নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমাদের প্রেম থাকে বেদনায় রত
যদিও কেউ কারো নই—এই জনমে
আমার পৃথিবীজুড়ে নেশার স্বপনে
তোমার আসা যওয়া লুকোচুরি যত।
আমাদের পথচলা নির্জনতা ঘিরে
কখনো হবার নয়।ধরে হাতে হাতে
পাবনা সুখছোঁয়া এ্ই তরনীর ঘাটে
যদিও হয় দেখা পলাশ ফোটা ভোরে।
প্রিয় নামে প্রাণখোলে ডাকতে পারিনা
শুধু নিজের করে ভাবা —সে বহুদূর
কিনে দিতে পারিনা দুটি সোনার নূপুর
তাই বিরহে কাটে সময় সহিতে পারি না।
আমরা রেল লাইনের মত নিষ্ঠুর
কাছাকাছি থেকেও যে—রয়ে যাই দূর।
১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টেও ভাললাগায় কৃতজ্ঞতা ।শুভকামনা নিরন্তর ।
২| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৯
মাহবু১৫৪ বলেছেন: ++++
১৮ ই জুলাই, ২০১৪ রাত ১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভালরাগায় অনেক অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন সবসময় ।
৩| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:২২
তওসীফ সাদাত বলেছেন:
ভাবে ব্যাঘাত হয়েছে কোথাও কোথাও,পড়তে পড়তে খেই হারিয়ে ফেলেছি বেশ কয়েকবার !!
আমি মূলত একবার চেষ্টা করেছিলাম সনেট এবং মারাত্মক ভাবে ব্যর্থ হয়েছিলাম।
**নির্দেশিত পরাজয়** এই শিরোনামে। পড়বার আমন্ত্রণ রইলো।
১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কবিতা পড়ে এসেছি ।প্রচেষ্টায় ভাল লাগা জানিয়েছি। কিছুটা পরিবর্তনের অনুরোধ ও করেছি।
কখখক গঘঘগ নৃত্যে খেই হারানোই স্বাভাবিক। কমেন্টে ও পাঠে ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা তওসীফ সাদাত ।
৪| ১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: অপূর্ব প্রেমকাব্য
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: দেরী প্রতি উত্তরে দুঃখিত বাইরে ছিলাম। অনেক ঘুরোঘুরি হলো ।
কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৫
মামুন রশিদ বলেছেন: আবার চতুর্দশপদী! +
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৬| ১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪২
ডি মুন বলেছেন: " আমরা রেল লাইনের মত নিষ্ঠুর
কাছাকাছি থেকেও যে—রয়ে যাই দূর।"
চমৎকার
২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৭| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:২০
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: কোথা থেকে আসে এমন লেখা? আমি মাঝে মাঝে আপনার লেখা পড়ে স্তব্ধ হয়ে যায়। এভাবে ভক্ত বানিয়ে নেওটা অন্যায়।
২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। এটা বেশ আগে লিখা একটি কবিতা।
এখনকার ব্যাপার অন্য
এখনকার কবিতার শেষ লাইন হতো
আমরা মানিকজোড় মত
.............................................................
আমাদের মিলন না হলে সব সুন্দর মরে যেত।
৮| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:২০
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: কোথা থেকে আসে এমন লেখা? আমি মাঝে মাঝে আপনার লেখা পড়ে স্তব্ধ হয়ে যায়। এভাবে ভক্ত বানিয়ে নেওটা অন্যায়।
৯| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪১
রাজিব বলেছেন: কবিতা আমি তেমন বুঝি না কিন্তু পড়তে ভাল লাগলো। ভাল লিখেছেন। শেক্সপিয়ারিয়ান সনেট এর মত হয়েছে a-b-a-b, c-d-c-d, e-f-e-f, g-g ছন্দ আর শেষ দুই লাইনে কবিতার মূলভাব প্রকাশিত হয়েছে। ক্লাসে এইজব জিনিস পড়তে হতো। কোন দিন কাজে লাগবে চিন্তা করিনি। আজ লাগলো দেখে মজা পেলাম।
২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১০| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ২:২৫
তারছেড়া লিমন বলেছেন: কবি, একাকিত্ব যখন আকড়ে ধরে তখন জোৎছনা দেখার বড় লোভ হয় কিন্তু ডুবে থাকি এক নষ্টালজিক অমাবস্যায়। কেন এমন হয় কবি ???
২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সস্ট্রা জানেন। আমার জানা ণাই।
১১| ১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কাছাকাছি থেকেও যে—রয়ে যাই দূর... শেষের এই লাইনটাতেই অনেক কিছু বলা হয়ে যায়... ! ভাল লাগলো ভাইয়া!
২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কাছাকাছি তারা পরস্পরকে স্পর্শ করে না।
এটির গভীর ব্যাখ্যাদেয়া সম্ভব ।
ভাল লাগায় ধন্যবাদ ।
১২| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৫
আবু শাকিল বলেছেন: "আমাদের পথচলা নির্জনতা ঘিরে"
ভাল লাগল সেলিম ভাই।
২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১২
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও কমেন্টে ধন্যবাদ ।ঈদমোবারক ।
১৩| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫
বেকার সব ০০৭ বলেছেন: সেলিম ভাইয়ের কবিতা ভাল না লেগে পারে এক কথায় চমৎকার হয়েছে কবিতা
২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৪| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:১১
টুম্পা মনি বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
১৫| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৩:৫১
হরিণা-১৯৭১ বলেছেন: কবিতাটি বারবার পড়লাম।
২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধণ্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৬| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৩
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: নতুন লেখার লোভে রোজ আপনার প্রফাইল ঘাটি । কিন্তু কবে অপেক্ষার শেষ হবে?
২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৯
সেলিম আনোয়ার বলেছেন:
১৭| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৩:৪৮
পিয়ালী দও বলেছেন: ভাল লাগল
২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা পিয়ালী দত্ত ।
১৮| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৯
অপূর্ণ রায়হান বলেছেন: চথুর্থ ভালোলাগা +++ ভ্রাতা ।
কেমন ছিলেন ?
২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২১
সেলিম আনোয়ার বলেছেন: ভালআছি অপূর্ণ ভাই।
কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।
১৯| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৪
সাজিদ উল হক আবির বলেছেন: কোথায় হারালেন প্রিয় সেলিম ভাই? সুন্দর চিন্তাধারা ও লেখনীতে বহিঃপ্রকাশের জন্যে অভিনন্দন!
২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।
২০| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৯
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার ।ভাল থাকুন সব সময় ।
২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
২১| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০১
খোরশেদ খোকন বলেছেন: " আমরা রেল লাইনের মত নিষ্ঠুর
কাছাকাছি থেকেও যে—রয়ে যাই দূর।"
আহা! কি সুন্দর উপমা,
সুন্দর! আসাধারন লেখা, শুভেচ্ছা...
২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪১
আধখানা চাঁদ বলেছেন: সুন্দর কবিতা সেলিম ভাই। ভাললাগা রেখে গেলাম।