নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অনুপ্রেরণার নেইমার

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১২





একেবারে উচ্ছ্বল প্রাণ চঞ্চল তরুণ

রঙিন চুলে উৎসবমুখর বরুন;

নিজেকে সাজিয়েছেন কত রঙে

ফুটবলকেও রঙিন করেছেন

পায়ের জাদুতে নিত্য নতুন ঢঙে।

সদা বিনয়ী তিনি অহংকার নেই কোন

খেলার মাঠে খেলেই গিয়েছেন পশুত্ব দেখাননি কোন।

রুখতেই হবে তাকে —নাহলে সুনিশ্চিৎ হার

দিকবিজয়ী বীর যে তিনি নামটি —নেইমার।

দুষ্ট লোকে আঘাতে আঘাতে করেছে তাকে শেষ

তাকে হারিয়ে ফুটবল যেন হারালো সৌন্দর্য অশেষ।

রাজ্যের বোঝা চেপে ছিল তার ঘাড়ে

মেরুদন্ডের ভীষণ ব্যথা অবসর দিল তারে।

এবারের আসরে আর —খেলা হবেনা তার

না খেলেও তিনি হয়ে যেতে পারেন শিরোপার দাবীদার

তেমনটি যেন হয় —যদিও সহজ নয়

তিনি এখন দলের প্রেরণা —কথাটি মিছে নয়

সেই প্রেরণাতে উজ্জীবিত হলে হবে নিশ্চিৎ জয়।

হলুদের রূপ মেখে সবুজ মাঠে সাম্বা নৃত্য একে

বার্লিন প্রচীর ভেঙে বিজয় আনো ছিনিয়ে —অনুপ্রেরণার নেইমার

তোমার প্রেরনায় সেলেসাওরা হয়ে ওঠে যেন অপ্রতিরুদ্ধ দূর্বার।



ছবি -গুগল

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


:( :( :(

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০১

সেলিম আনোয়ার বলেছেন: মন খারাপ করে লাভ নেই ব্রাজিল সেরা একাদশ মাঠে নামাতে পারছে না।

একটা কথা মনে রেখো পাউলো রোসীর দূর্বল দল ৮২ তে বিশ্বকাপ জিতেছে।
৮২ ৮৬ এর সেরা ব্রাজিল দল শিরোপা জিততে পারেনি।


হেড এ জার্মানী বিপজ্জক তবে গ্রাউন্ডে ব্রাজিল সেরা । আজকে বল মাটিতে রেখে খেললে ব্রাজিল জিতে যাবে ইনশাআল্লাহ ।

২| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৭

লিঙ্কনহুসাইন বলেছেন: দিকবিজয়ী বীর যে তিনি নামটি —নেইমার।

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১২

সেলিম আনোয়ার বলেছেন: ট্রাজেডির মহানায়ক...সেই অর্থে তিনি সত্যি সবার মন জয় করেছেন।
তার বিশ্বকাপটা শুরু হলো হলুদ কার্ড দিয়ে ..কার্ড পাওয়ার মত ফাউল সেটি ছিল না।

তাকে ফাউল করা হয়েছে রেফারী নির্বিকার থেকেছেন বেশিরভাগ ক্ষেত্রে এমনটি হয়েছে। এত বড় একজন তারকা খেলোয়াড় অথচ তার নিরাপত্তা ব্যাপারে উদাসীন ছিল সব রেফারী। ব্যাপারটা দুঃখজনক। সন্দেহজনকও বটে। ক্যামেরুনের বিপক্ষে খেলায় তাকে আহত করে দেয়া হয়েছে।পরের খেলা গুলোতে সেটি স্পষ্ট বোঝা গেছে।


কমেন্টে ধন্যবাদ।

৩| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৭

সেলিম আনোয়ার বলেছেন: পোস্ট করার পর দেখি এটি ২য় পতায় শোভা পাচ্ছে।..................মাননীয় স্পীকার হয়ে গেলাম । ;)

৪| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: বার্লিন প্রচীর ভেঙে বিজয় আনো ছিনিয়ে —অনুপ্রেরণার নেইমার
তোমার প্রেরনায় সেলেসাওরা হয়ে ওঠে যেন অপ্রতিরুদ্ধ দূর্বার।


কবির কামনা সত্য হোক!

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ও কমেন্টে ধন্যবাদ।

৫| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন:

সেলিম ভাইর লেখা সবচেয়ে বাজে কবিতা :)

দলীয়করণ দেশ ও মেধাকে কিভাবে ধ্বংস করে সেলিম ভাইর এই কবিতা তার জ্বলন্ত উদাহরণ।

দলীয়করণ নয় মেধার বিকাশ চাই।

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: বুঝেছি কাদের চক্রান্তে এই পোস্ট প্রকাশ করার সঙ্গে সঙ্গে ২য় পাতায়। ;)


আমার লেখা সেরা কবিতা এটি।

সারা বিশ্বে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী কবিতা এটি বেদনা যদি কবিতার গ্লামার হয়ে থাকে সে ব্যাপারটি এর মধ্যে আছে। কবিতা যদি প্রেরণা দায়ক কিছু হয়ে থাকে সেটিও এর মধ্যে আছে। :P :P :P =p~

আমিও দলীয়করণ নয় মেধার বিকাশ চাই। !:#P

৬| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪০

চড়ুই বলেছেন: কবিতা ভালো লাগছে। নেইমারের জন্য কষ্ট হচ্ছে :( :( । নেইমার বাদ পরাই অনেকেই খুশী হইছে কিন্তু প্রকৃত দল তারাই যারা ঘায়েল হবার পরো জিতার জন্য সবটুকু চেষ্টা করে, তারা না যারা খালি মাঠে ভুয়া দলের সাথে গোল দিয়া বলে জিতছি জিতছি।

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুন সত্যি কথা বলেছেণ।

ব্রাজিল জিতে যাবে। আমরা ভাল দলকে হারাই। আমরাই সেরা।

৭| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:২১

মামুন রশিদ বলেছেন: কাম ব্যাক নেইমার ।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ মামুন ভাই।

৮| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: বার্লিন প্রচীর ভেঙে বিজয় আনো ছিনিয়ে —অনুপ্রেরণার নেইমার
তোমার প্রেরনায় সেলেসাওরা হয়ে ওঠে যেন অপ্রতিরুদ্ধ দূর্বার।


ব্রাজিলের জন্য শুভ কামনা।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।
ব্রাজিলের জন্য শুভকামনা ।

৯| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

সমসাময়িক বিষয় নিয়ে সুন্দর লেখা।
তবে মন খারাপ লাগছে নেইমারের জন্যে।

পোস্ট রেডি করার পর সেভ না করে পাবলিশ করলে যখন পোস্ট করবেন সময়টা তখনই দেখাবে আর তা প্রথম পাতাতেও থাকবে।

যখন সেভ করবেন সেই সময়টা কাউন্ট হচ্ছে ইদানিং...জানি না এটা সামুর কোন সমস্যা কি না...হয়তো শিগগীরই ঠিক হয়ে যাবে।

শুভেচ্ছা রইল, সেলিম।।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুপরামর্শে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।


ভালথাকবেন সবসময় এই কামনা থাকলো ।

১০| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: নেইমার বিহিন ব্রাজিল কেমন খেলবে সেটাই এখন দেখার বিষয় কবিতায় +

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। সুন্দর কমেন্টে ধন্যবাদ বণ্ধু।

১১| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:১৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সাময়িক কবিতা লিখেন সাথে

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১২| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:১৭

হরিণা-১৯৭১ বলেছেন: আমার বিশ্বকাপ শেষ হয়ে গেছে; শেষ হয়েছে ব্রাজিলেরও।

ইডিয়ট কলম্বিয়ান ১৮ নম্বরের পা ভেংগে দেয়ার দরকার ছিলো; ওর ভাগ্য ভালো আমি সেদিন মাঠে ছিলাম না; শালা কলম্বিয়ান ড্রাগী ।

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও কবিতা পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৩| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫২

একজন ঘূণপোকা বলেছেন: বার্লিন প্রচীর ভেঙে বিজয় আনো ছিনিয়ে —অনুপ্রেরণার নেইমার
তোমার প্রেরনায় সেলেসাওরা হয়ে ওঠে যেন অপ্রতিরুদ্ধ দূর্বার।


ব্রাজিল টিম কাপটা নেইমারকে এনে দিবে।

০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

সেলিম আনোয়ার বলেছেন: আমারও তাই মনে হচ্ছে।

আজকে ব্রাজিল জিতে যাক ।

১৪| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫১

এহসান সাবির বলেছেন: নেইমার অনুপ্রেরণা হয়ে জিতবে আজ ব্রাজিল।

০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ব্রাজিল জিততে পারেনি। ব্রাজিল প্যানিক হয়ে গেল। তবে নেইমার অপরাজিতই থেকে গেলেন ।

১৫| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৪

রোদেলা বলেছেন: এই ছেলেটার জন্যে আমার অনেক কষ্ট হয়।

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: নেইমার ছিলেন ব্রাজিল দলে ব্যানার। ব্যানারটা সরে গেল আর ব্রাজিল ধপ করে পরে গেল ।

১৬| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৪

রাহুল বলেছেন: ২০১৮ তে রাশিয়া আবার জলে উঠবে নেইমার ,এই প্রত্যাশায়.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.