নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
শিশুরা পাখির মত কলতানে মাতিয়ে রাখে জগতটাকে,
ফুলের মত সুবাসিত করে চারিদিক;
তারা সুশোভিত করে ধরণীটাকে মুক্ত হাওয়ায় দোলা পুস্পবনের
সদ্যফোটা পুষ্প যেন ঠিক।
পূত- পবিত্র তাদের মন
ভবিষ্য ধরনীর কারিগর তারা—তারাই সুধী জন।
হাসি ,খুশি আর আনন্দ নিয়ে
বেড়ে ওঠবে তারা সফল হয়ে;
আমরা সবাই তা চাই।
তবু কেন আজও পথশিশুরা
পথে পথে ঘুরছে ;
অনাহারে জীর্ণবস্ত্রে
পথে পথেই মরছে !
কেন আজও তাদের কোন আশ্রয় নাই?
একটি মাত্র নতুন জামা
পেলে, তাদের প্রাণে আনন্দ মেলে,
পথশিশুরা হবে যে তাতে খুশিতে আটখানা।
এবারের এই ঈদে,
ফুলের মত শিশুরা সব
কাটাক সময় আনন্দ আর আহলাদে।
আমরা যারা ফুলশয্যায় কাটাইছি দিন রাত
সেখান একটুখানি বিলাসিতা না হয় কমে যাক
বিলাসিতার গায়ে যদি একটু লাগাম টানি
সেখান থেকে দানের মন্ত্রে হই যদি উজ্জীবনি
পথশিশুরা মহানন্দে হাসবে পুষ্পহাসি
তাদের খুশিতে স্রষ্টা খুশি ;আর খুশি বিশ্ববাসী।
২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সবাই সুখ চাই। অন্তত শিশুদের সুখ অন্য সবাইকে সুখী করে ।
তবে আসল সত্য সবাই তা পায় না.........
সবাইতো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না......
জানিনা বলে যা লোকে কপালে সবার নাকি সুখ সয় না............
কমেন্টে ও পাঠে ধন্যবাদ। ভাল থাকবেন সুপ্রিয় লেখোয়াড়।
২| ২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪১
সুমন কর বলেছেন: সুন্দর !!
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। সুমন কর ভাল থাকবেন।
৩| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১০
কলমের কালি শেষ বলেছেন: সুখী হওয়াটা অন্যের সুখ দেখে যতটুকু পাওয়া যায় তার থেকে মনে হয় আর বেশী সুখ কোথাও নাই । কেউ অনুভব করে কেউ করে না কিন্তু অজান্তে সকলেই অন্য কাউকে না কাউকে সুখী করতেই দৌড়ায় । যেমন কেউ পরিবারের জন্য, কেউ আত্মীয় স্বজনের জন্য, কেউ বন্ধুর জন্য... । কিন্তু এইসকল পথশিশুদের জন্য ?...
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: পথশিশুরাও শিশু তাদেরও অধিকার আছে সুখে থাকার।
পথশিশুদের প্রতি তাই ভালবাসা জন্মাক সবার ।
৪| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৩
হানিফ রাশেদীন বলেছেন: অনেক ভালো লাগা রইলো।
২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার আর নিরন্তর শুভকামনা ।
৫| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কবিতা পাঠে ভাললাগা।
২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা
৬| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ লিখেছেন।
২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৮
টুম্পা মনি বলেছেন: শিশুদের ভাবনায় কবিতা। অনেক ভালো লাগা।
২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৪০
সেলিম আনোয়ার বলেছেন: অনেক কৃতজ্ঞতা পাঠে ও কমেন্টে ।
শুভকামনা নিরন্তর ।
৮| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৭
সুইট এঞ্জেল বলেছেন: আংকেল তোমার ছড়া গুলো অলওয়েজ আমার এত ভালো লাগে কেনো?
২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগার জন্য ধন্যবাদ সুইট এঞ্জেল । তোমার কমেন্টে ও আমার অনেক ভাল লাগে এঞ্জেল ।
৯| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কোবতে +++
২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী কমেন্টে ধন্যবাদ ।
কেমন আছো কান্ডারী ?
১০| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: কবিতায় অনেক ভাললাগা
আগাম ঈদ শুভেচ্ছা ।
২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
আপনাকে ঈদশুভেচ্ছা ।
১১| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫০
এহসান সাবির বলেছেন: ভালোলাগা।
২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় এহসান সাবির ভাই ভাললাগায় অনেক কৃতজ্ঞতা ।ভাল থাকবেন সবসময়। ঈদমোবারক ।
১২| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১০:২১
রাজিব বলেছেন: সব শিশুর জীবন ঈদের মত আনন্দময় হোক- তা ১০০ বছর পরে হলেও।
২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৬
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার শুভকামনায় অনেক ধন্যবাদ।তেমনটি যেন হয় । ভাল থাকবেন সবসময় ।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩৬
লেখোয়াড় বলেছেন:
সবাই এত সুখ চায় কেন?
সবাই এত খুশি হতে চায় কেন??