নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
_____মানুষের ভালবাসা ঘিরে স্রষ্টা থাকেন
নরনারী ভেদে ভালবাসাতে নয়
নরনারীভেদে ভালবাসা ঘিরে ষড়রিপুর বাস
_____জ্ঞানী লোকে তা্ই কয়।
__মানুষই মানুষের আসলপরিচয়
__তাই নরনারী ভেদাভেদ আর নয়।
মানুষেরে ভালবেসেছেন মুহাম্মদ
__মানুষেরে ভালবেসেছেন যিশু
মানুষেরে বাসলে ভাল স্রষ্টা খুশি হয়।
কোরআন -পূরাণ- বেদ- বাইবেলে
____মানুষেরেই ভালবাসতে বলে
______মানুষের মনই মসজিদ মন্দির
মানুষের ভালবাসা তাই পূন্যের আবির;
_________জ্ঞানী লোকে তাই কয়।
জলে —স্থলে— ভূমন্ডলে খুঁজে
__পাবেনা জানি কেহ তাঁরে;
পাবেনা কেহ স্রষ্টার স্নেহ —হবে না মন হবেনা সাধন
মানুষেরে ভালবেসে সহজে — বসে থেকে আলয়ে আপন
হতে পারে স্রষ্টাকে খুঁজে পাওয়া
তাই মানুষেরে ভালবেসে যাওয়া।
___মানুষের ভালবাসাতে ঈশ্বর আছেন
__মানুষের ভালবাসাতে আল্লাহ থাকেন।
—নরনারী ভেদে ভালবাসা ঘিরে নয়—;
নরনারী ভেদে ভালবাসা ঘিরে ষড়রিপুর বাস
—জ্ঞানীলোকে তাই কয় ।
১২ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: বেলজিয়ামের দুই তরনী স্যাম আর রুবী এসেছিলেন বাটু কেভ এ রুবী বলেছিল অনেকেই বলে বাটু কেভ এ স্রষ্টা থাকেন ।এরকম দুটি গুহা পৃথিবীতে আছে। স্যাম বানর বিড়ম্বনায় পরেছিলো।বানর তার হাত থেকে খাবার কেড়ে নিয়েছে।সে ভয়ে কাপছে আর কাদছে কেউ তাকে সাহয্য করতে এগিয়ে আসছে না। হয়তো মেয়ে তাই।তামাশা দেখা লোকদের ভিড় থেকে ছুটে এসে স্যামকে আমার কাছে নিয়ে আসলাম। পরে যখন রুবী অমন কথা বলল।তাকে বললাম রুবী মানুষকে ভালবাসার মধ্যে স্রষ্টা থাকেন।তাদের চোখে কৃতজ্ঞতার হাসি। সেই অনুভূতি থেকে এই কবিতা।
২| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩০
বংশী নদীর পাড়ে বলেছেন: অসাধারন! কিন্তু এই দর্শনটি অনেকেই এড়িয়ে যায়। অতি উচ্চ মাপের কথার ভার অনেক সাদা-মাটা মনে হয় জনসাধারনের কাছে। তাই তো তুচ্ছ মনে করে পাশ কেটে যায়।
প্রেমই যে শ্রষ্টাকে পাওয়ার একমাত্র মাধ্যম আর প্রেম প্রয়োগের একমাত্র পাত্রটি যে মানুষ এই দুটি দর্শন দিনের আলোর মতো সত্য।
১২ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩১
আবু শাকিল বলেছেন: উপরের ছবি কেন যুক্ত করলেন...ছবির ইতিহাস জানতে মুঞ্ছায়
১২ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪২
সেলিম আনোয়ার বলেছেন: উত্তর পেয়েগেছেন বোধ হয় ১ম মন্তব্যের জবাব থেকে।ওটা বাটু কেভ এর একটা ছবি।ওখানেই একবিতা ভাবনা।
কমেন্টে ধন্যবাদ ।
৪| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৭
মামুন রশিদ বলেছেন: ইদানিং আপনার ভাবনাগুলো খুব সুন্দর ।
১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৬
সেলিম আনোয়ার বলেছেন: মামুনভাই কমেন্টে পাঠে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।
সবসময় সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা ।
৫| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৮
মায়াবী ছায়া বলেছেন: কবিতায় ভালোলাগা। শুভকামনা।।
১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা মায়াবী ছায়া ।
৬| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৯
অতঃপর জাহিদ বলেছেন: ভালবাসা আসলেই স্রষ্টার অন্য নাম।
১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪০
এহসান সাবির বলেছেন: দারুন।
১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:১১
সেলিম আনোয়ার বলেছেন: এহসান সাবির ভাই কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। ভালথাকবেন সবসময় ।
৮| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ গভীর!
১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ স্বপ্নবাজ অভি।
৯| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:৫৫
আরজু মুন জারিন বলেছেন: মানুষের ভালবাসা ঘিরে স্রষ্টা থাকেন
নরনারী ভেদে ভালবাসাতে নয়
নরনারীভেদে ভালবাসা ঘিরে ষড়রিপুর বাস
_____জ্ঞানী লোকে তা্ই কয়।...
বাহ অভিভূত কবিতার মেসেজ এ বক্তব্যে। সুন্দর ছন্দময় ভাবের কবিতা। অনেক ভাল লাগা সেলিম ভাই। শুভেচ্ছা রইল অনেক অনেক।
১৩ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ভাললাগা।
ভালবাসাতেই সব সমাধান। আজকে ফিলিস্তিন এ যে অত্যাচার সেটিও ভালবাসা দিয়ে সমাধান করা সম্ভব।মানুষের প্রতিভালবাসার বড্ড অভাব।
১০| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ২:১১
আহসানের ব্লগ বলেছেন: শুভেচ্ছা রইলো।
১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা।
১১| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ২:৫০
কলমের কালি শেষ বলেছেন: গভীর মনের চিন্তা সাধারনকে ঘিরে । মানুষকে ভালোবাসার ভিতরেই সুখ নিহিত ।সকলে মিলে ভালো থাকার ভিতরেই সুখ বিদ্যমান । আর এই আমরা মানুষকে ঘিরেই সকল ভালোবাসা । এই ভালোবাসার বেড়াজালে থেকেও কেন যেন একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে আমরা অপারগ । কিছু একটার অভাব আছে । সেই অভাবটা দিনদিন বেড়েই যাচ্ছে । সময় উপযোগী আহবান । ভালো লেগেছে । সকলের প্রতি ভালোবাসা রইল ।
১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: আমার কবিতার চেয়ে আপনার কমেন্ট বেশি ভাল হয়েছে। সুন্দর কমেন্টে ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
১২| ১৩ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৩০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মানব প্রেমই প্রকৃত প্রেম। মানব প্রেমই প্রকৃত ধর্ম।
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ, ভাই সেলিম আনোয়ার।
১৩ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা ।
১৩| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক সুন্দর বলেছেন ভাইয়া! মানুষই মানুষের আসল পরিচয়- কিন্তু আমরাই ভেদাভেদ তৈরি করি!
১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সহমত্ ।ভেদাভেদ করা অনুচিত। সবাই সমান।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।
১৪| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৬
একজন ঘূণপোকা বলেছেন:
দারুন কবিতা ভাই
১৪ ই জুলাই, ২০১৪ রাত ৩:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৫| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৩
একজন আবীর বলেছেন: চমৎকার লিখেছেন। ভাল লেগেছে লেখাটা
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৫
চড়ুই বলেছেন: সুন্দর।