নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কটাক্ষ ;)

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৯

.



মন্তব্য করে উত্তর মিলবে না আমার

প্রতিউত্তরের ফুসরতটুকু নেই তাই

গল্পে কবিতায় অসাধারণ সব লিখায়

যা কিছু বলার অকাতরে বলে দেই

বিব্রত করবেন না আর।



আমি শান্তি প্রিয় লোক

নিরবতার রঙিন মোড়কে ঢেকে রেখেছি মুখ।



আমার সৃস্টিগুলো সহিফার মত

বুঝতে পেলে স্বর্গবাস সুধী জনের মত।

এখান থেকে শিখুন

শিখে দ্রুত কেটে পরুন।



মন্তব্যের প্রতি উত্তর করিনা আমি

আমার কথা মনিমুক্তা হিরার চেযে দামী

আমি ঐশ্বর্যের আধার

মস্তিস্কে আমার লুকিয়ে রেখেছি সম্পদের এক পাহাড়

আমি নিরবে করি কাজ

লোক দেখানো সকল কিছুতে আমার অবিশ্বাস

শুধায়োনা মোরে যেন

বাতেন আমাকে এইখানেতে জাহের করি কেন?



ওটুকু আমার মরুভূমিতে সাগর দান!

ওতে মিলেমিশে আছে রাজ্যের কল্যাণ!

প্রতিউত্তর করি না আমি,

আমার কথার মূল্য অনেক হীরার চেয়েও দামী

উলুবনে মুক্তা ছড়ানো বুদ্ধিহীনের কাজ

যত্রতত্র মন্তব্য তেমন কহেছেন ,বিবেক মহারাজ।



মহামূল্যবান মন্তব্যখানি তাই আড়াল করে রাখি

আমি যে ভাই শান্তি প্রিয় তাই নির্বাক হয়ে থাকি।



-------------------------------

কমেন্ট করে তার জবাব না পেলে কেমন অনুভূতি।তার চেয়েও বড় প্রশ্ন কমেন্টদাতা সেই ব্লগার সম্পর্কে কেমন ভাবেন। তাই নিয়ে এই কবিতা খানি।

এর চেয়ে অন্য ধরণের ভাবনা থাকতে পারে সুপ্রিয় ব্লগার, সেটি কেমন? সেটি জানাতে ভুলবেন না ।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৩

দাদা- বলেছেন: ভালো লাগলো । সঠিক কথাই তুলে ধরেছেন। ++++

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ। এটি মুটামুটি জনমত জরিপের মত। কেমন ভাবেন সহব্লগাররা জানার আগ্রহ থেকে লিখা ।

অনেকে হয়তো জবাবও দিবেন।

শুভকামনা নিরন্তর দাদা ।

২| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১০

লিরিকস বলেছেন: +

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট পেলামনা + পেলাম লিরিকস। শাদা ব্যাকগ্রাউন্ডে রঙিন ডিজাইন করা প্রশ্নগুলো উত্তর খুজে ফিরছে ।শাদা কাগজ কমেন্টে ভরে যায় যেন তাই্


তারপরও কমেন্টে ধন্যবাদ । B-)

৩| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: যারা পড়ে কিন্তু কমেন্ট করেন না , তারা রুচিশীল ভদ্র নয় ।
কবিতা ভাল লাগল ।
আর পড়া মাত্রই কমেন্ট করার অনুরুধ সব ব্লগার দের মধ্য বিপ্লব আসুক কামনা রইল ।

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪০

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্টে ধন্যবাদ বন্ধু্ ।

ব্লগ আর আগের মত নেই।


সেই দিন আর আসবে না

আগের মত কমেন্ট আর লাইক পাওয়া আর যাচ্ছে না ।
আরও কত কথা।

আমি জানি অনেকে কর্মজীবনে প্রবেশ করেছেন। অনেকে নতুন সংসার শুরু করে ব্যস্ত হয়ে আসতে পারছেন না ।

আমার এক সুপ্রিয় ব্লগার তো অনিন্দিতা আমি ব্লগে নেই দেখে ব্লগে আসতে আগের মত মজা পান না।

আরও সব মজার মজার যুক্তি।

সব ব্লগারদের মধ্যে বিপ্লব আসুক আমারও এই কামনা ।



৪| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩১

আহসানের ব্লগ বলেছেন: :(

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: মন খারাপ করে কি হবে


এর একটা বিহিত হওয়া প্রয়োজন।

৫| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৮

জনাব মাহাবুব বলেছেন: মহামূল্যবান মন্তব্যখানি তাই আড়াল করে রাখি
আমি যে ভাই শান্তি প্রিয় তাই নির্বাক হয়ে থাকি :P :P :P :P


১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: :P :P :P

কমেন্টে ভাল লাগা ।

৬| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৪

আরজু মুন জারিন বলেছেন: মন্তব্য করে উত্তর মিলবে না আমার
প্রতিউত্তরের ফুসরতটুকু নেই তাই
গল্পে কবিতায় অসাধারণ সব লিখায়
যা কিছু বলার অকাতরে বলে দেই :-/ :-/ :-/

আসলে একটা লেখা ব্লগ এ যখন লিখি আমার প্রত্যাশা থাকে অন্তত কিছু মানুষ পড়বে কমেন্টস করবে। কমেন্টস না করলে লিখতে কেমন লাগে। মাঝে মাঝে দেখা যায় এমনকি লেখা কেও পড়েনা। আমার কথা শুধু বলছি না। কিছু ভাললেখা দেখি শুন্য মন্তব্য। এ একটা হল। ব্লগ কমেন্টস ছাড়া প্রাণহীন মনে হয়।

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট ।

ব্যাপারগুলো সবার বিবেচনায় রেখে চললে উপকৃত হওয়ার সমূহ সম্ভাবনা আছে ব্লগ এবং ব্লগার দুজনের জন্য।

পোস্টে কমেন্ট করে করে এটাকে রেওয়াজে পরিণত করলে ব্লগ জমে ওঠতে বাধ্য ।

নিরন্তর শুভকামনা ।

৭| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৯

আরজু মুন জারিন বলেছেন: আমার তো মন খারাপ হয়ে যায় লেখায় কমেন্টস না দেখলে। তবে আমি যত ক্লান্ত অসুস্থ থাকি না কেন যে আমার লেখায় কমেন্টস করে অবশ্যই উত্তর করি এবং তার ব্লগ এ গিয়ে তার লেখায় ও মন্তব্য করে আসি। আমার মতে এ সবার করা উচিত। অন্ততপক্ষে মন্তব্যের উত্তর। সৌজন্যতা প্রকাশ করা উচিত একজন ব্লগারের।

ধন্যবাদ সেলিম ভাই।

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: মন খারাপ হওয়াই স্বাভাবিক।


অনেকে আবার অনেকের কমেন্ট ব্যান্ড করেন ।

৮| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:২৩

তওসীফ সাদাত বলেছেন:




কবিতায় প্রতিবাদ !! ভালো লাগলো :)

৯| ১৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

মোঃ ইসহাক খান বলেছেন: চিন্তা করেছেন মনে হচ্ছে।

শুভেচ্ছা রইলো।

১০| ২০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২০

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: স্যাটায়ারমূলক কবিতা মনে হচ্ছে । সহমত জানিয়ে গেলাম । ব্লগে এরকম হলে একটু খারাপ লাগা কাজ করে কারণ একটা লেখা পড়ে মতামত জানানোর পর তার প্রত্যুত্তর পেতে ইচ্ছে করেই ।

ধন্যবাদ

১১| ২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৭

হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: একমত। তবে এই কথাটা যে এতো সুন্দর করে বলা যায় জানা ছিলো না। খুব সুন্দর লেগেছে । ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.