নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমি দেখে নিও

১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১০





তুমি দেখে নিও

একদিন সত্যি আমাদেরও প্রেম হবে।



তোমার করতলে অর্পিত যে প্রণয় উৎকলিকা ছুড়ে দিয়েছো

নিদারুন অবহেলে

কখনো পথের ধূলোয়

কখনো নদীর জলে

সেগুলো তোমার চির আরাধ্য হয়ে এল বলে।



আরও অনকগুলি সূর্যাস্ত হয়ে গেলে;

গোর খাদকের কবর খুড়োখুড়ি শেষ হলে,

তুমি বুঝবে সবই মিথ্যে অহং ভুলে,

আমদের প্রেমডোর বাঁধা তাই হল বলে।



শখের ভিটেমাটি —মিথ্যে মোহ—রাজ্যের পরিপাটি

তোমার দেয়ালের অ্রপরূপ কারুকার্য ক্ষয়ে এলে

ভেবে নিও সেই প্রণয় শিখা প্রজ্জ্বলিত হল বলে!



অতঃপর তটিনীর জল —খোলা হাওয়া—অশত্থ তল

রাখালীর গান—গাঁয়ের মেঠোপথ—এই প্রসক্ত মন;



তুমি দেখে নিও —তুমি দেখে নিও



হয়ে যাবে আমাদের সেই অনুরঞ্জন

গোধূলীর আকাশে মিলিয়ে ।

মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সুমন কর বলেছেন: অতঃপর তটিনীর জল —খোলা হাওয়া—অশত্থ তল
রাখালীর গান—গাঁয়ের মেঠোপথ—এই প্রসক্ত মন;

ভাল লাগল।

১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

ভাল থাকবেন সুমন কর।

২| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কবিতা পড়ছি আর মুগ্ধ হচ্ছি। প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন।

১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৩| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

ঢাকাবাসী বলেছেন: মনোমুগ্ধকর!

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৪| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৬

মৃদুল শ্রাবন বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কবিতা পড়ছি আর মুগ্ধ হচ্ছি। প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন।

আমারও একই কথা।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৫| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৪

ডট কম ০০৯ বলেছেন: অনেক ভাল লাগা রেখে গেলাম এই কবিতার জন্য আনোয়ার ভাই।


লিখতে থাকুন।

সেইসাথে ছোট্ট একটা কথা কবিতার দুই জায়গায় "হল বলে" শব্দ দুটি ব্যাবহার করেছেন। ওই স্থানে অন্য কোন শব্দ ব্যাবহার করলে আরো সুন্দর হত বলে আমার ধারনা।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ স্নিগ্ধ !

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুবকামনা ।

৭| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
মুগ্ধ হলাম।।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৮| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৩

বলাকাবিহঙ্গ বলেছেন: ছাড়িয়ে যেতে যেতে মডুদের মাথার উপর দিয়ে গেছি।তাই ইহা নির্বাচিত হয়নি।
সেলিম আনোয়ার ভাই,
একটু বুঝিয়ে বলুন।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: মেজাজ খারাপ হওয়াতে অমন করেছিলাম ।ডিলিট করে দিয়েছি ।

ভাল থাকবেন সবসময় নিরন্তর শুভকামনা ।

৯| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৮

মামুন রশিদ বলেছেন: হুম, সুন্দর ।

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১০| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৮

আরজু মুন জারিন বলেছেন: সুন্দর সূর্যাস্তের ছবির সাথে মিষ্টি আবেগের কবিতা। সূর্যাস্তকে কি বলে গোধুলী ? অনেক ভাল লাগল।
শুভেচ্ছা রইল অনেক অনেক। ভাল থাকবেন সেলিম ভাই।

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১১| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ২:৩৪

পিয়ালী দও বলেছেন: খুব ভাল লাগল...

১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ পিয়ালী দত্ত। ভাল থাকবেন সবসময়।নিরন্তর শুভকামনা ।

১২| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৫

এম. এ. হায়দার বলেছেন: আপনার পোস্টে লাইক-কমেন্টের হিড়িক লেগেই আছে।
খরা আপনার জন্য প্রযোজ্য না।

এটাই আপনার বিরুদ্ধে অভিযোগ :P


সুন্দর ভাবনায় ভালো-লাগা...


+++

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৩| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৩:২০

নব্য কবি বলেছেন: সুন্দর কবিতা, কবির জন্য শুভকামনা রইল।

১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: নব্যকবির শুভকামনা প্রীত হলাম ।ভাল থাকবেন ।

১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: নব্যকবির শুভকামনা প্রীত হলাম ।ভাল থাকবেন ।

১৪| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লেগেছে আপনার কবিতা।

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।

ভাল থাকবেন সবসময় ।

১৫| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৫

চড়ুই বলেছেন: বরাবরের মতো এটাও সুন্দর।

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ সুপ্রিয় চড়ুই পাখি ।


ভাল থাকবেন সবসময় ।

১৬| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৮

হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: আমার শ্রদ্ধেয় বড়ভাই।।। আপনার লেখাটা খুব সুন্দর।

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার কমেন্ট করা ও পাঠ করার জন্য ।
ভাল থাকবেন সবসময় এই শুভকামনা ।

১৭| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৭

অপ্রতীয়মান বলেছেন: ভালো লাগলো :)

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও ভাললাগায় অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৮| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১০

চৈতী আহমেদ বলেছেন: তুমি দেখে নিও
একদিন সত্যি আমাদেরও প্রেম হবে।

সুন্দর প্রত্যাশা অথবা প্রতিশ্রুতি।
শুভেচ্ছা রইলো কবি।

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার সুন্দর কমেন্টে ও শুভেচ্ছায় অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন সবসময়।

নতুন কবিতায় সঙ্গে থাকার অনুরোধ ।

১৯| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৫

আহসানের ব্লগ বলেছেন: তুমি দেখে নিও
একদিন সত্যি আমাদেরও প্রেম হবে ;) 100 likes :)

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২০| ১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কয়েকবার এসেও মন্তব্য করতে পারি নাই।

সুন্দর কবিতা।+++

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি খুব ঝামেলা হচ্ছে ইদানিং।

আমিও কমেন্ট করে দেখি কমেন্ট গায়েব।

আবার কমেন্ট করি। প্রথমটির মত আর হয় না।

সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

২১| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৬

রেজওয়ান তানিম বলেছেন: আগের চেয়ে আপনার লেখায় পরিবর্তন লক্ষ্য করছি

ভালো লাগল

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: পরিবর্তন কোন ধরণের বুঝি নি।


এবার বোধ হয় ভাগ্যের পরিবর্তনও হবে।বি
তাইতো এত আত্ম বিশ্বাস।

তুমি দেখে নিও আমাদের প্রেম হবে ।

২২| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:২০

বৃষ্টিধারা বলেছেন: মুগ্ধতা......

ভালো আছেন ?

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: হু বৃষ্টিধারা ।বৃষ্টির আগমনে মন ভাল হয়ে গেল ।

খুব ভাল আছি।

আপনি ভাল আছেন তো ?

কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।

২৩| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৯

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



চমৎকার একটা শুরু ......
তুমি দেখে নিও
একদিন সত্যি আমাদেরও প্রেম হবে।


গোধূলি আকাশের রঙ যে সে কথাই বলছে .......


শুভেচ্ছান্তে ।

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন সবসময় ।

২৪| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:১৫

তওসীফ সাদাত বলেছেন:

অন্যরকম স্বাদ পেলাম মনে হল, আপনার লেখার ধাঁচে বেশ ভাল পরিবর্তন এসেছে।
এবং আনন্দের সংবাদ হচ্ছে পরিবর্তন টা উপরের দিকে :)
আরো আরো কবিতা চাই আপনার কাছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.