নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভাললাগা দিয়ে কেউ দেউলিয়া হয় না

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:১০



( লাইক কমেন্টের অপেক্ষায় !:#P !:#P )



ভাললাগা দিয়ে কেউ দেউলিয়া হয় না

মন্তব্য দিয়েে ও নয়

ভাললাগা আর মন্তব্য না দেয়া

বরঞ্চ দৈন্যতার পরিচয়।

হয়তো একটা সময় ছিলো

ভাললাগা আর মন্তব্যের ছড়াছড়িতে

সবাই উৎসবমুখর রয়েছিল।

হয়ত গেছে চলে সোনালী এক সময়

তাই বলে আসবেনা আর তেমন দিন কথাটি সত্য নয়

এখনো এখানে প্রতিভার ছড়াছড়ি

নতুনের আগমনে জনাাকীর্ণ, মানুষে -মানুষে জড়াজড়ি

এই নতুনে ঘিরে হয়তো আসবে সুসময় ফিরে

সোনালী সময়ের পদযাত্রা দিতে ।

এখনো পারে হতে

উৎসাহব্যঞ্জক মন্তব্য আর ভাললাগা

রচিত করে সম্পর্কের জোড়াসাকু

আর নতুন উৎসাহ আর উদ্দীপনা

তাতে রয়েছে মঙ্গল সবার

সম্ভাবনার নতুন কোন দ্বীপ

জেগে উঠতে পারে

রচিত হতে পারে নতুন সোনালী ইতিহাস

তাই সবাই মিলে করলে পণ

সাফল্য সময়ের ব্যাপার তাতে লাগবে কতক্ষণ?

সমযের ডানায় ভর করে হয়তো আসবে শুভক্ষণ।



এই কথাটি খাটি

সোনার চেয়েও দামী সে যে এই বাংলার মাটি

সেই সোঁদা মাটির সুধা মেখে

সাফল্যের চুম্বন দিয়ে যাবে একে

আসবে সুসময়।



এই কথাটি বৃথা হবার নয়

ভাললাগা দিয়ে কেউ দেউলিয়া হয় না

মন্তব্য দিয়েও নয়;

ভাললাগা আর মন্তব্য বেশি দেয়াতে

আভিজাত্যের পরিচয়।

ভাললাগা আর মন্তব্য বেশি দেয়াতে

মঙ্গল নিহিত রয়।।

--------------------------------------

সৈয়দ মুজতবা আলী বলেছেন বই কিনে কেউ দেউলিয়া হয় না.......



একই তালে লিখে ফেললাম ভাললাগা দিয়ে কেউ দেউলিয়া হয় না

মন্তব্য ৭৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:২৫

পাগলা বাবু যায় বলেছেন: দিলাম এক বস্তা ভাল লাগা, নিয়া ধন্য করুন........

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। আসলে ব্লগে কমেন্ট আর লাইকের খরা চলাতে এই কবিতার অবতারণা ।



ভাল থাকবেন সবসময়।

২| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৩০

রাজিব বলেছেন: প্রথম প্লাস আমার থেকে নিন

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৪০

হাসান মাহবুব বলেছেন: দিলাম।

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৪| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৫

লিরিকস বলেছেন: +

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:০৮

সেলিম আনোয়ার বলেছেন: + এ ধন্যবাদ।

৫| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৫

ডি মুন বলেছেন: হা হা হা হা , ভালোই বলেছেন।

তবে ব্লগের ক্ষেত্রে 'ভালোলাগা' জানানোটা ইদানিং অনেকটা চাটুকারিতার পর্যায়ে চলে গেছে।

না পড়ে না বুঝে এখন সবাই প্লাস প্লাস প্লাস, সুন্দর লিখেছেন, ভালো লেগেছে , অসাধারণ - এইসব বলে বেড়ায়।

অথচ তাদের বলা উচিত, কোন যায়গাটা ভালো লাগলো অথবা কোন যায়গাটা আরেকটু ব্যতিক্রম হলে ভালো হতো। কিংবা যেকোনো চিন্তাশীল পরামর্শ যা লেখককে তার লেখার মানোন্নয়নে সাহায্য করবে।

ভালোলাগা, মন্দলাগা দুটোই স্বচ্ছন্দে জানানো উচিত বলে মনে করি।
(এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। আমি ভুলও হতে পারি)

আপনার সুরে সুর মিলিয়েই বলি ,

এই কথাটি খাটি
সোনার চেয়েও দামী সে যে এই বাংলার মাটি
সেই সোঁদা মাটির সুধা মেখে
সাফল্যের চুম্বন দিয়ে যাবে একে
আসবে সুসময়।


সুসময় আসবেই এমনটাই প্রত্যাশা। (পরিবেশ ভারী করে ফেললাম না তো ! :| :| )

রমজানের শুভেচ্ছা প্রিয় সেলিম ভাই।

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:১৪

সেলিম আনোয়ার বলেছেন: বুদ্ধিদীপ্ত কমেন্ট করেছেন। ভাললাগা আর কমেন্ট পোস্টদাতাকে উৎসাহিত করে। তার গুনগত উৎকর্ষ সাধনে সহায়তা করে। আর দিক নির্দেশনা মূলক
ব্যাপার থাকাটা ভালভাবেই নেন সবাই। এতে নিজের দূর্বলতা দেখে গেুলো থেকে নিজেকে সংশোধন করে নিতে পারেন।

সর্বোপরী ব্লগ আর ব্লগারদের জন্য এটা সুসম্পর্কের আবহাওয়া সৃষ্টি করে।


ভালখথাকবেন সব সময় এই কামনা থাকলো ।

৬| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:০০

হামিদ আহসান বলেছেন: লেখা পড়লে ভাল লাগা-মন্দ লাগাটা জানানো উচিৎ।

আপনার এই পোস্টে ভাল লাগা রইল.................+++++

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আর সহমত। ভাল মন্দ জানানো উচিৎ।

৭| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উপরের ছবিটা, এবং তার নীচে ক্যাপশন পড়ে হাসতে হাসতে জান শ্যাষ =p~ =p~ =p~ এতে কী পরিমাণ সূক্ষ্ম রসবোধ রয়েছে তা দেখে আমি চমৎকৃত।

সুন্দর একটা টপিকের উপর কবিতা লিখেছেন।

ভাললাগা দিয়ে কেউ দেউলিয়া হয় না
মন্তব্য দিয়েও নয়
ভাললাগা আর মন্তব্য না দেয়া
বরঞ্চ দৈন্যতার পরিচয়।
হয়তো একটা সময় ছিলো
ভাললাগা আর মন্তব্যের ছড়াছড়িতে
সবাই উৎসবমুখর রয়েছিল।


কবিতার শুরুতে এ অংশটুকু চমৎকার হয়েছে। এর পরের অংশের নির্মাণে সামান্য দুর্বলতা দৃষ্ট হয়েছে আমার কাছে, কিছুটা দীর্ঘও।

কিন্তু সব মিলিয়ে চমৎকার।


আশাবাদী পোস্ট।

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।

সামান্য দূর্বলতা নিজ গুণে ক্ষমা করবেন।

আমি আশাবাদী । ভাল থাকবেন।

৮| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:২৩

আরজু মুন জারিন বলেছেন: ভাললাগা দিয়ে কেউ দেউলিয়া হয় না X((

আমিও তাই মনে করি সেলিম ভাই। আমার একটা লাইক কমেন্টস একজনকে প্রেরণা দিলে দিতে অসুবিধা কোথায় ?? অনেক এ হয়ত মনে করে আমার ফেস বুক এ এমনকি আমাকে উপহাস করে সব ছেলেদের পেজ এ কেন লাইক দাও। ওরা সুযোগ নিবে। ...এসব বলে। আমি ঐভাবে ভাবিনা। আমার সব ফেসবুক ফ্রেন্ড সবার পেজ এ লাইক দেই যদি মানসম্মত লিখা হয়। উদ্ভট উস্কানি মূলক মেসেজ ছাড়া। .এমনকি প্রোফাইল পিকচার এ লাইক দেই। আমার এটাকে কোন ও অস্বাভাবিক কিছু মনে হয়না। আমি লাইক দেওয়া মনে করি তাকে সন্মান করছি। একই যাত্রায় আমাদের একে অপরকে সন্মান করা উচিত। তাই না ?

আপনাকে অনেক ধন্যবাদ পোস্ট টির জন্য। শুভেচ্ছা রইল। ভাল থাকবেন সবসময়।

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট।

ধন্যবাদ পাঠে আর কমেন্টে।ভাল থাকবেন।

৯| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:২৪

আরজু মুন জারিন বলেছেন: এই কথাটি বৃথা হবার নয়
ভাললাগা দিয়ে কেউ দেউলিয়া হয় না
মন্তব্য দিয়েও নয়;
ভাললাগা আর মন্তব্য বেশি দেয়াতে
আভিজাত্যের পরিচয়।
ভাললাগা আর মন্তব্য বেশি দেয়াতে
মঙ্গল নিহিত রয়।।++++++++++++++++++++++++

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আবারো ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা।

১০| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:২৬

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ভালো লিখেছেন ভাই

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১১| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৪

সুমাইয়া আলো বলেছেন: সুন্দর :)

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ভাললাগা।

ব্লগে ভাললাগা আর কমেন্টের ছড়ছড়ি শুরু হোক এই কামনা থাকলো।

১২| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৯

জাফরুল মবীন বলেছেন: ইয়া মা'বুদ!যে মানুষটাকে অামি অনুসরণ করছি তার একি আক্ষেপ!!!তবে ভাই সেলিম এ সুযোগে আমার একটা কৈফিয়ত দেওয়ার সুযোগ হলো।জীবন-জীবিকার নানা কাজে ব্যস্ত থাকি।ব্লগে খুব বেশী সময় দিতে পারি না।অনেক ভালো পোষ্ট পড়া হয় না;অাবার যা পড়া হয় তার উপর গুছিয়ে মন্তব্য করাও হয় না ঐ একই কারণে।স্বার্থপরের মত নিজের পোষ্ট আপলোড করি অার প্রাপ্ত মন্তব্যের উত্তর দিতে দিতে কাজের তাড়া এসে যায়।তবে মন খারাপের মত ঘটনাও কম নয়।কিছু ব্লগার অাছেন যারা মন্তব্যের উত্তর দেন না কিংবা তীর্যক ভাষা ব্যবহার করেন।কষ্ট পায়।উৎসাহ হারিয়ে ফেলি মন্তব্য করতে।ফেসবুকের মত ব্লগে লাইক অপশনে কারা লাইক দিল দেখা গেলে খুব ভালো হতো।ইফতারি নিজ হাতে বানাই,তাগাদা এসে গেছে।যাওয়ার আগে বুক ভর্তি ভালবাসা জানিয়ে গেলাম......

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৫১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।


ফুলগুলো ভাল লেগেছে।

১৩| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:০৮

অবাধ্য সৈনিক বলেছেন: আপনার লেখার আসল বিষয়টা আমি খানিকটা বুঝতে পেরেছি ! অনেক গুরুত্বপূর্ন একটা বিষয় নিয়ে লিখেছেন বোঝা যাচ্ছে । সাথে যথেষ্ট গুরুত্বপূর্ন তথ্য উপাত্ত সংযোজন পোস্টটিকে পাঠকের কাছে আরও গ্রহনযোগ্য করে তোলার ক্ষেত্রে বলিষ্ট ভুমিকা পালন করেছে ।
এই রকম গুরুত্বপূর্ন এবং তথ্য সম্বলিত পোস্টের জন্য লেখকের একটা অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য !
ইদানিং এই রকম পরিশ্রম সাধ্য পোস্ট সামুতে দেখাই যায় না ! আশা করবো আপনি এই রকমন পরিশ্রমী পোস্ট আরও বেশি বেশি দিয়ে সামহোয়্যারের পাঠকদের উপকৃত করবেন !
B-) B-) B-)) B-))

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্টে ধইন্যা। অবাধ্য সৈনিকও কমেন্ট করেছেন B-) ;)

১৪| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:২৭

আকিব আরিয়ান বলেছেন: লাইক কমেন্ট নিয়ে বিশাল কবিতা বানিয়ে ফেলেছেন!! আমি শিওর আপনি নির্দিষ্ট কেউ একজনের ;) লাইক কমেন্টের অপেক্ষা করেন :-P

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। সে যে বসে আছে একা একা ......... :#>

১৫| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার লিখায় কমেন্ট করতেই লগিন করলাম ।
সেলিম ভাই , আহ্ আগে কি সুন্দর দিন কাটাইতাম ।
এখন কেউ কাউকে চেনেনা , কারো লিখা কেউ পড়েনা , কমেন্ট করে না ।
সামুটাও কেমন জানি ফানসে লাগে । সারাদিন মারফতি টাইফের বৈচিত্রহীন লিখা আসে ।
যাক , আমিও আপনার মত আশাবাদী , সুদিনের অপেক্ষায় রইলাম ।

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্টে ধন্যবাদ গিয়াস লিটন ভাই। আগের আড্ডামুখর দিন আসুক্।

এসব কমেন্টে থেকেই বেড়িয়ে আসবে সত্যিকার সমস্যা কোথায় আর তার সমাধান।

সুদিনের অপেক্ষায় আমিও ।

ভাল থাকবেন নিরন্তর ।

১৬| ০২ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২২

ঢাকাবাসী বলেছেন: এই দিলুম এক রাশ ভাল লাগা আর কি যেন , হ্যাঁ লাইক। ভারা ভরে নিন ভাই। ভাল থাকুন।

০২ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ভালালাগায় ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা ।

১৭| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:১৫

সুমন কর বলেছেন: আপনি যে কারণে কবিতা বা পোস্টটি দিয়েছেন, সে বিষয়ে সরাসরি মন্তব্য করি। আপনার কোন এক কবিতায়, মামুন ভাইয়ের মন্তব্যের প্রতিউত্তরে আপনি বলেছিলেন, সামুতে আজকাল পাঠক, মন্তব্য ও লাইক দেয়া কমে গেছে। আপনি আমার খুব প্রিয় একজন ব্লগার। কিছু মনে করবেন না, আপনি নিজে কিন্তু কম মন্তব্য করেন এবং লাইক দেনই না!!

আর লাইকের কথা কি বলব !! লাইকেরও গ্রুপ আছে। তারাই লাইক পায়। অন্যরা মন্তব্য পায় এটাই বেশী। আবার কেউ কেউ +++ দিয়ে যায় !! আরে ভাই, প্লাসতো দিলে কিন্তু লাইক দিলেতো কোন সমস্যা নাই !! বরং লাইক দিলে ব্লগার উৎসাহ পায়।

এক্ষেত্রে হা-মা ভাই ব্যতিক্রম। উনি লাইক দিয়ে সবাইকে উৎসাহ দিয়ে থাকেন।

আসুন আমরা সবাই মন্তব্য করি এবং ভাল লাগলে লাইক দেই।

০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।কবিতা পাঠে ধন্যবাদ।

আমি কমেন্ট করার চেষ্টা করি। কবিতা বেশি পড়া হয়। ব্যস্ততার কারনে দীর্ঘ পোস্ট গুলো পড়া হচ্ছে কম। তাই সেগুলোতে কমেন্ট করা হচ্ছে কম।


কমেন্ট আর লাইক সবাই বেশি করে দেয়া উচিৎ।

এই কবিতায় হামা ভাই লা্ইক দিয়েছেন।কমেন্টও করেছেন।


বেশি কমেন্ট করা লাইক দেয়া ব্যতিক্রম হওয়াটা কষ্টের।

তবে কবিতা পাঠ করা হয় কম মন্তব্যও পড়ে কম।এটা আমার ব্যক্তিগত ধারণা।


ধন্যবাদ আপনাকে সুমন কর।


১৮| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:১৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হাহা, ভাল লাগা দিলাম। :)

০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৯| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:১৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হাহা, ভাললাগা দিলাম। :)

২০| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:২১

আবু শাকিল বলেছেন: সব ভাল লাগা দিয়ে গেলাম দাদা।আমি কিপ্টে লোক নই =p~ =p~

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২১| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//ভাললাগা দিয়ে কেউ দেউলিয়া হয় না
মন্তব্য দিয়েে ও নয়
ভাললাগা আর মন্তব্য না দেয়া
বরঞ্চ দৈন্যতার পরিচয়।//

খাঁটি কথা।
কবিতা ভালো লেগেছে, ভাই :)

০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ভাই।দেরীতে প্রত্যোত্তরে সরি।একটা পরীক্ষা দিয়ে আসলাম মাত্র ।


ভাল থাকবেন সবসময়।

২২| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:১১

চড়ুই বলেছেন: ভালো লাগা জানাইয়া গেলাম। 8-|

০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধন্যবাদ সুপ্রিয় চড়ূই ।


ভাল থাকবেন সবসময় ।

২৩| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:০৩

সকাল রয় বলেছেন:
কিছুই বুঝি না
সময় পেলে পড়ি ও মন্তব্য দেই। তাতে লেখকের হয়তো কিছুই আসে যায় না তবে আমার ভালো লাগে।

ধন্যবাদ কবি___ সুন্দর কবিতার জন্য

০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তে শুভকামনা।


মন্তব্য পেলে ভাল লাগে।লাইক দিলেও ।তবে অভিযোগ আছে কবিরা কমেন্ট করেন। কমেন্টের জবাব দেন না। তবে অনেক কবি এও বলেছেন কবিদের তাতে সময়ের অপচয় হয়।সাধনায় বিচ্যুতি ঘটে।তারা কবিতা লিখবেন নাকী কমেন্টের জবাব দিবেন। আমি কমেন্ট করতে পছন্দ করি।

২৪| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:১৭

পাজল্‌ড ডক বলেছেন: ভাললাগা আর মন্তব্য বেশি দেয়াতে
আভিজাত্যের পরিচয়।
ভাললাগা আর মন্তব্য বেশি দেয়াতে
মঙ্গল নিহিত রয়।-------------------এইটা ভাললাগছে!! :)

০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: এই কথাটি অমূলক নয়।

কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।

২৫| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:৫৬

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
যা লিখলেন তাতে কমেন্ট করার আগে লাইক বাটন চেপেছি।
এবার মন্তব্য প্রকাশিত হলেই হয়।

শুভকামনা রইল, সেলিম।।

০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৬| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:০০

মামুন রশিদ বলেছেন: নবম ভালোলাগা আর ছাব্বিশতম মন্তব্য । শুভকামনা ।

০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। মামুনভা্ই ভাললাগায় আরও বেশি ধন্যবাদ ।

২৭| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:২৭

প্রবাসী পাঠক বলেছেন: ভাললাগা দিয়ে কেউ দেউলিয়া হয় না
মন্তব্য দিয়েে ও নয়
ভাললাগা আর মন্তব্য না দেয়া
বরঞ্চ দৈন্যতার পরিচয়।


ভালোলাগা আর মন্তব্য না দিয়ে দৈন্যতার পরিচয় দেইনি, দুটোই দিলাম।

এই কথাটি খাটি
সোনার চেয়েও দামী সে যে এই বাংলার মাটি
সেই সোঁদা মাটির সুধা মেখে
সাফল্যের চুম্বন দিয়ে যাবে একে
আসবে সুসময়।


এই লাইনগুলোর সঙ্গে সম্পূর্ণরূপে একমত।

ভালো লাগার সংখ্যা একক থেকে দশকে নিয়ে যাওয়ার কৃতিত্ব কিন্তু আমার সেলিম ভাই। কবিতায় দশম ভালো লাগা।

অবাধ্য সৈনিক এর কমেন্টে সুপার লাইক। =p~ =p~

০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। ব্লগার সংখ্যা লাখের বেশি আর লাইক মাত্র দশকের ঘরে।



ভাল থাকবেন সবসময় । এই কামনা থাকলো।

২৮| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩১

প্রবাসী পাঠক বলেছেন: ভাললাগা দিয়ে কেউ দেউলিয়া হয় না
মন্তব্য দিয়েে ও নয়
ভাললাগা আর মন্তব্য না দেয়া
বরঞ্চ দৈন্যতার পরিচয়।


ভালো লাগা আর কমেন্ট দুটোই দিলাম। ভালো লাগা আর কমেন্ট না দিয়ে দৈন্যতার পরিচয় দেই নি।


এই কথাটি খাটি
সোনার চেয়েও দামী সে যে এই বাংলার মাটি
সেই সোঁদা মাটির সুধা মেখে
সাফল্যের চুম্বন দিয়ে যাবে একে
আসবে সুসময়।


এই লাইনগুলোর সাথে সম্পূর্ণ সহমত।

কবিতায় দশম ভালো লাগা। আর অবাধ্য সৈনিক এর কমেন্টে সুপার লাইক। =p~ =p~

২৯| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩৮

এম. এ. হায়দার বলেছেন: নিজের এবং অন্যের, প্রকাশ এবং বিকাশের দিকে দৃষ্টি দেবার মানসিকতা ছাড়া এই খরা কাটার উপায় দেখি না।

সাহিত্যের প্রতি ভালবাসার পাশাপাশি সাহিত্যিকদের নিজেদের মাঝে একতাবোধ থাকাটা গুরুত্বপূর্ণ।

ব্যক্তিগত ক্ষোভ থেকে বলছি, লেখালেখি নিয়ে আমাকে অনেক অপদস্থ হতে হয়েছে। এ অবস্থায় ব্লগে এসে বন্ধুতাপূর্ণ পরিবেশ না পাওয়াটা হতাশাজনক।

০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:১০

সেলিম আনোয়ার বলেছেন: একমত পোষণ করছি। তবে সবাই শুরু দিলে ঝামেলা চুকে যাবে।

আমরা সবাই মিলে ব্লগ জমজমাট করা প্রয়াশ নিলে হয়ে যাবে। অতীতের দুঃখ কষ্ট ভুলে সামনে এগুতে হয়। যে কষ্ট দিয়েছে সে নিজেই কষ্টের অনলে পোড়বে।


ভাল থাকবেন সবসময় ।

৩০| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:৪৯

জুন বলেছেন: ১২ তম ভালোলাগা দিলাম সেলিম আনোয়ার :)

০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ১২ তম ভাললগায় অনেক অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩১| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:১২

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন , কবিতায় ++++++++++++

০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

৩২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৩:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


আমি কিন্তু লাইক আর কমেন্ট দেই নাই। ;) :P

০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

সেলিম আনোয়ার বলেছেন: তাহলে পাঠে ধন্যবাদ। আর শুভকামনা থাকলো। ;)

৩৩| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ৯:৫৮

শাহজাহান মুনির বলেছেন: অফুরন্ত ভালোলাগা দিলাম ।

০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২১

সেলিম আনোয়ার বলেছেন: অফুরন্ত ভাললাগায় দারুন প্রিত হলাম ।

৩৪| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:০২

ইছামতির তী্রে বলেছেন: অনেক অনেক ভালোলাগা দিলাম ।

০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ্ ।ভাল থাকবেন ।

৩৫| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

বকুল০৮ বলেছেন:
ভালো লাগা ও মন্তব্য দিলাম, দৈন্যতা থেকেও বাঁচলাম :)

০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কততম ভাললাগা বুঝা গেলনা।


কমেন্টে ধন্যবাদ।

৩৬| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

আহমেদ জী এস বলেছেন:

সহ-ব্লগার ডি - মুন এর কথা কোট করলুম -

তবে ব্লগের ক্ষেত্রে 'ভালোলাগা' জানানোটা ইদানিং অনেকটা চাটুকারিতার পর্যায়ে চলে গেছে।

না পড়ে না বুঝে এখন সবাই প্লাস প্লাস প্লাস, সুন্দর লিখেছেন, ভালো লেগেছে , অসাধারণ - এইসব বলে বেড়ায়।

অথচ তাদের বলা উচিত, কোন যায়গাটা ভালো লাগলো অথবা কোন যায়গাটা আরেকটু ব্যতিক্রম হলে ভালো হতো। কিংবা যেকোনো চিন্তাশীল পরামর্শ যা লেখককে তার লেখার মানোন্নয়নে সাহায্য করবে।


সুসময়ের প্রত্যাশা করেছেন , তা যেন পূর্ণ হয় ।


শুভেচ্ছা আপনাকে আর ডি - মুনকে ।


০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টে। এখন থেকে কাজে লেগে গেলে মন্দ হয়না। ব্লগ আবারো জৌলুস ফিরে পাবে ।

৩৭| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:০১

এহসান সাবির বলেছেন: দিলাম ১৪ নং লাইক....!!

কমেন্টের নং ৩৭.....!!

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৩:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩৮| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৪

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহা , দিলাম কমেন্ট দিলাম লাইক ।
সামুতে অনেক পস্তই পড়তে ইচ্ছে করে কিন্তু সময় বের করা খুব কঠিন হয়ে দাঁড়ায় ।
ছবিটা দারূণ হয়েছে । কবিতার সাথে মিলিয়ে মজা পেয়েছি :)
ভাল থাকবেন প্রিয় সেলিম ভাই ।
শুভকামনা রইল ।/

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: ছবিটি সামু ব্লগের বর্তমান হাল।

একেকটি নির্বাচিত কবিতার পাঠ সংখ্যা ১০ -১৫।লাইক ১খানি।আর কমেন্ট শূন্য ......মজা পাওয়ার সঙ্গে দুঃখও হবে। মাঝখানে এক নির্বাচিত কবিতাতে বাংলাভাষা বানান ভূল। এই হলো ভাষা চর্ছা ;)
কমেন্টে ধন্যবাদ লাইক বুঝিয়া পাইনাই । :P

৩৯| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহাহ সেলিম ভাই - ক্লিক করেছিলাম কিন্তু । এখন দেখছি সংখ্যা বাড়েনি । যাই হোক তিনবারের চেষ্টায় ১৫ হয়েছে এখন ।

আপনি এমন পোস্ট দিলে লাইক কমেন্টের অভাব হবেনা :D :P

ব্লগ জমাতে এই ধরণের পোস্টের বিকল্প নেই । B-)

এমন আরও কিছু পোস্ট চাই প্রিয় সেলিম ভাইয়ের কাছ হতে । :) :)

আসলেই ভাই দিন দিন কেমন যেন ঝিমিয়ে যাচ্ছে ব্লগ ।
তবে আশায় আছি অবস্থা ফিরবে ।

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৮:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন সব সময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.