নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হেক্সামিশন

০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৫:০০





জানি তোমাদের উপর প্রত্যাশার ভীষন চাপ

স্বাগতিকের ঘাড়ে সবসময় বেগতিক হিসাব নিকাশ

জানি স্নায়ুর জ্বরে কাঁপছো ভীষণ

তবু যেওনা ভুলে তোমাদের এ হেক্সামিশন ।



সফলতা চাই দর্শনীয় সব গোলে

অঘটন নয় যেন নিজেদের কোন ভুলে—



এ আমাদের দাবী —এ আমাদের প্রার্থনা

বিজয় চাই —চাইনা পরাজয় যন্ত্রনা

চলছে খেলা মরণ উপত্যকায়

তিল পরিমান ভুলে হতে পারে নিঠুর বিদায়।



তাই বলি প্রাণপণ প্রচেষ্টায়

মেতে উঠো উচ্ছ্বাসে—বিজয়ের অভিলাষে;

পর্যদুস্ত করো প্রতিপক্ষের বাধার দেয়াল —ছিন্ন ভিন্ন করো।



সেলেসাও সকল , বাজ পাখির ক্ষিপ্রতায় আভির্ভূত হও

নেইমার, চোখ ধাধানো সব শটে বিজয় ছিনিয়ে নাও

সিজার গড়ে বাধার পাহাড় উৎসবের প্রহর আনো

শিরোপা ছিনিয়ে নিয়ে হেক্সা মিশনে সফল সমাপ্তি টানো।

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৫:০৬

লিরিকস বলেছেন: +

০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১২

ঢাকাবাসী বলেছেন: হেক্সা মিশন! শুভেচ্ছা!

০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে শুভেচ্ছা ।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: !:#P

০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

সেলিম আনোয়ার বলেছেন: !:#P !:#P

৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

তওসীফ সাদাত বলেছেন:


অবজেক্টঃ মিশন হেক্সা।
মিশন স্ট্যাটাসঃ রানিং (লেভেল ৩)।
এক্সপেক্টেশনঃ লিমিটেড।
পসিবল আউটকামঃ মিশন ফেইলিওর।
মেন্টার স্ট্যাটাসঃ মেমরি কুড নট বি লোকেটেড।

০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: !:#P !:#P

৫| ০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

তওসীফ সাদাত বলেছেন: মেন্টাল *

৬| ০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সেলিম ভাই আপনারা কি ইফতারিতে মুড়ি খান , না খেলেও পরের ইফতারীতে মাষ্ট মুড়ি খাবেন !

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: এখানে মুড়ির অভাব। মুড়ি খেতে হবে না বোধ হয়। :)

৭| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:২১

একজন ঘূণপোকা বলেছেন: সফলতা চাই দর্শনীয় সব গোলে
অঘটন নয় যেন নিজেদের কোন ভুলে—



ভাই, ওরা যখন ব্যাকপাশ দেয়, কিংবা নিজেদের ডি বক্সে পাস পাস খেলে, আমার খালি মনে হয় এই বুঝি অঘটন ঘটল! ইভেন লাস্ট ম্যাচে একটা ঘটেছে।

আজকেও নেইমার, অস্কার, মার্সেলো, যাদু দেখার আশায় আছি।

ফ্রেড আর হাল্কও আশা করি জ্বলে উঠবে!!

সিজার দ্য বস, আজকেও নামের মতই খেলবে।


হেক্সা ইজ কামিং!!!

ভিবা ব্রাজিল :)

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কলম্বিয়াকে উড়িয়ে দিয়ে সেমিতে যাবে।

৮| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:২৭

মামুন রশিদ বলেছেন: মিশন কমপ্লিটেট- হেক্সা, ২০২২

:D :D

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: নোপে ২০১৪ :) :)

৯| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:৩৪

মামুন রশিদ বলেছেন: ০০৭ ব্রাজিলীয় ভার্সন মুভি রিলিজ হবে ২০২২ সালে রিও থেকে,

ফ্রম রাশিয়া উইথ হেক্সা ;) :-B

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: মামুন ভাই ব্রাজিল এবারই জিতবে। তারা সেভাবেই খেলে যাচ্ছে। ফ্রম রিও ফ্রম হোম। ;) B-)

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: মামুন ভা্ই এখন খেলা দেখতে যাবো বড় পর্দায় মালয়েশিয়ার একটা মাঠে।

১০| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০০

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি ব্রাজিল জিতে গেছে। আর মাত্র দুই ম্যাচ। ব্যাস। হেক্সামিশন সাকসেস।
নেইমার দৈব উপায়ে সুস্থ হয়ে ওঠলে খুশি হতাম।

১১| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪২

ডট কম ০০৯ বলেছেন: হেক্সামিশন সফল হোক।

০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.