নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রবাসী

২৮ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৪০





দূরত্ব গড়েছি বেশ

তোমাদের স্মৃতি থেকে দূরে থেকে থেকে হয়েছি নিরুদ্দেশ

পাহাড় সমুদ্র নদী ঘুরেছি হেটেছি বিস্তর পথে

বর্ণিল ধরায় এ হৃদয় আঙিনার ধূসর সমতটে;

নৈঃশব্দের মায়াবী ছোবলে অভিপ্রায়গুলি হয়েছে শুধু নীল

স্রোত বয়েছে সময় গিয়েছে সৃজেছে বেদনার ঝিল।

আতশবাজির উৎসবমুখর এই ক্ষণে

তুমি দোলা দাও তুমিহীনা বিষন্ন এই মনে।



দূরত্ব হয়েছে ঢের

ঈদের আনন্দে আলোড়িত এখানটা তোমাদের দিন সংযমের

প্রবাসি সন্তান শোকে কেদে চলেছেন দুখিনি এক মা

এসব ভেবে কাটছে সময়, বেদনার্ত এ হৃদয়টা

মুঠোফোনে জননীর ব্যথাতুর কথা শুনে শুনে

ভরে যায় বেদনায় বুক

আকাশের যত চন্দ্র তারা যেন করছে তারই শোক।



তোমরা যারা মা—বাবা ঘেরা কাটাইছো বেলা সুখে

কিভাবে তোমরা বুঝবে এ ব্যথা, কত জ্বালা এই বুকে?

করি শুধু প্রার্থনা

যেখানেই থাকেন সুখ যেন থাকেন সকল আপনজনা।

দূরত্ব গড়েছি বেশ।

সময়ের ছলনায় জীবনের তাড়নায় হৃদয়ে বেদনা অশেষ।

চল করি সবে এই প্রার্থনা ,

যেখানেই থাকে সুখে যেন থাকে সকলের আপনজনা ।

----------------------

আজ মালয়েশিয়ায় ঈদ। ব্লগের সকল শুভাকাঙ্খিদের ঈদমোবারক ।ভাল থাকবেন সবাই ।













মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৪ ভোর ৬:১৬

রাজিব বলেছেন: ঈদ মোবারক। কবিতা সুন্দর হয়েছে।
ঈদে কি খাচ্ছেন তার ছবি পারলে দিয়েন?

২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক।কমেন্টে ও পাঠে



ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৪৭

মৃদুল শ্রাবন বলেছেন: ঈদের দিনেও আমাদের একটা কবিতা উপহার দেবার জন্য ধন্যবাদ। কবিতার কথারগুলো প্রিয়মানুষদের থেকে দূরে থাকা মানুষদের। তবে আপনার লেখা কবিতা হিসেবে বেশ সাদামাটা মনে হল। B:-/ B:-/

২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৯:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।আর মাত্র কয়টি পোস্ট করতে পারলে আমার ৫০০ পোস্ট হয়ে যাবে।তাই এখন এভাবে পোস্ট করে যাচ্ছি।
সাদামাটাভাষায় কবিতাটি লেখা । #:-S #:-S গুরু গম্ভীর ভাষা আসিতেছে। !:#P

ব্লগের মানুষজনই আমার প্রিয় মানুষ।

৩| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৭

ঢাকাবাসী বলেছেন: ঈদের দিনে কবিতা আর তাতে বেদনা! কি দরকার? বিদেশে জীবন সংগ্রাম, অর্থ, ভবিষ্যৎ, দেশের কোলাহল থেকে দুরে... গ্লাসটা আর্ধক ভরাই থাকনা। ঈদমোবারক।

২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: প্রবাসে ঈদ মানেই বেদনা। এটা নিদারুন সত্যিকথা । কমেন্টে ও পাঠে ধন্যবাদ। এত দূরে থাকি যে আমার ঈদের দিনে আপনাদের রোযা চলছে।

৪| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: দেশ ছাড়াতে মাইকেল মধূসূদন এর মতোই আপনার কবিতার বিকাশ ঘটেছে! ঈদ মোবারক সেলিম ভাই!

২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা । ঈদমোবারক অভি।

৫| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৫

জসীম অসীম বলেছেন: ঈদ মোবারক সেলিম ভাই। বিষন্ন হতে চাই না। তবু হতে হয়। কবিতা ভালো লেগেছে। জীবন কতোই না বিচিত্র। আপনার কবিতাগুলো হৃদয় ছুঁয়ে যায়। আপনাকে ধন্যবাদ।

২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।ভালথাকবেন সবসময় এই কামনা থাকলো ।

৬| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১০

কলমের কালি শেষ বলেছেন: কিরে ভাই সকল প্রবাসী ব্লগার ভাইয়েরা তো দুঃখ বার্তা পাঠাইয়া আমাগো ঈদরেও দুঃখ ভারাক্রান্ত করে দিচ্ছে । এখনই তো তাদের একাকীত্বের কথা মনে করে মনের ভেতর কেমনজানি করে উঠলো ।
ঈদের দিনও কবিতা লিখে ফেললেন । এইটাও একটা আনন্দ । শুভ ঈদ মোবারক
:)

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪১

ডি মুন বলেছেন: ঈদের শুভেচ্ছা সেলিম ভাই :)

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ডি মুন ভাই

৮| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫২

মামুন রশিদ বলেছেন: ঈদের শুভেচ্ছা সেলিম ।

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা । ঈদের রম্য কোথায় মামুন ভাই?

৯| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩২

সুমন কর বলেছেন: প্রবাসে ঈদ কেমন কাঁটালেন, পরে আমাদেরকে শেয়ার করেন।

ঈদ মোবারক।

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৯

সেলিম আনোয়ার বলেছেন: লংকাউই বেড়ানো শেষ হয়েছে গত রাতে। এমন টায়ার্ড যে শরীর ভেঙে ঘুম আসছে ।

১০| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: তোমরা যারা মা—বাবা ঘেরা কাটাইছো বেলা সুখে
কিভাবে তোমরা বুঝবে এ ব্যথা, কত জ্বালা এই বুকে?

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১১| ২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: প্রবাসী ভাল লাগল । ঈদ মোবারক +++++++++

২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ঈদমোবারক। কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১২| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৬

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল ।ইদ মোবারক ।ভাল থাকুন সব সময় ।

২৮ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদমোবারক ।নিরন্তর শুভকামনা ।

১৩| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৭

সুমাইয়া আলো বলেছেন: মাঝের লাইন গুলো দুঃখে ভরা। চোখ ছলচ্ছল করতে লেগেছে।
তার পরও বেশ ভাল লাগল

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

ঈদমোবারক ।

১৪| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:৩০

সচেতনহ্যাপী বলেছেন: যেখানেই থাকেন সুখ যেন থাকেন সকল আপনজনা। আমি কবিতা বুঝি না ভাল করে।। কিন্তু আপনার এই লাইনটি মনে হচ্ছে আমারই মনের কথা। না বলা কথাটি কবিতার ভাষায় ফুটিয়ে তোলার জন্য আমার অভিনন্দন রইলো।
ভাল থাকুন এবং ঈদ মোবারক।।

২৯ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ঈদমোবারক।ধন্যবাদ শুভকামনায় ।

১৫| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:৪৬

IN THE NAME OF INNOCENCE বলেছেন:

ঈদ মোবারাক, ঈদ মোবারাক, ঈদ মোবারাক

!:#P !:#P !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.