নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সম্মুখপানে চলতে গেলে
সকল বাধা জয় করে
অগ্রসর হতে হয়—এভাবেই আসে বিজয় ।
একটুখানি ভুল
আনতে পারে চরম ব্যর্থতা তাতে গুনতে হয় মাশুল।
একটু অবহেলায়
চূড়ান্ত পরাজয় মেলায়;
একটু খানি দূরে
সাফল্যরা ঘুরে ফেরে;
এখন মাত্র চারটি বাধা —টপকে গেলেই শিরোপার গোলকধাধা
একে একে ঠিক চার
একটু খানি পা পিছলে গেলে সুদীর্ঘ প্রতীক্ষা আবার।
সুদীর্ঘ চারটি বছর —যাবে প্রতীক্ষার প্রহর
শুধু গোলের ব্যবধানে —এখানে সফলতা আনে
এখন চলবে খেলা মৃত্যু উপত্যকায়
একটি হেরে গেলে বিদায় ঘন্টা বাজে
একটি জিতে গিলে —পরের সুযোগটি মেলে
একে একে পরাজয় আশংকা চার
এড়িয়ে গেলেই চূড়ান্ত সফলতা, বাধ ভাঙা জোয়ার।
হাসি আর উল্লাসে —বিজয় মুকুট আসে
শিরোপা খানি পেতে —উঠতে হবে মেতে
উজ্জীবনী প্রাণে ,বিজয় মন্ত্র গানে ।
যোগ্যতম টিকে থাকে শুধু বাকীরা বেদনা বিধুর
এখানে অনিশ্চয়তা দিয়েছে নতুন মাত্রা
পরাজয়ে গ্লানি যতটা বিজয় ততটা আনন্দ মুখর।
কোন দলটি সবার সেরা বর্তমান বিশ্বের
তাতে যুক্তি আছে সমর্থকের
কোনজন সেরা তারকা —মেসি,রুবেন নাকি নেইমার?
কোন দলটি শ্রেয়তর —শিরোপার দাবীদার
উত্তর মিলবে এবার।
ভক্তের মুখে মুখে —স্তূতি বন্দনা মেলা জুটে
ব্রাজিল- জার্মানী -ডাচ - আর্জেন্টিনার
খেলার মাঠেই প্রমান হবে আবার
কোন দলটি সবার সেরা —শিরোপার দাবীদার
সবাই এখন অপেক্ষায় রয়েছেন প্রতীক্ষার মৃত্যু উপত্যকায়
শ্রেয়তর দল যাবে জিতে —হবে পরাজিতের বিদায়।
২৯ শে জুন, ২০১৪ রাত ১:২০
সেলিম আনোয়ার বলেছেন: চিলির দেয়া গোলটা ব্রাজিলের উপহার বলা যায়। সামান্য একটু ভুল হয়ে গেল গোল ।
২| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৪
মোঃ ইসহাক খান বলেছেন: শুভেচ্ছা রেখে গেলাম।
বিশ্বকাপ হোক আনন্দময়।
২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সহমত্ ।বিশ্বকাপ আনন্দময় আর উপভোগ্য হোক।
৩| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১১:৪১
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভক্তের মুখে মুখে —স্তূতি বন্দনা মেলা জুটে
ব্রাজিল- জার্মানী -ডাচ - আর্জেন্টিনার
খেলার মাঠেই প্রমান হবে আবার
কোন দলটি সবার সেরা —শিরোপার দাবীদার
সবাই এখন অপেক্ষায় রয়েছেন প্রতীক্ষার মৃত্যু উপত্যকায়
শ্রেয়তর দল যাবে জিতে —হবে পরাজিতের বিদায় - চমৎকার মিলিয়েছেন ...
আসলে পুরোটাই ভালো লাগলো ...
সময়োপযোগী কবিতা, কিংবা কাব্যের রসে ওয়ার্ল্ড কাপ ...
ভালো কথা, একটা প্রতিকি ছবি যোগ করলে খারাপ হতো না বোধহয়
২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নক আউটের এর একটা ছবি যোগ করা যেতে পারে।
৪| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:২২
স্নিগ্ধ শোভন বলেছেন:
গলবারের জন্য বাইচা গেলেন একটুর জন্য।
২৯ শে জুন, ২০১৪ রাত ৮:০১
সেলিম আনোয়ার বলেছেন: রাখে আল্লাহ মারে কে?
এইবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ।
৫| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন: গোলবারের জন্য বাইচা গেলেন একটুর জন্য
৩০ শে জুন, ২০১৪ রাত ১২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: মেক্সিকোর বিদায় ঘন্টা বেজে গেছে ,,,,,মেক্সিকো নক আউট।
৬| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:১৮
লিরিকস বলেছেন: +
৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ২৯ শে জুন, ২০১৪ রাত ৮:১১
পরিবেশ বন্ধু বলেছেন: একটি হেরে গেলে বিদায় ঘন্টা বাজে
একটি জিতে গিলে —পরের সুযোগটি মেলে
একে একে পরাজয় আশংকা চার
এড়িয়ে গেলেই চূড়ান্ত সফলতা, বাধ ভাঙা জোয়ার।
একেবারে বাস্তব চিত্র কথা ।
৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ কবি ।
৮| ৩০ শে জুন, ২০১৪ রাত ১২:২৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিশ্বকাপের মৌসুমে ফুটবলময় কবিতায় +
০১ লা জুলাই, ২০১৪ রাত ২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৯| ৩০ শে জুন, ২০১৪ রাত ২:১৭
ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো লাগলো সেলিম ভােই অনেক দিন পরে পড়লাম আপ্নার কবিতা !
০১ লা জুলাই, ২০১৪ রাত ২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার আপনি তো অমাবস্যার চাদ হয়ে গেছেন। ব্লগে আপনার উপস্থিতি দারুন ভাল লাগলো ।
১০| ৩০ শে জুন, ২০১৪ রাত ২:২৮
সচেতনহ্যাপী বলেছেন: জীবনপথে চলতে গিয়ে হোচট খেয়েছি, পড়েও গেছি বারবার। কিন্তু হাল ছাড়ি নি। পথকে আবার আপন করে নিয়েছি। আজ সেই পথই দিচ্ছে গন্তব্যের সন্ধান।।
০১ লা জুলাই, ২০১৪ রাত ২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: বাহ বেশ বলেছেন। কবিতার থিম ভাল হয়েছে।জীবনের থিম আর কবিতার থিম বিশ্বকাপের থিম মিলে গেছে। আসলে সব তো জীবন থেকে নেয়া।
১১| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
হ্যাটস অফ ফর সিজার
০৬ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ভক্তের মুখে মুখে —স্তূতি বন্দনা মেলা জুটে
ব্রাজিল- জার্মানী -ডাচ - আর্জেন্টিনার
খেলার মাঠেই প্রমান হবে আবার
চার দলই সেমি ফাইনালে কবিতার কথা মতই।
সব ধরণের ভবিষ্যৎবানীর তুলনায় এটি কিন্তু কম নয়।
১২| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১:৪৫
পে পোঁ কইরেন না, যান। বলেছেন: সম্মুখপানে চলতে গেলে
সকল বাধা জয় করে
অগ্রসর হতে হয়—এভাবেই আসে বিজয় ।
একটুখানি ভুল
আনতে পারে চরম ব্যর্থতা তাতে গুনতে হয় মাশুল
খুব সুন্দর লিখেছেন
১৩| ০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:৪৩
চড়ুই বলেছেন: একটু অবহেলায়
চূড়ান্ত পরাজয় মেলায়;
একটু খানি দূরে
সাফল্যরা ঘুরে ফেরে
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৪ রাত ১:১৯
একজন ঘূণপোকা বলেছেন: একটুখানি ভুল
আনতে পারে চরম ব্যর্থতা তাতে গুনতে হয় মাশুল।
[/sb
একেবারে ঠিক বলছেন ভাই, ডি বক্সের ভিতর এমন পাস পাস না খেললে চিলি এমন গোল দিতে পারত না।
হার্ট বিট পুরা অফ হয়ে যাওয়া মত একটা খেলা দেখলাম।
সুন্দর কবিতা, ধন্যবাদ