নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জলজ

০৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:১১





জলজ



নদীর বুকে ইচ্ছে করে ঝাপিয়ে পড়ি

সাঁতার কেটে জলের গায়ে তরঙ্গ গড়ি

শীতল জলে জলজ সুধা লেহন করি

কৌতুহলে জলের অতলে তলিয়ে ঝিনুক ধরি।

ডুবসাতারে এপার থেকে যাই ওপারে

একটি শ্বাসে দেই যে পারি নদীটারে

ইচ্ছে হলে সদলবলে শতশাপলা তুলতে পারি

শালুকগুলো বেশ আয়েশে টেনে তুলে আনতে পারি।

তুলতে পারি নদীর তলে নরম ধূসর মাটি

গড়তে পারি দারুন কিছু সময় —খাটি সোনার চেয়ে খাটি।

মুগ্ধ হয়ে আনমনে গভীর প্রেমে শুনতে পারি

মাঝির গান নৌকার চলা জলজ ধ্বনি —অজানা মোহ

বৃষ্টি জল ,খোলা হওয়া, অপার স্নেহ , কি বুঝবে কেহ?

মায়ার দেশে জলজ বেশে যে জন চলে মুগ্ধপ্রাণে

জীবন কাটে সুখেই তার জলের ধারে সঙ্গোপনে।



আহবান



এমন ভুলা ভুলেছো তুমি

ফেলছো না পা এই ভূমিতে

রিক্ত সব শূণ্য যেন

বৃষ্টি হীনা মরুভূমিতে।

ধুকছে বুকে বিষম শোকে

তোমার দুখে কল্পলোকে

ব্যাথার ঢেউ আচড়ে পড়ে

হৃদয়টাতে ছন্দকারে

পিয়ানো বাজে হৃদয়মাঝে

বাঁশির সুর নিত্য বাজে

বেদনা সব মুক্তি খোঁজে

তোমার মাঝে প্রভাত সাঁঝে।



এসোনা প্রিয়া স্বপ্ন নিয়ে

হাসির মাঝে গানের তালে

নৃত্য কলা বৃত্ত একে

রাগ-অনুরাগ মায়ায় মেখে।



থেকোনা দূরে রেখোনা শোকে

লবন জলে ভাসছি দুখে।

তোমার বিনে অবুঝ মনে

ব্যাকুল করা আকুল ক্ষণে।

থেকোনা দূরে আর

মাতিয়ে দিয়ে যাও

যদি প্রেমের মূল্য থাকে

পুকুর ঘাটে নদীর বাঁকে।

ভাসিয়ে দিয়ে যাও প্রেমের স্রোতে

হাসিয়ে দিয়ে যাও সুখ প্রপাতে।









মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:০২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতায় +। শুভেচ্ছা।

০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও + এ ধন্যবাদ।

২| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: উভয়টা কবিতাই সুন্দর , ভাললাগা +++++++++++++++

০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও কমেন্টে এ ধন্যবাদ ।

৩| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৮

মামুন রশিদ বলেছেন: দুইটা কবিতাই ভালো লেগেছে । +

০৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ মামুন ভাই।

৪| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ছবিটা চমৎকার, কবিতাও সুন্দর +

০৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২৬

সেলিম আনোয়ার বলেছেন: ছবিটা একটা ডিপ্লোমেটিক অফিসের। পুত্রজায়া থেকে। তুলা ।দেখে মনে হবে জলের মধ্যে ঘর বানিয়ে বসে আছে। ওটা খুব গুরুত্বপূর্ণ ডিপ্লোমেটিক অফিস ।

৫| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৯

হাতীর ডিম বলেছেন: সুন্দর :)

০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভাকামনা ।

৬| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:১৪

হরিণা-১৯৭১ বলেছেন: দুটো কবিতাই সুন্দর হয়েছে; পরেরটা বেশ ছন্দময়।

০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। এটা অনেক আগে লিখা ।

৭| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৯

জুন বলেছেন: মায়ার দেশে জলজ বেশে যে জন চলে মুগ্ধপ্রাণে
জীবন কাটে সুখেই তার জলের ধারে সঙ্গোপনে।

বাহ সেলিম ইদানিং দারুন দারুন কবিতা লিখছো। অনেক ভালোলাগলো দুটো কবিতাই।
+

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৬

নীল-দর্পণ বলেছেন: কবিতা আর কী পড়বো, ছবিটা দেখেই প্রান জুড়িয়ে গেছে :)
ভাল লাগা

১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: এটা মালয়েশিয়ার প্রথম ডিপ্লোমেটিক ভবন।


কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৮

দৃষ্টিসীমানা বলেছেন: ছবি এবং কবিতা দুটোই ভাল লাগল ।শুভ কামনা সব সময় ।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।
আর শুভকামনা ।

১০| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৭

খোরশেদ খোকন বলেছেন: সুন্দর কবিতা পড়লাম, শুভেচ্ছা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.