নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

স্বয়ং স্রষ্টা তাদের অভিশপ্ত করেছিলেন

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪৬

স্বয়ং স্রষ্টা তাদের অভিশপ্ত করেছিলেন

সৎপথের সন্ধানে তাদের কাছে পাঠানো হয়েছে প্রায় লাখ খানেক বার্তাবাহক

প্রায় সবাইকে হত্যা করার মত নির্মম ইতিহাস তাদের

তাদেরকে আল্লাহ মান্না সালুয়া দিয়ে আপ্যায়ন করিয়েছিলেন

অকৃতজ্ঞরা সন্তুষ্টি প্রকাশের পরিবর্তে পিয়াজ রসুন চাষে নিয়োজিত হয়েছিলো

তখনো তারা যাযাবর ছিলো ফেরাউনের তাড়া খেয়ে।



তাদের বাঁচাতে স্রষ্টা নীলনদে বারোটি রাস্তা গড়েছিলেন

কেননা তারা একত্রিত হতে পারেনি

সুনিশ্চিৎ মৃত্যূর করাল থাবায় পরেও

বারো গোত্রের জন্য বারোটি রাস্তা গড়ে তাদের রক্ষা করেছেন দয়াময় স্রষ্টা।



তাদের খুনী চক্রান্ত থেকে রক্ষা পায়নি ফুলের মত নিষ্পাপ শিশুরা

তারা শেষ নবীকে বিষপ্রয়োগে হত্যা করতে চেয়েছিলো

তারা যীশুকে ক্রুশবিদ্ধ করার সকল আয়োজন সম্পন্ন করেছিলো

তাদের খুনী হাতে রচিত হয়েছে মানব ইতিহাসের নিষ্ঠুরতম মহাকাব্য

প্যালেস্টাইন গণহত্যা তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন মাত্র।



এখানে শিক্ষনীয় কতটুকু বর্বর হলে অভিসম্পাত করেন পরম করুনাময়

শান্তি প্রতিষ্ঠার নামে ঘৃন্যদের ইন্ধনে তাদের হাতে এই মানববিপর্যয়।



তাদের প্রতি তাই থাকলো চরম ঘৃণা

পরিজনহারা ব্যথিতের প্রতি জানাই সমবেদনা ।



পাপীষ্ঠদের রক্তাক্ত হাত ভেঙে যাক গুড়িয়ে যাক সময়ের যাতাকলে

এটা একেবারে স্বচ্ছ স্বয়ং স্রষ্টা অভিশপ্ত করেন কতটা নিষ্ঠুর হলে।



মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২২

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আসসালামু য়ালাইকুম। জানেন ওদের আক্রমণ শুধু ফিলিস্তীনের ওপর নয়। ফিলিস্তীন থেকে এতদূরে আমরা। কিন্তু আমার মনের ওপরও একটা চাপ সৃষ্টি করে রাখছে। আমার বাচ্চাটা ছোট। সেদিন বলছে, কারা যেন বাচ্চাদের হাত কেটে ফেলতেছে?

সব জায়গায় তাদের বিষাক্ত নিঃশ্বাস পড়তেছে।

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ওরা মানবতার শত্রু। ওরা অকৃতজ্ঞ। ওরা মোসাদের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালায় ।ওরা ৯/১১ এর ধ্বংসযজ্ঞের হোতা ।

২| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৫

চড়ুই বলেছেন: :( :( :( :(

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ওদেরেক কেন্দ্র করেই পৃথিবী অস্থিতিশীল। যুক্তরাষ্ট্র তাদের পররাষ্ট্রনীিতিতে ওদের রক্ষা করার মত বিষয়টি অন্তভূক্ত করেছে নির্লজ্জের মত্ ।

৩| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১২

হানিফঢাকা বলেছেন: 1. Jews were the chosen nation by Allah. But they failed.

2. Allah promised Ibrahim (pubh) and his descendents the land of Canann (from Ufretis to Nile) under some covenants. That is the main claim of Jew to this land since they are the children of Jacob (pubh), and God promised this land to them. Both Quran and Bible testify this claim.

3. However, Both Quran and Bible also says Jews broke their covenant with their God.

4. In Suara Bakara, Allah says that He will gather all the Jews to this land before day of Judgement.

5. Since Jews broke the covenant with Allah, who has the title of land then? and what is the Muslim's valid claim to this land in terms of religious point of view (not political or not for because the inhabitant)?

১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।

দেখুন কবিতাটি তাদের সাম্প্রতিক ঘৃণ্য ঘটনাকে মনে করে ।তারা যেন অতীত ভুল স্মরণ করে নিঠুরতা পরিহার করে ।
তানাহলে স্রষ্টা তাদের প্রতি অসন্তুষটই থাকবেন ।

৪| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৬

অপ্রতীয়মান বলেছেন: মনের ভেতরে একটা আগুন ছাইচাপায় জ্বলছে। মানুষ মানুষকে এইভাবে হত্যা করে প্রতিহিংসা পরায়ণ হয়ে, এ শুধু এদের দেখলেই বোঝা যায়।

১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৮

সেলিম আনোয়ার বলেছেন: মহীলা শিশু তারা কি দোষ করেছে। কতটা আদিম বর্বর তারা। সেটা প্রমান হলো আরেকবার।

৫| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: এরা নির্দয় আজ্রাইল সংস্করন ।।

১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৪

সেলিম আনোয়ার বলেছেন: এরা প্যালেস্টাইনে কিছু ক্ষত বিক্ষত ব্যার্ঘ তৈরি করেছে।এরা কিছু সংখ্যক শিশু সৃষ্টি করেছে যারা ছোট বেলায় অস্ত্রহাতে যুদ্ধের মহরা দেয়। এরা মানুষদের ক্ষতবিক্ষত করে বিদ্রোহী করে তুলেছে।পৃথিবীর মানচিত্রে ইসরাইল একটা বিষফোড়া। এরা জঙ্গিবাদের জন্ম দিয়েছে।

৬| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৭

কলমের কালি শেষ বলেছেন: তারা ইসলামের বড় শত্রু । বড়ই নির্মম...#( ।

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৮:১০

সেলিম আনোয়ার বলেছেন: সহমত । নিরন্তর শুভকামনা ।

৭| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৮:০৯

সুমাইয়া আলো বলেছেন: হে আল্লাহ আমাদের মাফ করুন, যালিম দের ধংশ করুন।

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৮:১১

সেলিম আনোয়ার বলেছেন: আমিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.