নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
প্রেরণা বিহনে ব্যর্থতা দহনে কেটেছে যত অবেলা
প্রেরণা তৃষ্ণায় বিভোর এ প্রাণে স্বপ্নরা করে খেলা
প্রেরণার পরশে মনের হরষে স্বপ্নেরা ডানা মেলে
কামনা জেগেছে কামনা ভেসেছে সুখের বাতি জ্বেলে।
ধান শালিকের গায়ে সুতীব্র অভিপ্রায়ে করেছে ভর
তার কামনায় রাত্রি আধারে তাই ঘুমহীন রাতভর।
আমাদের দুজনার মাঝে — বিচ্ছেদ কি সাজে?
কত সহস্র পথ — হয়ে ব্যর্থমনোরথ
নিয়েছে যে ঠাই ইতিহাসের নীল খামে।
কে উঁচু কে নীচু?
কে ধলো কে কালো?
এসবের নিকেশে— মিথ্যের আবেশে
কেউ কি ডরেছে ?থেমে কি গিযেছে
প্রেমেরই অভিপ্রায়? —
তাই সবাইকে জানাই,
জাতপাত ভেদাভেদ নয়
হয়েছে সবখানে প্রেমেরই জয়।
ঘুচিয়ে শত ব্যবধান —ভেঙে সব মান অভিমান
উড়েছে বিজয় রথ
করে দৃপ্ত শপথ
প্রেমিকজনে,
মিলনের গানে প্রেমের অভিযানে
তাই বিজয়মাল্য জুটেছে বারবার;
প্রেরণার আগমনে মধুর কলতানে
আনন্দে মেতে উঠি ,সব ভেদাভেদ টুটি
মিলন গানে তাই
এসেছে লগন আজ— পথিকের পথ হারাবার।
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৮:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। কবিতার নাম বদলে দিলাম ।
২| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১:০০
পার্থ তালুকদার বলেছেন: পড়েছি, তবে এত কঠিন কিছু মাথায় ঢুকে না ভাই।
কি আর করা।
অনেক শুভেচ্ছা ।
০২ রা আগস্ট, ২০১৪ রাত ১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৮:০৯
মামুন ইসলাম বলেছেন: শেষের এই কয়েকট লাইন খুব ভাল লেগেছে
প্রেরণার আগমনে মধুর কলতানে
আনন্দে মেতে উঠি ,সব ভেদাভেদ টুটি
মিলন গানে তাই
এসেছে লগন আজ— পথিকের পথ হারাবার।
ধন্যবাদ সেলিম ভাই ভাল থাকবেন ।
শুভেচ্ছা থকাল
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৮:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
৪| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৮:২৯
উপপাদ্য বলেছেন: বই বের করার উদ্যোগ নিন।
আপনার কবিতা সবসময় ভালো লাগে। ধন্যবাদ।
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: বই বেড় করার উদ্যোগ নেই কিভাবে। এবছর তো দেশের বাইরেই কেটে যাবে। তাছাড়া এই অধমের লিখা কবিতা কয়জনা পড়বে।
কমেন্টে ভাল লাগলো। উৎসাহদানে ধন্যবাদ ।ভাল থাকবেন সবসময় ।
৫| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৪
সুমাইয়া আলো বলেছেন: সুন্দর
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা
৬| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৯:৫০
উপপাদ্য বলেছেন: কে পড়লো কে পড়লো না এটা বড় কথা নয়। সৃষ্টির বেঁচে থাকা দরকার আছে।
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:১৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনি যথার্থ বলেছেন।
সৃষ্টি বেঁচে থাকার দরকার আছে।
তবে অনেক সময় ভা্বি এগুলো কি ছাপানোর উপযোগী কিনা।
আবার অন্যরকমও ভাবি । বলতে পারেন দোটানায় থাকি।
আপনার কমেন্টে প্রেরণা খুঁজে পেলাম ।
৭| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:০৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।
ধন্যবাদ, ভাই সেলিম আনোয়ার।
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।
শুভকামনা থাকলো ।
৮| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রেরণার আগমনে মধুর কলতানে
আনন্দে মেতে উঠি ,সব ভেদাভেদ টুটি
মিলন গানে তাই
এসেছে লগন আজ— পথিকের পথ হারাবার।
সুন্দর !!!
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ লিটন ভাই। শুভকামনা থাকলো নিরন্তর ।
৯| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৭
মৃদুল শ্রাবন বলেছেন: সাম্যের কবিতা সুন্দর লিখেছেন তবে মাঝখানে আমাদের দুজনার মাঝে — বিচ্ছেদ কি সাজে? লাইনটা জাতিগত এবং ব্যক্তিগত স্বার্থের সংমিশ্রণ ঘটিয়ে ফেলেছে।
ভালো লাগলো। শুভকামনা রইলো।
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট করেছেণ । আমাদের দুজনার মাঝে আসলে কাব্যিক ঢং এ ব্যবহৃত হয়েছে। ওটা ব্যক্তি বা জাতি হওয়া আবশ্যক নয়। অস্তমিত সূর্য আর সমুদ্র .....দুই জড় এমন ভাবে বলতে দূষ কোথায়। অস্তমিত সারা দিন প্রখর উত্তাপ বিলিয়ে কোমল সৌন্দর্য ধারণ করে হারিয়ে যায় সমুদ্রে ।
আমার তেমনটি উপলব্ধি হয়েছে। লংকাউই কে গিয়েছিলাম আন্দামান সাগরে সূর্যাস্ত দেখবো আমার তেনটাই উপলব্ধি হয়েছে।
একটু ভাবুনতো কোথায় উত্তাপের সূর্য আর কোন শীতলীকরণ পানি।
দিনের শেষে ঠিকই তাদের মিলন হলো।
কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।
১০| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:১৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতায় শান্তির আহ্বান ভালো লাগলো....
কবিকে অনেক শুভেচ্ছা...
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।শান্তির আহবানে সাড়া দিলেই হয়।
আপনি চমৎকার কমেন্ট করেন ।
ভালথাকবেন ।
১১| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৯
মাধব বলেছেন: কবিতা ভালো লেগেছে।
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।ভাল থাকবেন সব সময় ।
১২| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:১১
এম এ কাশেম বলেছেন: প্রেরণার আগমনে মধুর কলতানে
আনন্দে মেতে উঠি ,সব ভেদাভেদ টুটি
মিলন গানে তাই
এসেছে লগন আজ— পথিকের পথ হারাবার।
চমৎকার সেলিম ভাই ,
অনেক ভাল লাগা আর
শুভ কামনা।
০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা
১৩| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৬
ইনকগনিটো বলেছেন: শুভকামনা।
০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ। ভাল থাকবেন ইনকগনিটা ।
১৪| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৬
ডি মুন বলেছেন: অন্তমিলে ভালোলাগা। মিষ্টি কবিতা।
কেমন আছেন সেলিম ভাই?
০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।
আজ পথিক পথ হারাবে বোধ হয়।
আজ ভালবাসা হয়ে যাবে নিশ্চয় ।
১৫| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর কবিতা!!!!
০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ স্নিগ্ধ শোভন। ঈদমুবারক ।শুভকামনা নিরন্তর ।
১৬| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৪
সুমন কর বলেছেন: প্রেরণার কবিতা ভাল লাগল।
০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় প্রেরণা পেলাম ।ভাল থাকবেন ।
১৭| ০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১১
আরজু মুন জারিন বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন সেলিম ভাই।অনেক ভাল লাগা শুভেচ্ছা কবিতায়।
অনেকক্ষন ধরে চেষ্টা করছি সবার লেখায় কমেন্টস করতে।আমার কম্পিউটার অনেক স্লো হয়ে আছে।কিছু করতে পারছিনা।
ভাল থাকবেন সেলিম ভাই।ঈদ মোবারক পুনরায়।
০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ। নিরন্তর শুভ কামনা থাকলো ।
আপনাকেও ঈদের শুভেচ্ছা আবার ।
১৮| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ২:৫১
এম. এ. হায়দার বলেছেন: প্রেরণা বিহনে ব্যর্থতা দহনে কেটেছে যত অবেলা
প্রেরণা তৃষ্ণায় বিভোর এ প্রাণে স্বপ্নরা করে খেলা
প্রেরণার পরশে মনের হরষে স্বপ্নেরা ডানা মেলে
কামনা জেগেছে কামনা ভেসেছে সুখের বাতি জ্বেলে।
+++
আর যে ছবির নিচে এই লাইন চতুষ্টয়!!
....
....
ঘুম নষ্ট!!
ঘুমহীন রাতভর!
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৩:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৯| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৭
সাজিদ উল হক আবির বলেছেন: স্নিগ্ধ শান্ত কবিতা , স্নান করে সদ্য আটপৌরে শাড়ি পরে বারান্দায় এসে দাঁড়ানো নারীমূর্তি অবলোকনের অনুভূতি এনে দিল।
প্রিয় সেলিম ভাই, বই বের করার উদ্যোগ নেন। আর দেশের বাহির হতে নিয়মিত ছবি আপলোড করতে থাকেন ফেসবুকে, যাতে দেখতে পারি আমাদের ভাই কেমন আছে বিদেশে।
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্ট কবিতার মত মনে হলো।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা ।
২০| ০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২১
লেখোয়াড় বলেছেন:
এই কবিতাটি সবদিক দিয়ে ভাল হয়েছে।
ভাষার প্রয়োগ, ছন্দ এবং কাল-সমকাল।
ভাল লাগল সেলিম।
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুপ্রিয় লেখোয়াড়।সে্
ভাল থাকবেন সবসময় সেই কামনা থাকলো ।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১২:৪৮
স্বপ্নবাজ অভি বলেছেন: আকাশলীনা ছেড়ে অপ্সরা নিয়ে পড়লেন?
কবিতা ভালো হয়েছে, কবিতা জীবনের জন্য, হতাশা আর ধোয়াশার জন্য নয় ...
সুন্দর থাকুন, সুস্থ থাকুন সেলিম ভাই!