেনা তার

সবই পুরাতনের ঘাড়ে এসব ব্যর্থতাভার।

যদি অতীতের কোন রাতে সাফল্যের কথা থাকে

সেটিও অতীতের কাধে চড়ে ঘটেছিল রাতের অনুরাগে

মৃত্যু শাসিত এই পৃথিবীতে সুযোগ নেই পিছু হটবার

নতুন পুরুনো মিলেই আসে যদি সুদিন আবার!



জেমস হাটনের সেই যুগান্তকারী সূত্রের মত

বর্তমান অতীতের প্রতিচ্ছবি

গোধূলীর সোনার আলোয় যেমতি — নিত্য অস্তরবি।

মন্তব্য ৬৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৪ সকাল ৯:০০

সানড্যান্স বলেছেন: দারূন!! পড়াশুনার কি অবস্থা?

২০ শে জুন, ২০১৪ সকাল ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। চলছে পড়াশুনা অনিয়মিত। ভাল থাকবেন।

২| ২০ শে জুন, ২০১৪ সকাল ৯:০৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অসাধারণ!

২০ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো

৩| ২০ শে জুন, ২০১৪ সকাল ৯:৩৪

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



" বর্তমান অতীতের প্রতিচ্ছবি
গোধূলীর সোনার আলোয় যেমতি নিত্য অস্তরবি। "


ঠিকই বলেছেন । যেমোন পোষ্টের নয়নকাড়া গোধূলীর ছবিটিও কিন্তু অতীতের , আট মিনিট আগের ।

ভালো লাগলো কবিতার বক্তব্য । শুভেচ্ছান্তে ।

২০ শে জুন, ২০১৪ দুপুর ১:২০

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ও পাঠে ধন্যবাদ। গোধূলীর আলো আমার দারুন ভাল লাগে।এত রঙিন।এত সুন্দর।

ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

৪| ২০ শে জুন, ২০১৪ সকাল ৯:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতায় ভালো-লাগা জানাচ্ছি :)
কবিকে জানাচ্ছি শুভেচ্ছা :)

২০ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুবকামনা।

৫| ২০ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৭

আমি দিহান বলেছেন: "প্রেজেন্ট ইজ কী টু দা পাস্ট"

পাঠক হিসেবে আপনার লিখাটাকে সাধুবাদ জানাই। সেই সাথে সাধুবাদ জানাচ্ছি আপনাকেও।

মৃত্যু শাসিত এই পৃথিবীতে সুযোগ
নেই পিছু হটবার। এই লাইনটাও ভালো লেগেছে।

২০ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ২০ শে জুন, ২০১৪ সকাল ১০:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:
হারিয়েছে যে সময়
হারিয়ে যায় যে সময়
আর ফিরে আসেনা
বর্তমান সোনালী অতীত হয়ে রয়

আজ যেমন আগামীর অতীত ;)

++++

২০ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন সবসময় ।

২০ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন সবসময় ।

৭| ২০ শে জুন, ২০১৪ সকাল ১১:১৭

জাহাঙ্গীর.আলম বলেছেন:
একটি লাইন কিছু উপলব্দি সাথে অনুভূতি

প্রকাশে উপস্থাপনায় চমৎকার কথামালা ৷

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
যদি অতীতের কোন রাতে সাফল্যের কথা থাকে
সেটিও অতীতের কাধে চড়ে ঘটেছিল রাতের অনুরাগে


চমৎকার কবিতা ও বোধ !
অনেক ভালোলাগা +++

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

সেলিম আনোয়ার বলেছেন: স্বপ্নচারী গ্রানমা সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৮

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: ভালো লাগল,প্রিয়তে নিলাম।

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়তে নেয়াতে অনেক ধন্যবাদ। আর শুভকামনা থাকলো।

১০| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৪:২২

অঘটনঘটনপটীয়সী বলেছেন: বেশ ভাল লাগলো। শুভ কামনা আপনার জন্য।

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক শুভকামনা। অঘটনঘটনপটীয়সী। ভালথাকবেন নিরন্তর।

১১| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৫:১৮

গোঁফওয়ালা বলেছেন: কবিতা কম বুঝি, তাই গুরুগম্ভীর মন্তব্য করতে পারলাম না :P
কবিতা ভালো লাগছে।

২০ শে জুন, ২০১৪ রাত ৮:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। গুরুগম্ভীর মন্তব্য লাগবে না ।

১২| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৫:২৭

তওসীফ সাদাত বলেছেন:


অতীত আর বর্তমানের খেলায় অতীত নয়, বর্তমা মূল্য পাওয়া উচিত, আজকের বর্তমান আগামী দিনের অতীত। আজকে আপনি সুন্দর কিছু করলে আগামী দিন তাঁর ভাল ফল পাবেন, তখন ভেবে আনন্দিত হবেন অতীতের সেই কাজের কথা। বর্তমান সুন্দর হলে, অতীত এবং ভবিষ্যৎ দুটোই সুন্দর হয়।

২০ শে জুন, ২০১৪ রাত ৮:৪১

সেলিম আনোয়ার বলেছেন: এটি একজন মহান বিজ্ঞানীর সূত্র।তাকে জিওলজির জনক বলা হয়। তার সূত্র দিয়েই বলেছি আজকের এই অবস্থা অতীতের উপর প্রতিষ্ঠিত। তাই আগের ব্লগের সুদিন নিয়ে আফসোস করে সুন্দর বর্তমান গড়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।হা হুতাস না করে সুন্দর বর্তমান গড়ার প্রত্যয়ে ব্লগিং শুরু করলেই তো হয়।

কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৩| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৫:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন:


কবিতায় ভালো লাগা কবি!!!!

২০ শে জুন, ২০১৪ রাত ৯:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন।

১৪| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫২

আরজু মুন জারিন বলেছেন: বর্তমান অতীতের দর্পন
বর্তমান অতীতেরই কাহন
বর্তমানে অতীতের চেহারা ভেসে ওঠে
জেমস হাটনের সেই বিখ্যাত সূত্রের মত

অতীতের দিনগুলির ফলে তা সংঘটিত হয়।
অতীতের জৌলুস—তাতে যদি কোন ভাটা পরে থাকে
অতীতের আনন্দ গান—তাতে যদি বিষাদের সুর জাগে
সেটির জন্য আজিকের দিনটি দায়ি নয়

চমত্কার। ....অন্যধরনের লেখা পড়লাম। লেখক কে ধন্যবাদ। শুভেচ্ছা রইল সেলিম আনোয়ার।

২০ শে জুন, ২০১৪ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা জুলিয়েট :P

১৫| ২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

জুন বলেছেন: মৃত্যু শাসিত এই পৃথিবীতে সুযোগ নেই পিছু হটবার
নতুন পুরুনো মিলেই আসে যদি সুদিন আবার

অপুর্ব সেলিম আনোয়ার
+

২০ শে জুন, ২০১৪ রাত ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় জুন আপু।

শুভকামনা থাকলো নিরন্তর। ভাল থাকবেন সবসময় ।

১৬| ২০ শে জুন, ২০১৪ রাত ৮:০২

একজন ঘূণপোকা বলেছেন:
মুগ্ধপাঠ!!!! :)


ধন্যবাদ কবি :)

২১ শে জুন, ২০১৪ রাত ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ্ নিরন্তর শুভকামনা ।

১৭| ২০ শে জুন, ২০১৪ রাত ৮:০৬

সুমাইয়া আলো বলেছেন: ভালো লাগা ♥♥♥♥♥

২১ শে জুন, ২০১৪ রাত ১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৮| ২০ শে জুন, ২০১৪ রাত ৯:৪৪

সোজা কথা বলেছেন: ভালো লাগছে।

২১ শে জুন, ২০১৪ রাত ২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সোজা কথা পাঠে ও কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।

১৯| ২০ শে জুন, ২০১৪ রাত ৯:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতায় +

২১ শে জুন, ২০১৪ সকাল ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২০| ২১ শে জুন, ২০১৪ রাত ১২:১৪

ওয়্যারউলফ বলেছেন: অতীত বলে আসলে কিছুই নেই। সবই বর্তমান। এই বর্তমানই অতীত হয়ে যায় যা কোনদিন আর ফিরে আসে না।

২১ শে জুন, ২০১৪ সকাল ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২১| ২১ শে জুন, ২০১৪ সকাল ১০:১৯

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর লিখেছেন সেলিম । শুধু 'আজিকের' শব্দটার পুনরাবৃত্তি ভালো লাগে নাই ।

২১ শে জুন, ২০১৪ সকাল ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: মামুন ভাই। ব্লগে পোস্ট দেখলাম ব্লগে আগে কত নাম করা লোকজন ব্লগিং করতেন। আর এখন কারা করছেন। ব্লগের তবিয়ত নাকি খুব খারাপ এখন। আগে ব্যাপক ভাল ছিল। লাইক পড়তো শয়ের উপর কমেন্ট পরতো হাজার খানেক। আরও অনেক কিছু।তখন আর্থ সাইন্সের জনক জেমস হাটনের কাল জয়ী সূত্রের কথা মনে পড়লো। অতীতের উপর বর্তমান দাড়িয়ে আছে।ব্লগের বর্তমান অবস্থা তো তাদের কর্মফল।
সূত্রানুযায়ী আজ আর কাল ভাব ধারা বেশি চলে আসছে। তা্ই এর এত পুনরাবৃত্তি।
১৭০০০০০ ব্লগারের লাইক আর কমেন্ট দেয়ার ক্ষমতা নিশ্চয় ৫০০০০ হাজার মানুষের চেয়ে বেশি।সৈয়দ মুজতবা আলীর মত বলতে হয় লাইক আর কমেন্ট দিয়ে কেউ দেউলিয়া হয় না। :P পোস্ট পড়ে তো নয়ই।

২২| ২১ শে জুন, ২০১৪ সকাল ১০:২২

মোঃ ইসহাক খান বলেছেন: সহজ চরণে লিখেছেন।

শুভেচ্ছা রেখে গেলাম।

২১ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ মোঃ ইসহাক খান ।

২৩| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৫

রোদেলা বলেছেন: সুদিনের অপেক্ষায় থাকলাম।

২১ শে জুন, ২০১৪ দুপুর ১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুদিন ফিরিয়ে আনার জন্য প্রত্যয়ী হোন।

পাঠে ও কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৪| ২১ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৯

সামুস কিং বলেছেন:
ভাল কবিতা

২১ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২৫| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।

২১ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় দূর্জয় আপনার কমেন্ট আমার জন্য প্রেরণা ।ভাল থাকবেন সবসময়।

২৬| ২১ শে জুন, ২০১৪ রাত ১০:২৮

সাজিদ উল হক আবির বলেছেন: বেশ ভালো লাগলো সেলিম ভাই।
শুভেচ্ছা নিরন্তর।

২২ শে জুন, ২০১৪ ভোর ৬:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

২৭| ২১ শে জুন, ২০১৪ রাত ১১:৫৯

লিরিকস বলেছেন: +

২২ শে জুন, ২০১৪ ভোর ৬:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৮| ২২ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার +++

২৩ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২৯| ২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে।

২৯ শে জুন, ২০১৪ ভোর ৬:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৩০| ২২ শে জুন, ২০১৪ রাত ৯:০৪

বকুল০৮ বলেছেন:
"বর্তমান কিছু নয় যেন শুধু তারা অতীতের ধারাবহিকতার।"- অনেক ভালো লাগা!

২৯ শে জুন, ২০১৪ ভোর ৬:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।

৩১| ২২ শে জুন, ২০১৪ রাত ১০:২৫

টুম্পা মনি বলেছেন: চমৎকার লেখা। অজস্র শুভকামনা।

৩২| ২৩ শে জুন, ২০১৪ রাত ১:৫৮

আহসানের ব্লগ বলেছেন: একবার পড়েছিলাম হয়তোবা ।
আবার পড়ে গেলাম :)

৩৩| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা+

৩৪| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১২:১১

আকিব আরিয়ান বলেছেন: কবিতাটা ভালো লেগেছে, অতীতে ভালো কিছু করতে পারি নাই বলেই আজ আমার বর্তমানে এরূপ অবস্থায় /:) /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.