নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শুধু তোমাকে ছুঁয়ে দেব বলে

২২ শে জুন, ২০১৪ রাত ১০:৪৮





শুধু তোমাকে ছুঁয়ে দেব বলে

শত ব্যস্ততা ফেলে —ছুটে আসি;

শুধু তোমাকে ভালবাসবো বলে

কথার ডালি নিয়ে— শতবাধা ঠেলে ঠেলে

বার বার ছুটে আসি।



সবুজ বিস্তীর্ণ ঘাসে যেন তাই ঘাসফড়িং আর প্রজাপতি

বুভুক্ষু এই প্রাণে যেন তাই ইন্দ্রধনুরা করে মাতামাতি।



তোমার আবেশে কবির বেশে প্রেম হয়ে ছুটে আসি

তোমার পরশে সুখের ছোঁয়া যে ভালবাসি ভালবাসি।

যত দূরে যাই তোমাকে খোঁজে পাই মম হৃদয় মাঝারে

তবু তো সখি জুড়ায় না আখি যদি না দেখি পরাণ পাখি তোমারে

মিছে মনে হয় মনে জাগে ভয় তুমিহীনা তাই কাটাই বেলা যেন বিরহ সাগরে।



তোমাকে রাঙাবো বলে

তোমাকে সাজাবো বলে

কত বাঁধা ঠেলে ঠেলে

আমার এই পরিণয় —তোমাকে ঘিরে

কত সাগর নদী পেরিয়ে

কত ক্ষত বঞ্চনা সরিয়ে

বন বনানী পাহাড় মারিয়ে

ছোটে আসি— ছোটে আসি।



শব্দের ডানায় ভর করে

ভালবাসার এই নীড়ে—

যত দূরেই থাকি স্বপ্ন বাসর আঁকি

তোমার ঐ হাত ধরে —ভালবাসা আর আদরে

শুধু তোমাকে ঘিরে — বার বার আসি ফিরে।

মন্তব্য ৪৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৪ রাত ১০:৫৯

মাহবু১৫৪ বলেছেন: পুরাই হিট

ভালবাসায় মাখামাখি :)

++++

২২ শে জুন, ২০১৪ রাত ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ২২ শে জুন, ২০১৪ রাত ১১:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: তোমাকে রাঙাবো বলে
তোমাকে সাজাবো বলে
কত বাধা ঠেলে ঠেলে
আমার এই পরিণয় —তোমকে ঘিরে

সুন্দর +++++++++

২২ শে জুন, ২০১৪ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: শুধু ছুঁয়ে দেয়ার জন্য এই কবিতা।সকাল বেলা কঠিন তম পরীক্ষা।

কমেন্টে ও পঠে ধন্যবাদ কবি ।

৩| ২২ শে জুন, ২০১৪ রাত ১১:০৯

সাইফুল সোহেল বলেছেন: তোমার ঐ হাত ধরে —ভালবাসা আদরে
শুধু তোমাকে ঘিরে — বার বার আসি ফিরে
শুধু ভালবাসার জন্য বুঝা যায় ভিতরে অনেক ভালবাসা আছে

২৩ শে জুন, ২০১৪ সকাল ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ্

৪| ২২ শে জুন, ২০১৪ রাত ১১:১১

মামুন রশিদ বলেছেন: ছুঁয়ে দেয়ার সুন্দর অনুভূতি ।

২৩ শে জুন, ২০১৪ সকাল ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ২৩ শে জুন, ২০১৪ রাত ১২:৩০

দুঃখ বিলাস বলেছেন: সুন্দর ।

২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৬| ২৩ শে জুন, ২০১৪ রাত ২:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

অস্থির হয়েছে সেলিম ভাই।

জয়েতু জার্মানি ;)

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।

জার্মানী ভাল খেলছে। এবার ল্যাটিনরা তুলনা মূলক ভাল খেলছে।

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।

জার্মানী ভাল খেলছে। এবার ল্যাটিনরা তুলনা মূলক ভাল খেলছে।

৭| ২৩ শে জুন, ২০১৪ সকাল ৯:২৩

লাবনী আক্তার বলেছেন: খুব ভালো লাগল ভালোবাসাময় কবিতা।


কবি ভাই ভালোলাগা রইল অনেক।

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪২

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:২১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বেশ ভালো লেগেছে আপনার কবিতা।

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কামাল ভাই আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো।

কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৯| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:২৩

রোদেলা বলেছেন: বৃষ্টি দিনে মিষ্টি কবিতা।

২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১০| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:৩৪

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা।

২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ঢাকাবাসী।

১১| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর কবিতা ।

২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ স্বপ্নবাজ অভি শুভকামনা থাকলো।

১২| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৬

লিরিকস বলেছেন: +

২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তন শুভকামনা ।

১৩| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অস্থির ভালোবসা , একটানে আপনার কবিতা পড়ে গেলাম । শুভেচ্ছা

২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৪| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ লেখনী ------কবিতায় ভাললাগা রেখে গেলাম

২৩ শে জুন, ২০১৪ রাত ৮:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ্

১৫| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৯

শুঁটকি মাছ বলেছেন: বৃষ্টির দিনে কবিতাই ভাল্লাগেনা। সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।

২৪ শে জুন, ২০১৪ ভোর ৪:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ শুটকি মাছ। শুভকামনা নিরন্তর ।

১৬| ২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

মিঠু জাকীর বলেছেন: ভাবনা টা পুরনো ঠেকছে কেন ?

২৪ শে জুন, ২০১৪ ভোর ৪:১৭

সেলিম আনোয়ার বলেছেন: এটা যে অনন্ত অসীম কাল থেকে চলে আসা ভাবনা। পুরনো ধাচটাই প্রিয়ংবদা ভালবাসে। তাই তার মনের মত করেই কবিতা ফিরে আসে।

ভাবনাটা সত্যি পুরোনো।

কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৭| ২৩ শে জুন, ২০১৪ রাত ৮:১৩

ডি মুন বলেছেন: যত দূরে যাই তোমাকে খোঁজে পাই মম হৃদয় মাঝারে
তবু তো সখি জুড়ায় না আখি যদি না দেখি পরাণ পাখি তোমারে
মিছে মনে হয় মনে জাগে ভয় তুমিহীনা তাই কাটাই বেলা যেন বিরহ সাগরে।


এই যায়গাটায় কেমন যেন ছন্দপতন হলো। মানে কবিতা থেকে গানে বদলে গেল।

কবিতায় ভালো লাগা রইলো। ভালো থাকুন নিরন্তর।

২৪ শে জুন, ২০১৪ ভোর ৪:২৩

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট করার জন্য ধন্যবাদ।

ওই তিনটি লাইনে ছন্দে নতুন মাত্রা পেয়েছে। এখানে ভালবাসার মানুষটির কাছে ভালবাসা বিলীন হয়ে গেছে।কবিতার পর্বগুলো মনোযোগ দিলে বুঝা যাবে।

কিছুটা এক্সপেরিমেন্টালও বলতে পারেন।
কবিতাকে স্বাধীনতা দিলাম।


এটি কবিতার চেয়ে হৃদয়ের আকুতিই বলবো।
এই আকুতি শেষে কবিতা আবার স্বরূপে ফিরে এসে সমাপ্তি।

শুভকামনা থাকলো।

১৮| ২৪ শে জুন, ২০১৪ রাত ১:০০

এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।

২৭ শে জুন, ২০১৪ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আর শুভকামনা।

১৯| ২৫ শে জুন, ২০১৪ রাত ২:৫০

নাহিদ রুদ্রনীল বলেছেন: "শব্দের ডানায় ভর করে
ভালবাসার এই নীড়ে—
যত দূরেই থাকি স্বপ্ন বাসর আঁকি
তোমার ঐ হাত ধরে —ভালবাসা আর আদরে
শুধু তোমাকে ঘিরে — বার বার
আসি ফিরে।"

লাইনটি বেশ মনে ধরেছে। ভালো লাগলো কবিতা।

২৮ শে জুন, ২০১৪ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২০| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৯

মেহেরুন বলেছেন: শব্দের ডানায় ভর করে
ভালবাসার এই নীড়ে—
যত দূরেই থাকি স্বপ্ন বাসর আঁকি
তোমার ঐ হাত ধরে —ভালবাসা আর আদরে
শুধু তোমাকে ঘিরে — বার বার আসি ফিরে।

ভালো লাগলো খুব।

২৮ শে জুন, ২০১৪ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: মেহেরুন আপু কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ্

২১| ২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

একজন ঘূণপোকা বলেছেন:
পড়তে একটু দেরি হয়ে গেলো :(

দারুন কবিতা, আর অতি অবশ্যই ৫ম প্লাস :)

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।একজন ঘূণপোকা। ভাল থাকবেন সবসময় ।

২২| ২৮ শে জুন, ২০১৪ রাত ১:০১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: তোমাকে রাঙাবো বলে
তোমাকে সাজাবো বলে
কত বাঁধা ঠেলে ঠেলে
আমার এই পরিণয় —তোমাকে ঘিরে
কত সাগর নদী পেরিয়ে
কত ক্ষত বঞ্চনা সরিয়ে
বন বনানী পাহাড় মারিয়ে
ছোটে আসি— ছোটে আসি।

শব্দের ডানায় ভর করে
ভালবাসার এই নীড়ে—
যত দূরেই থাকি স্বপ্ন বাসর আঁকি
তোমার ঐ হাত ধরে —ভালবাসা আর আদরে
শুধু তোমাকে ঘিরে — বার বার আসি ফিরে
- সবচেয়ে ভালোলাগলো এই অংশটুকুই ...

ছবিটাও ভালো ..

ভালোলাগা দিয়ে মার্ক করে গেলাম ..

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেনে্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।

২৩| ৩০ শে জুন, ২০১৪ রাত ১:৩১

সোজা কথা বলেছেন: সুন্দর! অনেক ভালো লাগলো।

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সোজা কথা কমেন্টে ও ভাললাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২৪| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৪

নাইমুল ইসলাম বলেছেন: দারুণ লিখেছেন। বার বার ছুটে যেতে চাই তার কাছে :)

২৫| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৬

একজন ঘূণপোকা বলেছেন:
সুন্দর কবিতা ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.