নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
___ আমাদের সান্ধ্যভোজে চলছে অবাক উপাসনা
রসনাদেবতাটাকে তুষ্ট করতে আকুন্ঠ এই সাধনা
____বিলাসব্যাসনে মত্ত আমাদের রঙিন পরিচ্ছেদ
সাধনা নামের শব্দটারে করেছি এ কেমন ব্যবচ্ছেদ!
আমাদের এই সংযম যেন ষড়রিপু করে ক্ষয়
আমাদের এই অনাহার উদর উপাসনার নয়
_________এ ছিল সিয়াম সাধনার মহান মর্মবানী
সেই চেতনা ভূলন্ঠিত করেছে আমাদের রসনাখানি।
__আমাদের এই উৎসব ঘিরে অযাচিতরা ঘুরেফেরে
অন্নহীনেরা অনুপস্থিত এখানে রাঘববোয়ালের ভীড়ে
__________________অন্ধজনে দেহ আলো ,অন্নহীনে অন্ন
সিয়াম সাধনাও হতে হয় জানি আল্লাহর তরে মনবসেবায় ধন্য-
_______________হচ্ছে কি তেমনটি আর ?
লৌকিকতার চরম প্রহারে — সাধনা জার জার
__আমাদের এই সাধনাখানি হারালো আসল মর্ম
লোক দেখানোই সার হলো মানলো্ কি কেউ ধর্ম ?
আমাদের এই সান্ধ্যভোজ হচ্ছে কি কোন উপাসনা?
অল্পাহারে জানি মঙ্গল লাভ তাতেই সিয়াম সাধনা ।
সান্ধ্যভোজের কিছু খানাপিনা আপডেট করা হলো
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সান্ধ্যভোজ ঠিকই আছে......আমার এখানে এসে পুষোবেনা ।
কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৯
হরিণা-১৯৭১ বলেছেন: কবিতার বাণী পরিস্কার, গঠন শক্ত।
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুবকামনা ।
৩| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
মাহে রমজান !!!
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫০
সেলিম আনোয়ার বলেছেন: মাহে রমজানের শুভেচ্ছা আমাদের ইফতার পার্টিগুলো লোক দেখানো আর ব্যাপক খানাপিনায় সীমবদ্ধ না থাকুক একটু মানবতা যুক্ত হোক।
৪| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪০
স্বপ্নবাজ অভি বলেছেন: লেখোয়াড় বলেছেন:
সান্ধ্যভোেজে দাওয়াত দিলেন নাকি?
কাবিতায় ++++++++++++
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫২
সেলিম আনোয়ার বলেছেন: তোমাকেও দাওয়াত দেয়া হলো। রাতে ব্রাজিলের খেলা আছে,,,খেলাদেখে ,,,সেহরী একসঙ্গে করে তারপর ছুটি।
৫| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হচ্ছে কি তেমনটি আর ?
লৌকিকতার চরম প্রহারে — সাধনা জার জার ..""
+++
দারুন।
এই সত্যকে ভূলিয়ে দিতেই যেন মোল্লার দল -কোরাস করে বিধান ঝাড়ে..
অথচ নিরেট সত্যটারে বুঝেও ইগনোর করে- তাতে যে আতে লাগে!!!!!!
সিয়ামের প্রকৃত চেতনা জেগে উঠুক সবার মনে...
আপনার জন্য ছোট্ট দাওয়াত (যদি দেখে থাকেন-বাদ না দেখলে দাওয়াত)
সিয়াম ব্যাংক! আমার রমজানের উদ্যোগ-তাদের জন্য যারা অসহায়, প্রার্থী, কারো কাছে চাইতে পারেনা!
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।
দাওয়াত কবুল করলাম ।
৬| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৪
তাসজিদ বলেছেন: কবিতায় ++++++++
দেশে কবে আসছেন।
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ২০১৫ ।কবিতা পাঠে ধন্যবাদ ।
৭| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সমসাময়ীক কবিতায় পিলাস ।
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: প্লাসে ও কমেন্টে ধন্যবাদ গিয়াসলিটন ভাই ।
৮| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫১
একজন ঘূণপোকা বলেছেন:
দারুন কবিতা ভাই
০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৯| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৪
অরুদ্ধ সকাল বলেছেন:
আমাদের এই সান্ধ্যভোজ হচ্ছে কি কোন উপাসনা?
অল্পাহারে জানি মঙ্গল লাভ তাতেই সিয়াম সাধনা ।
_______________________________
কাব্যে বিষমকিছু কথা
০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কবি কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
১০| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
সুমন কর বলেছেন: দাওয়াত কই??
ভাল লাগল।
০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
সেলিম আনোয়ার বলেছেন: আরে ভাই দাওয়াতের সীমার বাইরে বাস করছি।
ভাললাগায় ধন্যবাদ ।
১১| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
টুম্পা মনি বলেছেন: sundor sundor
০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
সেলিম আনোয়ার বলেছেন: টুম্পামনি কমেন্টে ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা ।
১২| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
হাসান মাহবুব বলেছেন: ভালো হৈসে কবিতা।
০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ হাসান মাহবুব। ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।
১৩| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আহা ...!
কি চমৎকার ...!
০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:০০
সেলিম আনোয়ার বলেছেন: এই বার বুঝেন
১৪| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৬
মামুন রশিদ বলেছেন: যাক, ইফতার নিয়াও কবিতা লেখা যায় !!
০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা প্রচষ্টা মাত্র। কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৫| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৬
লিরিকস বলেছেন: +
০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৬| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আহার/ভোজ কিন্তু এক ধরনের উপাসনাও এবং নিখাদ। তাই খাবার-দাবারের সময় কেউ ফাঁকি দেয় না।
০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: আমিও খাবার দাবারের সময় ফাঁকি দেই না ।
তবে রোজা রাখতে ভুল করি না ইফতারিটা বেশি পরিমান খাই এই আর কি।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৭| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৭
রাজিব বলেছেন: অনেক খাবার। এত আইটেম আমার আবার ভাল লাগে না। তবে ছবি দেখেই বলে দেয়া যায় বেশ সুস্বাদু হয়েছে।
০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।
এত আইটেম খাওয়া আসলে আমারও ভাল লাগে না।
কি করবো রসনা দেবী অল্পে তৃপ্ত হতে চায় না ।
১৮| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৮
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
....... সিয়াম সাধনার মহান মর্মবানী
আমরা কজন তা মানি !
থাকতে হয় বলে থাকি অনাহারে রোজ
জানি সন্ধ্যায় আছে এক ভুড়ি ভোজ ।
যদি ঘরে না হয় চল্লিশ পদের ইফতারি
ব্যাটা একটা খয়রাতি, বলবে পাশের বাড়ী ।
তখোন কোথায় মান-সম্মান রাখি ?
তাইতো সান্ধ্যভোজের উপাসনায় থাকি ......
০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২১
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কথামালা । ভাললেগেছে ।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৭
লেখোয়াড় বলেছেন:
সান্ধ্যভোেজে দাওয়াত দিলেন নাকি?
কাবিতায় ++++++++++++